এক ঝলক (২১ জানুয়ারি ২০১৮)

১ / ২৫
ফুলে বসে মধু আহরণ করছে মৌমাছি। মহিলা কলেজ সড়ক, খাগড়াছড়ি, ২১ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
ফুলে বসে মধু আহরণ করছে মৌমাছি। মহিলা কলেজ সড়ক, খাগড়াছড়ি, ২১ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২ / ২৫
সিলেট অঞ্চলের বিশেষ এই নৌকার নাম ‘বারকি’। সিলেটের সীমান্তবর্তী উপজেলার নদ-নদী থেকে উত্তোলন করা হয় বালু ও পাথর। এসব নৌকায় করেই পাথর ও বালি বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ২১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেট অঞ্চলের বিশেষ এই নৌকার নাম ‘বারকি’। সিলেটের সীমান্তবর্তী উপজেলার নদ-নদী থেকে উত্তোলন করা হয় বালু ও পাথর। এসব নৌকায় করেই পাথর ও বালি বিভিন্ন স্থানে পরিবহন করা হয়। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ২১ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩ / ২৫
দুই হরিণ লড়াই করতে গিয়ে শিং বাঁধিয়ে ফেলেছে। কিছুতেই আর ছুটছে না তা! রিচমন্ড পার্ক, লন্ডন, যুক্তরাজ্য, ১৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
দুই হরিণ লড়াই করতে গিয়ে শিং বাঁধিয়ে ফেলেছে। কিছুতেই আর ছুটছে না তা! রিচমন্ড পার্ক, লন্ডন, যুক্তরাজ্য, ১৯ জানুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ২৫
দুর্গম সাজেক ইউনিয়নের মানুষ পাহাড়ের পাদদেশের ছড়া ও কুয়া থেকে পানি সংগ্রহ করে। এই পানি সংগ্রহ করতে যেতে অনেক দূরদূরান্তে। মাথায় একাধিক পানিভর্তি পাত্র নিয়ে বাড়ি ফিরছেন তরুণীরা। সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২০ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
দুর্গম সাজেক ইউনিয়নের মানুষ পাহাড়ের পাদদেশের ছড়া ও কুয়া থেকে পানি সংগ্রহ করে। এই পানি সংগ্রহ করতে যেতে অনেক দূরদূরান্তে। মাথায় একাধিক পানিভর্তি পাত্র নিয়ে বাড়ি ফিরছেন তরুণীরা। সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ২০ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৫ / ২৫
ট্যাক্সির জানালা দিয়ে উঁকি দিচ্ছে দুই প্রাণীর ভাস্কর্য। একটু দূরেই বন। পুয়ের্তো মালদোনাদো, পেরু, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
ট্যাক্সির জানালা দিয়ে উঁকি দিচ্ছে দুই প্রাণীর ভাস্কর্য। একটু দূরেই বন। পুয়ের্তো মালদোনাদো, পেরু, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
৬ / ২৫
পাহাড়ি এলাকায় গাছে ধরেছে থোকা থোকা আমলকী। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের অনেক ঔষধি গুণ আছে। সাপছড়ি, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ি এলাকায় গাছে ধরেছে থোকা থোকা আমলকী। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের অনেক ঔষধি গুণ আছে। সাপছড়ি, রাঙামাটি, সাম্প্রতিক ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
স্কি লিফটে চড়ে আনন্দে মেতেছে একটি পরিবার। এ সময় সেলফি তুলছে দম্পতি। লেবানন, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
স্কি লিফটে চড়ে আনন্দে মেতেছে একটি পরিবার। এ সময় সেলফি তুলছে দম্পতি। লেবানন, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ২৫
পাহাড়ে শোভা ছড়াচ্ছে অর্কিড ফুল। অর্কিড সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে শোভা ছড়াচ্ছে অর্কিড ফুল। অর্কিড সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। পানখাইয়াপাড়া, খাগড়াছড়ি, সাম্প্রতিক ছবি। ছবি: নীরব চৌধুরী
৯ / ২৫
শীতের সকালে খেত থেকে নতুন আলু তুলছেন দুই নারী। সুনামগঞ্জের সুরমা নদীর উত্তরপাড়ে ব্যাপক সবজি চাষ হয়। মুসলিমপুর, সুরমা, সুনামগঞ্জ সদর, ২১ জানুয়ারি। ছবি: খলিল রহমান
শীতের সকালে খেত থেকে নতুন আলু তুলছেন দুই নারী। সুনামগঞ্জের সুরমা নদীর উত্তরপাড়ে ব্যাপক সবজি চাষ হয়। মুসলিমপুর, সুরমা, সুনামগঞ্জ সদর, ২১ জানুয়ারি। ছবি: খলিল রহমান
১০ / ২৫
আইএসইউ ইউরোপিয়ান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করছেন ফরাসি দুই প্রতিযোগী। মস্কো, রাশিয়া, ২০ জানুয়ারি। ছবি: এএফপি
আইএসইউ ইউরোপিয়ান ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করছেন ফরাসি দুই প্রতিযোগী। মস্কো, রাশিয়া, ২০ জানুয়ারি। ছবি: এএফপি
১১ / ২৫
ইজতেমা শেষে ট্রেনে করে বাড়ি ফিরছেন মুসল্লিরা। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বনানী, ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: আবীর আবদুল্লাহ
ইজতেমা শেষে ট্রেনে করে বাড়ি ফিরছেন মুসল্লিরা। আজ রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। বনানী, ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: আবীর আবদুল্লাহ
১২ / ২৫
এই শীতকালেও রাজধানীর সড়কে পানি। পয়োনালার পানি উপচে পশ্চিম রামপুরার সড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। উলন রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
এই শীতকালেও রাজধানীর সড়কে পানি। পয়োনালার পানি উপচে পশ্চিম রামপুরার সড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। উলন রোড, পশ্চিম রামপুরা, ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: আবদুস সালাম
১৩ / ২৫
পানি দেখে শিশুদের দুরন্তপনা। বেসকো, ম্যানিলা, ফিলিপাইন, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
