এক ঝলক (১৭ জানুয়ারি ২০১৮)

১ / ২২
ভলিবল খেলায় মেতে উঠেছে পাহাড়ি শিশুরা। গুগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ভলিবল খেলায় মেতে উঠেছে পাহাড়ি শিশুরা। গুগড়াছড়ি, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২ / ২২
আগুনের মধ্য দিয়ে ঘোড়া চালিয়ে কসরত প্রদর্শন করছেন এক ঘোড়সওয়ার। ধর্মযাজক সেন্ট অ্যান্থনি দিবস উপলক্ষে স্পেনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রিদ, স্পেন, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
আগুনের মধ্য দিয়ে ঘোড়া চালিয়ে কসরত প্রদর্শন করছেন এক ঘোড়সওয়ার। ধর্মযাজক সেন্ট অ্যান্থনি দিবস উপলক্ষে স্পেনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রিদ, স্পেন, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
৩ / ২২
কুয়েত সিটিতে এক প্রদর্শনীর স্টলে হরেক রকমের ফল সাজানো হচ্ছে। কুয়েত, ১৬ জানুয়ারি। ছবি: এএফপি
কুয়েত সিটিতে এক প্রদর্শনীর স্টলে হরেক রকমের ফল সাজানো হচ্ছে। কুয়েত, ১৬ জানুয়ারি। ছবি: এএফপি
৪ / ২২
পাপড়ি মেলছে ডালিয়া ফুল। শীতকালে বাগানের শোভা বাড়ায় ডালিয়া ফুল। সিভিল সার্জন কার্যালয়, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
পাপড়ি মেলছে ডালিয়া ফুল। শীতকালে বাগানের শোভা বাড়ায় ডালিয়া ফুল। সিভিল সার্জন কার্যালয়, বগুড়া, ১৬ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৫ / ২২
যুক্তরাজ্যের রাজবধূ ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন তাঁর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। গতকাল মঙ্গলবার তিনি কভেন্ট্রি ক্যাথেড্রাল পরিদর্শনে যান। যুক্তরাজ্য, ১৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের রাজবধূ ডাচেস অব কেমব্রিজ ক্যাথরিন তাঁর শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। গতকাল মঙ্গলবার তিনি কভেন্ট্রি ক্যাথেড্রাল পরিদর্শনে যান। যুক্তরাজ্য, ১৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
৬ / ২২
জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকেরা। ঢাকা, ১৬ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
৭ / ২২
মোনাকোয় অনুষ্ঠিত ৪২ তম আন্তর্জাতিক সার্কাস উৎসবে শিল্পীদের সঙ্গে ছবি তুলছেন মোনাকোর রাজকন্যা স্টেফানি। মন্টে কার্লো, মোনাকো, ১৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
মোনাকোয় অনুষ্ঠিত ৪২ তম আন্তর্জাতিক সার্কাস উৎসবে শিল্পীদের সঙ্গে ছবি তুলছেন মোনাকোর রাজকন্যা স্টেফানি। মন্টে কার্লো, মোনাকো, ১৬ জানুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ২২
জমিতে ফেলে রাখা শুকনো খড়কুটোর স্তূপে চুপটি করে বসে আছে ফিঙে। বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, ১৬ জানুয়ারি। ছবি: আব্দুল মোমিন
জমিতে ফেলে রাখা শুকনো খড়কুটোর স্তূপে চুপটি করে বসে আছে ফিঙে। বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, ১৬ জানুয়ারি। ছবি: আব্দুল মোমিন
৯ / ২২
বিভিন্ন অভিযানে জব্দ করা কোকেন পোড়ানো হচ্ছে। ভেরাক্রুজ, মেক্সিকো, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
বিভিন্ন অভিযানে জব্দ করা কোকেন পোড়ানো হচ্ছে। ভেরাক্রুজ, মেক্সিকো, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
১০ / ২২
সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। মাঠের ‘আইল’ ধরে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। মুলজান, মানিকগঞ্জ সদর, ১৬ জানুয়ারি। ছবি: আব্দুল মোমিন
সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। মাঠের ‘আইল’ ধরে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। মুলজান, মানিকগঞ্জ সদর, ১৬ জানুয়ারি। ছবি: আব্দুল মোমিন
১১ / ২২
মিসরে হজরত ইমাম হোসেনের (রা.) দরগায় জড়ো হয়েছেন মিসরীয় সুফিরা। কায়রো, মিসর, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
মিসরে হজরত ইমাম হোসেনের (রা.) দরগায় জড়ো হয়েছেন মিসরীয় সুফিরা। কায়রো, মিসর, ১৭ জানুয়ারি। ছবি: রয়টার্স
১২ / ২২
সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভেঙে ফেলে এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
সরকারি সাত কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা প্রক্টরের কার্যালয়ের ফটক ভেঙে ফেলে এবং প্রক্টরকে অবরুদ্ধ করে রাখে। ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: আশরাফুল আলম
১৩ / ২২
চেঙ্গি নদীতে এখন পানি কম। হাঁটুপানিতে মশারির কাপড় দিয়ে ছোট মাছ ধরছে এক পাহাড়ি দম্পতি। লারমাপাড়া, খাগড়াছড়ি সদর, ১৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
চেঙ্গি নদীতে এখন পানি কম। হাঁটুপানিতে মশারির কাপড় দিয়ে ছোট মাছ ধরছে এক পাহাড়ি দম্পতি। লারমাপাড়া, খাগড়াছড়ি সদর, ১৬ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৪ / ২২
ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু ঢাকার বাইরে এখনো কনকনে শীত। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন লোকজন। বনানী মোড়, কিশোরগঞ্জ, ১৭ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। কিন্তু ঢাকার বাইরে এখনো কনকনে শীত। শীত থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছেন লোকজন। বনানী মোড়, কিশোরগঞ্জ, ১৭ জানুয়ারি। ছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২২
মাঘের শীতে মানুষের পাশাপাশি বিপাকে পশুপাখিও। রোদ দেখলেই নিজের বাসা থেকে বেরিয়ে আসছে কাঠবিড়ালি। শিবরামপুর, পাবনা, ১৭ জানুয়ারি। ছবি: সরোয়ার মোর্শেদ
মাঘের শীতে মানুষের পাশাপাশি বিপাকে পশুপাখিও। রোদ দেখলেই নিজের বাসা থেকে বেরিয়ে আসছে কাঠবিড়ালি। শিবরামপুর, পাবনা, ১৭ জানুয়ারি। ছবি: সরোয়ার মোর্শেদ
১৬ / ২২
বাঁশের কঞ্চি দিয়ে কারুপণ্য তৈরিতে ব্যস্ত এক পাহাড়ি প্রবীণ ব্যক্তি। দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রের বেশির ভাগই নিজেরাই তৈরি করে নেন তাঁরা। চেলাছড়া, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বাঁশের কঞ্চি দিয়ে কারুপণ্য তৈরিতে ব্যস্ত এক পাহাড়ি প্রবীণ ব্যক্তি। দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রের বেশির ভাগই নিজেরাই তৈরি করে নেন তাঁরা। চেলাছড়া, খাগড়াছড়ি সদর, ১৭ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৭ / ২২
বিক্রির জন্য বীজতলা থেকে হালি (চারা ) পেঁয়াজ তুলছেন কৃষক। স্কুলে যাওয়ার আগে বাবার কাজে সহযোগিতা করছে ছেলে। পাবনায় প্রতি কেজি চারা পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা। একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
বিক্রির জন্য বীজতলা থেকে হালি (চারা ) পেঁয়াজ তুলছেন কৃষক। স্কুলে যাওয়ার আগে বাবার কাজে সহযোগিতা করছে ছেলে। পাবনায় প্রতি কেজি চারা পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা। একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১৭ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২২
অনেক দূর থেকে এসে যারা নিয়মিত ফরিদপুর সদরের এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ গ্রহণ করছে, এমন ১৫ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দিল এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। বাইসাকেল পেয়ে তারা ভীষণ খুশি। গেরদা, ফরিদপুর সদর, ১৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
অনেক দূর থেকে এসে যারা নিয়মিত ফরিদপুর সদরের এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ গ্রহণ করছে, এমন ১৫ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দিল এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন। বাইসাকেল পেয়ে তারা ভীষণ খুশি। গেরদা, ফরিদপুর সদর, ১৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
১৯ / ২২
শীতকালে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে। অনেক পিঠাই অসম্পূর্ণ নারকেল ছাড়া। নারকেলের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা প্রয়োজনের চেয়ে বেশি নারকেল বাজারে এনেছেন। কারওয়ান বাজারে এক শ নারকেলের পাইকারি দাম ২ হাজার ২০০ টাকা। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
শীতকালে ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ে। অনেক পিঠাই অসম্পূর্ণ নারকেল ছাড়া। নারকেলের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা প্রয়োজনের চেয়ে বেশি নারকেল বাজারে এনেছেন। কারওয়ান বাজারে এক শ নারকেলের পাইকারি দাম ২ হাজার ২০০ টাকা। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: সাবিনা ইয়াসমিন
২০ / ২২
চট্টগ্রামে পুরোনো জাহাজ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে তা বিক্রি করা হয় পথের ধারের এসব দোকানে। কম দামে এসব দোকানে মেলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। কদমতলী, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
চট্টগ্রামে পুরোনো জাহাজ থেকে যন্ত্রপাতি সংগ্রহ করে তা বিক্রি করা হয় পথের ধারের এসব দোকানে। কম দামে এসব দোকানে মেলে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। কদমতলী, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
২১ / ২২
এখন বোরো ধান লাগানোর সময়। তাই কৃষকেরা দল বেঁধে চারা রোপণের কাজ করে যাচ্ছেন। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ১৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
এখন বোরো ধান লাগানোর সময়। তাই কৃষকেরা দল বেঁধে চারা রোপণের কাজ করে যাচ্ছেন। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ১৭ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
২২ / ২২
বুধবার উদ্বোধন করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পীদের শিল্পকর্ম দেখছেন অতিথি ও দর্শনার্থীরা। শিল্পী রশিদ চৌধুরী গ্যালারি, বাদশা মিয়া সড়ক, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
বুধবার উদ্বোধন করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। শিল্পীদের শিল্পকর্ম দেখছেন অতিথি ও দর্শনার্থীরা। শিল্পী রশিদ চৌধুরী গ্যালারি, বাদশা মিয়া সড়ক, চট্টগ্রাম, ২২ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