এক ঝলক (১৩ অক্টোবর ২০১৭)

১ / ৯
শামুকখোল বড় আকারের জলচর পাখি। প্রখর রোদে ডানা মেলে রোদ পোহাচ্ছে পাখিটি। ১৩ অক্টোবর, বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া। ছবি: সোয়েল রানা
শামুকখোল বড় আকারের জলচর পাখি। প্রখর রোদে ডানা মেলে রোদ পোহাচ্ছে পাখিটি। ১৩ অক্টোবর, বিহারহাট, শিবগঞ্জ, বগুড়া। ছবি: সোয়েল রানা
২ / ৯
লাঙল দিয়ে হালচাষ। ১৩ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
লাঙল দিয়ে হালচাষ। ১৩ অক্টোবর, কাঁঠালতলি, দীঘিনালা, খাগড়াছড়ি। ছবি: পলাশ বড়ুয়া
৩ / ৯
দিনের শেষে মাঠে বসে আছেন এক বৃদ্ধ। কাছেই ঘাস খাচ্ছে তাঁর গবাদিপশু। ১২ অক্টোবর, সুতারখালী, দাকোপ, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
দিনের শেষে মাঠে বসে আছেন এক বৃদ্ধ। কাছেই ঘাস খাচ্ছে তাঁর গবাদিপশু। ১২ অক্টোবর, সুতারখালী, দাকোপ, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
শরতের শুভ্র আকাশতলে শ্যামলিমা আর শান্ত নীর। ১২ অক্টোবর, সুতারখালী, দাকোপ, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
শরতের শুভ্র আকাশতলে শ্যামলিমা আর শান্ত নীর। ১২ অক্টোবর, সুতারখালী, দাকোপ, খুলনা। ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
বিমানবাহিনীর মহড়া দেখছেন লোকজন। ১২ অক্টোবর, সুইজারল্যান্ড। ছবি: রয়টার্স
বিমানবাহিনীর মহড়া দেখছেন লোকজন। ১২ অক্টোবর, সুইজারল্যান্ড। ছবি: রয়টার্স
৬ / ৯
থোকা থোকা জুঁই। সম্প্রতি তোলা ছবি, মালিবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
থোকা থোকা জুঁই। সম্প্রতি তোলা ছবি, মালিবাগ, ঢাকা। ছবি: আবদুস সালাম
৭ / ৯
শরীরে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় রোহিঙ্গা শিশু। তার পাশে বাবা মুজিব উল্লাহ। সম্প্রতি তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১২ অক্টোবর, কক্সবাজার জেলা সদর হাসপাতাল। ছবি: সাইফুল ইসলাম
শরীরে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় রোহিঙ্গা শিশু। তার পাশে বাবা মুজিব উল্লাহ। সম্প্রতি তারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১২ অক্টোবর, কক্সবাজার জেলা সদর হাসপাতাল। ছবি: সাইফুল ইসলাম
৮ / ৯
লাল টুকটুকে রঙ্গন ফুল। ১২ অক্টোবর, সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম
লাল টুকটুকে রঙ্গন ফুল। ১২ অক্টোবর, সোনাখাড়া ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবি: সাজেদুল আলম
৯ / ৯
বেলুন উড়িয়ে কিআনন্দ উৎসবের উদ্বোধন হয়।  নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সৌরভ দাশ
বেলুন উড়িয়ে কিআনন্দ উৎসবের উদ্বোধন হয়। নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে ছবিটি তোলা। ছবি: সৌরভ দাশ