এক ঝলক (০২ নভেম্বর ২০১৭)

১ / ২৮
খাবার সংগ্রহে ব্যস্ত একটি পিঁপড়ে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
খাবার সংগ্রহে ব্যস্ত একটি পিঁপড়ে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
২ / ২৮
পাতায় পাতায় জমে আছে ভোরের শিশির। টিলাগড় ইকোপার্ক, সিলেট, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
পাতায় পাতায় জমে আছে ভোরের শিশির। টিলাগড় ইকোপার্ক, সিলেট, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
৩ / ২৮
নিজের জালে পা ছড়িয়ে বসে আছে একটি মাকড়সা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
নিজের জালে পা ছড়িয়ে বসে আছে একটি মাকড়সা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
৪ / ২৮
পাকিস্তানের শরণার্থীশিবিরে আফগান শরণার্থী শিশুর দুরন্তপনা। ইসলামাবাদ, পাকিস্তান, ৩১ অক্টোবর। ছবি: রয়টার্স
পাকিস্তানের শরণার্থীশিবিরে আফগান শরণার্থী শিশুর দুরন্তপনা। ইসলামাবাদ, পাকিস্তান, ৩১ অক্টোবর। ছবি: রয়টার্স
৫ / ২৮
মাছের আশায় বসে আছে পানকৌড়ি। বোয়ালিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ১ নভেম্বর। ছবি: আব্দুল মোমিন
মাছের আশায় বসে আছে পানকৌড়ি। বোয়ালিয়া, শিবালয়, মানিকগঞ্জ, ১ নভেম্বর। ছবি: আব্দুল মোমিন
৬ / ২৮
ভারতের চেন্নাইয়ের কিছু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠে গেছে। প্রিয় কুকুরকে নিয়ে তাই অন্যত্র যাচ্ছেন এক নারী। চেন্নাই, ভারত, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
ভারতের চেন্নাইয়ের কিছু এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘরবাড়িতে পানি ওঠে গেছে। প্রিয় কুকুরকে নিয়ে তাই অন্যত্র যাচ্ছেন এক নারী। চেন্নাই, ভারত, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
৭ / ২৮
ধান ঝারার কাজ করছেন এক নারী। ললিতপুর, নেপাল, ৩০ অক্টোবর। ছবি: রয়টার্স
ধান ঝারার কাজ করছেন এক নারী। ললিতপুর, নেপাল, ৩০ অক্টোবর। ছবি: রয়টার্স
৮ / ২৮
ঘোড়া আর উট নিয়ে পর্যটকদের অপেক্ষায় ভ্রমণ-সহকারীরা। গিজা, মিসর, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
ঘোড়া আর উট নিয়ে পর্যটকদের অপেক্ষায় ভ্রমণ-সহকারীরা। গিজা, মিসর, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
৯ / ২৮
বার্ষিক পানি উৎসবে নৌকাবাইচ। নমপেন, কম্বোডিয়া, ২ নভেম্বর। ছবি: রয়টার্স
বার্ষিক পানি উৎসবে নৌকাবাইচ। নমপেন, কম্বোডিয়া, ২ নভেম্বর। ছবি: রয়টার্স
১০ / ২৮
সিসিমপুরের টুকটুকি। সঙ্গে গ্লোবাল ইমপেক্টের নির্বাহী সহসভাপতি শেরি ওয়েসটিন। ম্যানহাটন, যুক্তরাষ্ট্র, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
সিসিমপুরের টুকটুকি। সঙ্গে গ্লোবাল ইমপেক্টের নির্বাহী সহসভাপতি শেরি ওয়েসটিন। ম্যানহাটন, যুক্তরাষ্ট্র, সাম্প্রতিক ছবি। ছবি: রয়টার্স
১১ / ২৮
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শিশুটি। ওই হামলায় আর্জেন্টিনার পাঁচজনসহ আটজন নিহত হন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শিশুটি। ওই হামলায় আর্জেন্টিনার পাঁচজনসহ আটজন নিহত হন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
১২ / ২৮
ফ্রান্সে হামলার পর জারি করা হয়েছিল জরুরি অবস্থা। আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি হয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় টহল জোরদার করা হয়েছে। আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
