এক ঝলক (০৮ ডিসেম্বর ২০১৭)

১ / ৯
রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করছেন এক গাছি। দুবলিয়া বাজার এলাকা, সদর উপজেলা, পাবনা, ৮ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
রস সংগ্রহের জন্য খেজুর গাছ প্রস্তুত করছেন এক গাছি। দুবলিয়া বাজার এলাকা, সদর উপজেলা, পাবনা, ৮ ডিসেম্বর। ছবি: হাসান মাহমুদ
২ / ৯
ফরিদপুরের চরাঞ্চলের প্রধান ফসল ভুট্টা। এবার কৃষকেরা ভুট্টার ব্যাপক আবাদ করেছেন। চৈত্র মাসে ফলন ঘরে তুলতে পারবেন তাঁরা। এখন খেতের গাছগুলো একটু বড় হয়েছে। খেতে আগাছাও জন্মেছে। আগাছা পরিষ্কারসহ খেতের পরিচর্যা করছেন। চরটেপুরা কান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরের চরাঞ্চলের প্রধান ফসল ভুট্টা। এবার কৃষকেরা ভুট্টার ব্যাপক আবাদ করেছেন। চৈত্র মাসে ফলন ঘরে তুলতে পারবেন তাঁরা। এখন খেতের গাছগুলো একটু বড় হয়েছে। খেতে আগাছাও জন্মেছে। আগাছা পরিষ্কারসহ খেতের পরিচর্যা করছেন। চরটেপুরা কান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
৩ / ৯
কুমার নদে মাছের আবাসস্থল তৈরি করতে সকাল সকাল ডালপালা (ঝাঁটা) ফেলছেন জেলেরা। আবাসস্থলে মাছ জড়ো হলে জেলেরা তা জাল দিয়ে ধরবেন। পসরা, সদর উপজেলা, ফরিদপুর, ৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
কুমার নদে মাছের আবাসস্থল তৈরি করতে সকাল সকাল ডালপালা (ঝাঁটা) ফেলছেন জেলেরা। আবাসস্থলে মাছ জড়ো হলে জেলেরা তা জাল দিয়ে ধরবেন। পসরা, সদর উপজেলা, ফরিদপুর, ৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
৪ / ৯
শীতের সময়ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন কুমার পাড়ায় দইয়ের পাত্র তৈরি হচ্ছে। বিয়েসহ নানা অনুষ্ঠানে দইয়ের চাহিদা রয়েছে। আগামী গ্রীষ্ম মৌসুমের জন্য জমানো হচ্ছে এসব পাত্র। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
শীতের সময়ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন কুমার পাড়ায় দইয়ের পাত্র তৈরি হচ্ছে। বিয়েসহ নানা অনুষ্ঠানে দইয়ের চাহিদা রয়েছে। আগামী গ্রীষ্ম মৌসুমের জন্য জমানো হচ্ছে এসব পাত্র। ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৫ / ৯
হালদাপাড়ের গ্রাম মোকামীপাড়ায় দেখা মেলে নানা প্রজাতির পাখি। গাছের ডালে বসে সকালের রোদ গায়ে মাখছে দোয়েল পাখিটি। হালদাপাড়, রাউজান উপজেলা, চট্টগ্রাম, ৮ ডিসেম্বর। ছবি: এসএম ইউসুফ উদ্দিন
হালদাপাড়ের গ্রাম মোকামীপাড়ায় দেখা মেলে নানা প্রজাতির পাখি। গাছের ডালে বসে সকালের রোদ গায়ে মাখছে দোয়েল পাখিটি। হালদাপাড়, রাউজান উপজেলা, চট্টগ্রাম, ৮ ডিসেম্বর। ছবি: এসএম ইউসুফ উদ্দিন
৬ / ৯
বিকেল বেলা চেঙ্গী নদীতে জাল পেতে মাছ ধরছেন জেলেরা। এই জালকে ‘বিমেষ জাল’ বলেন জেলেরা। বটতলী, খাগড়াছড়ি শহর, ৭ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
বিকেল বেলা চেঙ্গী নদীতে জাল পেতে মাছ ধরছেন জেলেরা। এই জালকে ‘বিমেষ জাল’ বলেন জেলেরা। বটতলী, খাগড়াছড়ি শহর, ৭ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী
৭ / ৯
শীতের বিকেলে রোদ পড়ে এসেছে। শান্ত পরিবেশে ফুলজোড় নদে নৌকায় বসে মাছ ধরছেন এক বৃদ্ধ মৎস্যজীবী। সিমলা, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
শীতের বিকেলে রোদ পড়ে এসেছে। শান্ত পরিবেশে ফুলজোড় নদে নৌকায় বসে মাছ ধরছেন এক বৃদ্ধ মৎস্যজীবী। সিমলা, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ ডিসেম্বর। ছবি: সাজেদুল আলম
৮ / ৯
কিছুক্ষণ পরই সূর্য অস্ত যাবে। ফিরতে হবে ঘরে। সূর্য ডোবার আগে শিশুরা খড়কুটো জড়ো করে তাতে আগুন দিয়ে আনন্দ করছে। ৭ ডিসেম্বর। ছবি: বরুমচড়া, আনোয়ারা, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
কিছুক্ষণ পরই সূর্য অস্ত যাবে। ফিরতে হবে ঘরে। সূর্য ডোবার আগে শিশুরা খড়কুটো জড়ো করে তাতে আগুন দিয়ে আনন্দ করছে। ৭ ডিসেম্বর। ছবি: বরুমচড়া, আনোয়ারা, চট্টগ্রাম, ৭ ডিসেম্বর। ছবি: মোহাম্মদ মোরশেদ হোসেন
৯ / ৯
বিলের ধারে চুপটি মেরে বসে আছে এক মাছরাঙা। তার মনে হয়তো শিকারের চিন্তা! সাবগাড়িবিল, গুরুদাসপুর, নাটোর, ৬ ডিসেম্বর। ছবি: আনিসুর রহমান
বিলের ধারে চুপটি মেরে বসে আছে এক মাছরাঙা। তার মনে হয়তো শিকারের চিন্তা! সাবগাড়িবিল, গুরুদাসপুর, নাটোর, ৬ ডিসেম্বর। ছবি: আনিসুর রহমান