এক ঝলক (০৭ নভেম্বর ২০১৭)

১ / ২৬
পাকা ধান কাটায় বিরতি দিয়ে দুপুরের খাওয়া। নূরুইল, বগুড়া সদর, ৭ নভেম্বর। ছবি: সোয়েল রানা
পাকা ধান কাটায় বিরতি দিয়ে দুপুরের খাওয়া। নূরুইল, বগুড়া সদর, ৭ নভেম্বর। ছবি: সোয়েল রানা
২ / ২৬
পথে পথে গোলাপ ফুল বিক্রি করে খাদিজা। পথেই ফুরিয়ে যাচ্ছে তার কৈশোর। শহীদ হাদীস পার্ক, খুলনা, ৭ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
পথে পথে গোলাপ ফুল বিক্রি করে খাদিজা। পথেই ফুরিয়ে যাচ্ছে তার কৈশোর। শহীদ হাদীস পার্ক, খুলনা, ৭ নভেম্বর। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৬
আমন ধান খেতের পাশের জমিতেই চাষ হবে শীতের সবজি। তারই চেষ্টায় এক কৃষক। মোল্লারগাঁও, সিলেট সদর, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
আমন ধান খেতের পাশের জমিতেই চাষ হবে শীতের সবজি। তারই চেষ্টায় এক কৃষক। মোল্লারগাঁও, সিলেট সদর, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
৪ / ২৬
হয়তো রোদ গায়ে লাগাতেই বেরিয়েছে ফড়িংটি। টিলাগড়, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
হয়তো রোদ গায়ে লাগাতেই বেরিয়েছে ফড়িংটি। টিলাগড়, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
৫ / ২৬
ধানের শিষে বিন্দু বিন্দু শিশির। কাশিমপুর, যশোর সদর, ৬ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
ধানের শিষে বিন্দু বিন্দু শিশির। কাশিমপুর, যশোর সদর, ৬ নভেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
৬ / ২৬
ট্রাক্টর দিয়ে সরিষা কাটা হচ্ছে। বৌরলন, ফ্রান্স, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
ট্রাক্টর দিয়ে সরিষা কাটা হচ্ছে। বৌরলন, ফ্রান্স, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
৭ / ২৬
রঙ্গন ফুলে প্রজাপতি। বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
রঙ্গন ফুলে প্রজাপতি। বন বিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ৬ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
৮ / ২৬
হেমন্তের ভোরের শিশিরে ভেজা ধান খেত। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
হেমন্তের ভোরের শিশিরে ভেজা ধান খেত। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
৯ / ২৬
ফিলিস্তিনিদের সমর্থনে হুতি-সমর্থকদের মিছিল। সানা, ইয়েমেন, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
ফিলিস্তিনিদের সমর্থনে হুতি-সমর্থকদের মিছিল। সানা, ইয়েমেন, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
১০ / ২৬
গঙ্গার ওপর অস্থায়ী ভাসমান সেতু তৈরি করছেন শ্রমিকেরা। উত্তর প্রদেশ, ভারত, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
গঙ্গার ওপর অস্থায়ী ভাসমান সেতু তৈরি করছেন শ্রমিকেরা। উত্তর প্রদেশ, ভারত, ৬ নভেম্বর। ছবি: রয়টার্স
১১ / ২৬
কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাঁশবোঝাই নসিমন। যদিও মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ। পদ্মার মোড়, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ৭ নভেম্বর। ছবি: এম রাশেদুল হক
কুয়াশাচ্ছন্ন মহাসড়কে বাঁশবোঝাই নসিমন। যদিও মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ। পদ্মার মোড়, গোয়ালন্দ বাসস্ট্যান্ড, রাজবাড়ী, ৭ নভেম্বর। ছবি: এম রাশেদুল হক
১২ / ২৬
সকালে রোদে পাপড়ি মেলেছে রক্তজবা। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
সকালে রোদে পাপড়ি মেলেছে রক্তজবা। ইসলামপুর, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২৬
বাংলাদেশে লান্টানা বুনোফুল হিসেবে পরিচিত। আদি নিবাস আমেরিকা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
বাংলাদেশে লান্টানা বুনোফুল হিসেবে পরিচিত। আদি নিবাস আমেরিকা। চন্দ্রিমা উদ্যান, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
১৪ / ২৬
গাছে ঝুলছে পাকা বাতাবিলেবু। এই দেশীয় ফলটি জাম্বুরা হিসেবেই বেশি পরিচিত। টিলাগড়, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
গাছে ঝুলছে পাকা বাতাবিলেবু। এই দেশীয় ফলটি জাম্বুরা হিসেবেই বেশি পরিচিত। টিলাগড়, সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২৬
বগুড়ার গুদার বিলে পানিফলের চাষ করেছেন বাদল মিয়া। বিল থেকে পানিফল তুলছেন তাঁরা। প্রতি মণ পানিফলের পাইকারি দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। সাঘাটিয়া, গাবতলী, বগুড়া, ৭ নভেম্বর। ছবি: সোয়েল রানা
বগুড়ার গুদার বিলে পানিফলের চাষ করেছেন বাদল মিয়া। বিল থেকে পানিফল তুলছেন তাঁরা। প্রতি মণ পানিফলের পাইকারি দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। সাঘাটিয়া, গাবতলী, বগুড়া, ৭ নভেম্বর। ছবি: সোয়েল রানা