ফ্রান্সে হামলার পর জারি করা হয়েছিল জরুরি অবস্থা। আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি হয়েছে। তবে সতর্কতার অংশ হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ নানা স্থাপনায় টহল জোরদার করা হয়েছে। আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স, ১ নভেম্বর। ছবি: রয়টার্স
১৩ / ২৮
পাকা আমন ধান কাটছেন চাষিরা। পাবলাথালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
পাকা আমন ধান কাটছেন চাষিরা। পাবলাথালী বিল, দীঘিনালা, খাগড়াছড়ি, ২ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
১৪ / ২৮
বগুড়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে হাতুড়িপেটা করা এবং নওগাঁয় এক অধ্যাপককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২ নভেম্বর। ছবি: সোয়েল রানা
বগুড়ায় অধ্যক্ষসহ তিন শিক্ষককে হাতুড়িপেটা করা এবং নওগাঁয় এক অধ্যাপককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন। সাতমাথা, বগুড়া, ২ নভেম্বর। ছবি: সোয়েল রানা
১৫ / ২৮
গরু চরানো শেষে বাড়ি ফিরছেন এক পাহাড়ি নারী। অর্পণা চৌধুরীপাড়া, খাগড়াছড়ি, ২ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
গরু চরানো শেষে বাড়ি ফিরছেন এক পাহাড়ি নারী। অর্পণা চৌধুরীপাড়া, খাগড়াছড়ি, ২ নভেম্বর। ছবি: নীরব চৌধুরী
১৬ / ২৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা। সিলেট, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রা। সিলেট, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২৮
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট কিনতে ক্রিকেটপ্রেমীদের ভিড়। সিলেট জেলা স্টেডিয়াম, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট কিনতে ক্রিকেটপ্রেমীদের ভিড়। সিলেট জেলা স্টেডিয়াম, ২ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৮
পিরোজপুরের সন্ধ্যা নদীতে পালতোলা নৌকা। কাউখালী, পিরোজপুর, ২ নভেম্বর। ছবি: এ কে এম ফয়সাল
পিরোজপুরের সন্ধ্যা নদীতে পালতোলা নৌকা। কাউখালী, পিরোজপুর, ২ নভেম্বর। ছবি: এ কে এম ফয়সাল
১৯ / ২৮
শীতের সকালে নিজের ফুলকপির খেতে কৃষক ইংরাজ মিয়া। বগুড়া সদরে প্রতিমণ ফুলকপির পাইকারি দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। সাতশিমুলিয়া, বগুড়া সদর,নভেম্বর। ছবি: সোয়েল রানা
শীতের সকালে নিজের ফুলকপির খেতে কৃষক ইংরাজ মিয়া। বগুড়া সদরে প্রতিমণ ফুলকপির পাইকারি দাম ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা। সাতশিমুলিয়া, বগুড়া সদর,নভেম্বর। ছবি: সোয়েল রানা
২০ / ২৮
শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব। উৎসব উপলক্ষে তৈরি করা হচ্ছে শ্রী কৃষ্ণের প্রতিমা। প্রতিমায় রং করছেন এক শিল্পী। মদনমোহন ঠাকুরবাড়ি, পালপাড়া, রংপুর, ২ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব। উৎসব উপলক্ষে তৈরি করা হচ্ছে শ্রী কৃষ্ণের প্রতিমা। প্রতিমায় রং করছেন এক শিল্পী। মদনমোহন ঠাকুরবাড়ি, পালপাড়া, রংপুর, ২ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
২১ / ২৮
পেঁয়াজ খেতে কাজ করছেন কৃষকেরা। ভান্ডারপাইকা, বগুড়া সদর, ২ নভেম্বর। ছবি: সোয়েল রানা
