এক ঝলক (১৬ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ১১
মাদার গাছের ফুলের মধু খেতে এসেছে বুলবুলি। মধু খাওয়ার ফাঁকে আশপাশে তার সতর্ক নজর। মিঠাখালী, মোংলা, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
মাদার গাছের ফুলের মধু খেতে এসেছে বুলবুলি। মধু খাওয়ার ফাঁকে আশপাশে তার সতর্ক নজর। মিঠাখালী, মোংলা, খুলনা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
ফ্রান্সে ৮৫ তম লেবু উৎসব উপলক্ষে লেবু ও কমলা দিয়ে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি। বলিউড থিমে এটি তৈরি করা হয়েছে। মেন্টন, ফ্রান্স, ১৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
ফ্রান্সে ৮৫ তম লেবু উৎসব উপলক্ষে লেবু ও কমলা দিয়ে তৈরি করা হয়েছে এই ভাস্কর্যটি। বলিউড থিমে এটি তৈরি করা হয়েছে। মেন্টন, ফ্রান্স, ১৫ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৩ / ১১
জমিতে মই দিচ্ছেন কৃষক। মই দেওয়ার কারণে জমি থেকে বের হওয়ার কীট ধরতে ওড়াউড়ি করছে একদল ফিঙে। নওদাপাড়া, পাবনা সদর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
জমিতে মই দিচ্ছেন কৃষক। মই দেওয়ার কারণে জমি থেকে বের হওয়ার কীট ধরতে ওড়াউড়ি করছে একদল ফিঙে। নওদাপাড়া, পাবনা সদর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৪ / ১১
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিচু এলাকা হিসেবে পরিচিত নলকা ইউনিয়ন। সেখানকার জমি থেকে সরিষা তুলে ইরি-বোরো ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে চাষ চলছে। নলকা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিচু এলাকা হিসেবে পরিচিত নলকা ইউনিয়ন। সেখানকার জমি থেকে সরিষা তুলে ইরি-বোরো ধান রোপণের জন্য কলের লাঙল দিয়ে চাষ চলছে। নলকা ইউনিয়ন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
৫ / ১১
দেখে মনে হয়, সুন্দর কোনো ফুলগাছে ফুল ধরেছে। আসলে গমখেতে বেড়ে ওঠা আগাছায় এমন ফুল ফুটেছে। চরগোয়াল, গাংনী, মেহেরপুর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
দেখে মনে হয়, সুন্দর কোনো ফুলগাছে ফুল ধরেছে। আসলে গমখেতে বেড়ে ওঠা আগাছায় এমন ফুল ফুটেছে। চরগোয়াল, গাংনী, মেহেরপুর, ১৫ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
৬ / ১১
মেহেরপুরে অনেক কৃষক তামাক ছেড়ে মসুর চাষ করেছেন। এক কৃষকের চাষ করা মসুরগাছে ফুল এসেছে। গাড়াবাড়ীয়া, গাংনী, মেহেরপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
মেহেরপুরে অনেক কৃষক তামাক ছেড়ে মসুর চাষ করেছেন। এক কৃষকের চাষ করা মসুরগাছে ফুল এসেছে। গাড়াবাড়ীয়া, গাংনী, মেহেরপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
৭ / ১১
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে প্রায় ২০টি আসবাবের দোকান ও কারখানা পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই আগুন লাগে। চট্টগ্রাম নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় আগুনে প্রায় ২০টি আসবাবের দোকান ও কারখানা পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই আগুন লাগে। চট্টগ্রাম নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
৮ / ১১
তামাকের গুঁড়া ঝাড়ছে দুই নারী। পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে এভাবেই কাজ করছেন এই শ্রমিকেরা। তামাক কারখানার সামনে থেকে তোলা। পাগলাপীর, রংপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
তামাকের গুঁড়া ঝাড়ছে দুই নারী। পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে এভাবেই কাজ করছেন এই শ্রমিকেরা। তামাক কারখানার সামনে থেকে তোলা। পাগলাপীর, রংপুর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
হাওয়াই মিঠাই খেতে ভারী মজা। সেটি তৈরিতে ব্যস্ত ওরা। গঞ্জিপুর, রংপুর সদর উপজেলা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
হাওয়াই মিঠাই খেতে ভারী মজা। সেটি তৈরিতে ব্যস্ত ওরা। গঞ্জিপুর, রংপুর সদর উপজেলা, ১৬ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
তাজা তাজা লাউ। চিংড়ি দিয়ে রান্না করলে খেতে ভারী মজা। আকারভেদে প্রতিটি লাউ ১৫ থেকে ৩৫ টাকা দামে বিক্রি করা হবে। পটিয়া, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
তাজা তাজা লাউ। চিংড়ি দিয়ে রান্না করলে খেতে ভারী মজা। আকারভেদে প্রতিটি লাউ ১৫ থেকে ৩৫ টাকা দামে বিক্রি করা হবে। পটিয়া, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল
১১ / ১১
কাঠ ও স্টিল দিয়ে বানানো হয়েছে রিকশার কাঠামো। বিভিন্ন এলাকা থেকে এগুলো সিলেট নগরে বিক্রির জন্য আনা হয়। প্রতিটি বিক্রি হয় ১৩ হাজার টাকায়। কাজিরবাজার ব্রিজ, সিলেট নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
কাঠ ও স্টিল দিয়ে বানানো হয়েছে রিকশার কাঠামো। বিভিন্ন এলাকা থেকে এগুলো সিলেট নগরে বিক্রির জন্য আনা হয়। প্রতিটি বিক্রি হয় ১৩ হাজার টাকায়। কাজিরবাজার ব্রিজ, সিলেট নগর, ১৬ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