১৬ / ২৬
মঙ্গলবার চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম, ৭ নভেম্বর। ছবি: জুয়েল শীল
মঙ্গলবার চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চট্টগ্রাম, ৭ নভেম্বর। ছবি: জুয়েল শীল
১৭ / ২৬
গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন একজন। জগদীশপুর, রংপুর সদর, ৭ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করে বাড়ি ফিরছেন একজন। জগদীশপুর, রংপুর সদর, ৭ নভেম্বর। ছবি: মঈনুল ইসলাম
১৮ / ২৬
শিশিরভেজা গাঁদা ফুলে বসে আছে ফড়িং। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
শিশিরভেজা গাঁদা ফুলে বসে আছে ফড়িং। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
১৯ / ২৬
শিশিরভেজা কুমড়ো ফুল। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
শিশিরভেজা কুমড়ো ফুল। শালগাড়িয়া এতিমখানা এলাকা, পাবনা, ৭ নভেম্বর। ছবি: হাসান মাহমুদ
২০ / ২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মঙ্গলবার বাসের চাপায় নিহত হন বাবা-ছেলে। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। দুটি গাড়িই পাশের খাদে পড়ে যায়। বিকেলে গাড়ি দুটি উদ্ধার করা হয়। হদগড়া, দক্ষিণ দুর্গাপুর, কুমিল্লা সদর, ৭ নভেম্বর। ছবি: এমদাদুল হক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মঙ্গলবার বাসের চাপায় নিহত হন বাবা-ছেলে। পরে বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। দুটি গাড়িই পাশের খাদে পড়ে যায়। বিকেলে গাড়ি দুটি উদ্ধার করা হয়। হদগড়া, দক্ষিণ দুর্গাপুর, কুমিল্লা সদর, ৭ নভেম্বর। ছবি: এমদাদুল হক
২১ / ২৬
সড়ক বিভাজকের পথচারীদের পারাপারের অংশ দিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেল। রাজধানীতের এমন চিত্র সাধারণ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: আশরাফুল আলম
সড়ক বিভাজকের পথচারীদের পারাপারের অংশ দিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটরসাইকেল। রাজধানীতের এমন চিত্র সাধারণ। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এলাকার, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: আশরাফুল আলম
২২ / ২৬
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মডেল ও অভিনেত্রী পিয়া। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপন দায়িত্ব পালন করছেন। সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মডেল ও অভিনেত্রী পিয়া। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপন দায়িত্ব পালন করছেন। সিলেট, ৭ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের একাংশ। এ সময় ছাত্রলীগ কর্মীরা রেজিস্ট্রার অফিস এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। চট্টগ্রাম, ৭ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের অপসারণের দাবিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগের একাংশ। এ সময় ছাত্রলীগ কর্মীরা রেজিস্ট্রার অফিস এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। চট্টগ্রাম, ৭ নভেম্বর। ছবি: সৌরভ দাশ
২৪ / ২৬
ত্রাণের জন্য প্রখর রোদে রোহিঙ্গাদের দীর্ঘ লাইন। নয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার, ৭ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন
ত্রাণের জন্য প্রখর রোদে রোহিঙ্গাদের দীর্ঘ লাইন। নয়াপাড়া, টেকনাফ, কক্সবাজার, ৭ নভেম্বর। ছবি: গিয়াস উদ্দিন
২৫ / ২৬
মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীবের ‘গণমাধ্যম ১৯৭১: বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানিসহ দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। শুক্রাবাদ, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: হাসান রাজা
মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীবের ‘গণমাধ্যম ১৯৭১: বিশ্ব সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানিসহ দেশের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা। শুক্রাবাদ, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: হাসান রাজা
২৬ / ২৬
অক্টোবর বিপ্লব উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে বাম সংগঠনগুলো সমাবেশ ও মিছিল করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম
অক্টোবর বিপ্লব উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে বাম সংগঠনগুলো সমাবেশ ও মিছিল করেছে। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৭ নভেম্বর। ছবি: সাইফুল ইসলাম