পেঁয়াজ খেতে কাজ করছেন কৃষকেরা। ভান্ডারপাইকা, বগুড়া সদর, ২ নভেম্বর। ছবি: সোয়েল রানা
২২ / ২৮
ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল, ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী ‘ইন্ডি বাংলাদেশ’। একটি স্টলে প্রদর্শিত মোটরসাইকেলের মডেল। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল, ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রদর্শনী ‘ইন্ডি বাংলাদেশ’। একটি স্টলে প্রদর্শিত মোটরসাইকেলের মডেল। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
২৩ / ২৮
বার্ধক্যজনিত কারণে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে কুমিল্লার যুবরাজ নামের এই সিংহটি। সিংহটিকে আর দর্শনার্থীদের জন্য রাখা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। কুমিল্লা চিড়িয়াখানা, ২ নভেম্বর। ছবি: এমদাদুল হক
বার্ধক্যজনিত কারণে নানা স্বাস্থ্য সমস্যায় ভুগছে কুমিল্লার যুবরাজ নামের এই সিংহটি। সিংহটিকে আর দর্শনার্থীদের জন্য রাখা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। কুমিল্লা চিড়িয়াখানা, ২ নভেম্বর। ছবি: এমদাদুল হক
২৪ / ২৮
কলাবতী ফুলের আরেক নাম সর্বজয়া। বাগানের সৌন্দর্য বর্ধনে এই ফুলগাছ রোপণ করা হয়। নূরপুর, পাবনা শহর, ২ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
কলাবতী ফুলের আরেক নাম সর্বজয়া। বাগানের সৌন্দর্য বর্ধনে এই ফুলগাছ রোপণ করা হয়। নূরপুর, পাবনা শহর, ২ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৮
মাঠজুড়ে পাকা ধান। সেই ধান দেখে কৃষকের মুখে অনাবিল হাসি। ছোটআঁচড়া, শার্শা, যশোর, ২ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
মাঠজুড়ে পাকা ধান। সেই ধান দেখে কৃষকের মুখে অনাবিল হাসি। ছোটআঁচড়া, শার্শা, যশোর, ২ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
২৬ / ২৮
খালে-বিলের পানি কমে গেছে। তাই খাবারের খোঁজে ডাঙায় হাঁটছে একটি ধবল বক। বালিয়াহালট, পাবনা শহর, ২ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
খালে-বিলের পানি কমে গেছে। তাই খাবারের খোঁজে ডাঙায় হাঁটছে একটি ধবল বক। বালিয়াহালট, পাবনা শহর, ২ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
২৭ / ২৮
কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটি রাজবন বিহারে আসছেন বৌদ্ধ পুণ্যার্থীরা। বেইন ঘর, রাজবন বিহার, রাঙামাটি, ২ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
কঠিন চীবর দান অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে রাঙামাটি রাজবন বিহারে আসছেন বৌদ্ধ পুণ্যার্থীরা। বেইন ঘর, রাজবন বিহার, রাঙামাটি, ২ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
২৮ / ২৮
সৃষ্টি-মীনা বাজার নৃত্যনাট্য উৎসবে আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হয় ‘রাই-কৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্যটি। এতে কৃষ্ণের ভূমিকায় শিবলী মহম্মদ এবং রাধার চরিত্রে শামীম আরা নিপা অভিনয় করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম
সৃষ্টি-মীনা বাজার নৃত্যনাট্য উৎসবে আজ বৃহস্পতিবার মঞ্চস্থ হয় ‘রাই-কৃষ্ণ পদাবলী’ নৃত্যনাট্যটি। এতে কৃষ্ণের ভূমিকায় শিবলী মহম্মদ এবং রাধার চরিত্রে শামীম আরা নিপা অভিনয় করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ২ নভেম্বর। ছবি: আবদুস সালাম