পানি দেখে শিশুদের দুরন্তপনা। বেসকো, ম্যানিলা, ফিলিপাইন, ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার পর নিরাপত্তা বাহিনীর সতর্ক পাহারা। কাবুল, আফগানিস্তান, ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার পর নিরাপত্তা বাহিনীর সতর্ক পাহারা। কাবুল, আফগানিস্তান, ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৫ / ২৫
সিরাজগঞ্জের ফুলজোড় নদের তীরে সূর্যাস্তের দৃশ্য। এ যেন ‘অদ্ভুত আঁধার এক’। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
সিরাজগঞ্জের ফুলজোড় নদের তীরে সূর্যাস্তের দৃশ্য। এ যেন ‘অদ্ভুত আঁধার এক’। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২০ জানুয়ারি। ছবি: সাজেদুল আলম
১৬ / ২৫
বিক্রির জন্য পোষা প্রাণী কেনাবেচার হাটে নেওয়া হয়েছে কুকুর তিনটিকে। হুয়াইআন, জিয়াংসু প্রদেশ, চীন, ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
বিক্রির জন্য পোষা প্রাণী কেনাবেচার হাটে নেওয়া হয়েছে কুকুর তিনটিকে। হুয়াইআন, জিয়াংসু প্রদেশ, চীন, ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৭ / ২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল শনিবার রাতে চারজন বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়। হোটেলের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। হামলার এ ঘটনায় এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল শনিবার রাতে চারজন বন্দুকধারী অতর্কিতে হামলা চালায়। হোটেলের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। হামলার এ ঘটনায় এক বিদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। ২১ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৮ / ২৫
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো শহরে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ। সেখানে ট্রাম্পের পুতুল পোড়ানো হয়। ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বছর পূর্তি উপলক্ষে মেক্সিকো শহরে মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ। সেখানে ট্রাম্পের পুতুল পোড়ানো হয়। ২০ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৯ / ২৫
সরস্বতী দেবীর প্রতিমায় তুলির শেষ আঁচড়। রাত পোহালেই সরস্বতী পূজা। উত্তর চেলোপাড়া, বগুড়া, ২১ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
সরস্বতী দেবীর প্রতিমায় তুলির শেষ আঁচড়। রাত পোহালেই সরস্বতী পূজা। উত্তর চেলোপাড়া, বগুড়া, ২১ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
২০ / ২৫
ফরিদপুর সদরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করছে শিশুরা। উপজেলার গোপালপুরের ঈশান ইনস্টিটিউশনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোপালপুর, ফরিদপুর সদর, ২১ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুর সদরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে শারীরিক কসরত প্রদর্শন করছে শিশুরা। উপজেলার গোপালপুরের ঈশান ইনস্টিটিউশনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোপালপুর, ফরিদপুর সদর, ২১ জানুয়ারি। ছবি: আলীমুজ্জামান
২১ / ২৫
বকেয়া মজুরিসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা লাঠিমিছিল করেছেন। মিছিলটি প্লাটিনাম পাটকল থেকে নতুন রাস্তা, গোয়ালখালি মোড় ও পিপুলস মোড় প্রদক্ষিণ করে করে। নতুন রাস্তা, খুলনা, ২১ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
বকেয়া মজুরিসহ ১১ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা লাঠিমিছিল করেছেন। মিছিলটি প্লাটিনাম পাটকল থেকে নতুন রাস্তা, গোয়ালখালি মোড় ও পিপুলস মোড় প্রদক্ষিণ করে করে। নতুন রাস্তা, খুলনা, ২১ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২২ / ২৫
ঢাকায় শপথ গ্রহণ শেষে রোববার রংপুর নগরে আসেন নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। পথেই তাঁকে সংবর্ধনা দেন নেতা-কর্মীরা। সিটি বাজার, রংপুর, ২১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
ঢাকায় শপথ গ্রহণ শেষে রোববার রংপুর নগরে আসেন নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। পথেই তাঁকে সংবর্ধনা দেন নেতা-কর্মীরা। সিটি বাজার, রংপুর, ২১ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
সরস্বতীপূজা উপলক্ষে বানানো হয়েছে ছোট আকারের এই প্রতিমাগুলো। এখন বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে প্রতিমাগুলো। হাটখোলা হরিমন্দির, বরিশাল, ২১ জানুয়ারি। ছবি: সাইয়ান
সরস্বতীপূজা উপলক্ষে বানানো হয়েছে ছোট আকারের এই প্রতিমাগুলো। এখন বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে প্রতিমাগুলো। হাটখোলা হরিমন্দির, বরিশাল, ২১ জানুয়ারি। ছবি: সাইয়ান
২৪ / ২৫
আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
আর কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২৫ / ২৫
‘যৌন নিপীড়ক’ ছাত্রলীগ নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
‘যৌন নিপীড়ক’ ছাত্রলীগ নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে রাজু ভাস্কর্য কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। ঢাকা, ২১ জানুয়ারি। ছবি: সাইফুল ইসলাম