এক ঝলক (২০ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২৮
মুলার বীজতলা। ফ্রান্সের একটি অরগানিক ফার্মে এভাবেই মুলার বীজ থেকে চারা উৎপাদন করা হয়। স্ট্রাসবুর্গ, ফ্রান্স, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
মুলার বীজতলা। ফ্রান্সের একটি অরগানিক ফার্মে এভাবেই মুলার বীজ থেকে চারা উৎপাদন করা হয়। স্ট্রাসবুর্গ, ফ্রান্স, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২ / ২৮
পাহাড়ে ফুটেছে পপি ফুল। তবে এটি পপি ফুলের নিরীহ প্রজাতির একটি। রাজ্যমুণিপাড়া, খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে ফুটেছে পপি ফুল। তবে এটি পপি ফুলের নিরীহ প্রজাতির একটি। রাজ্যমুণিপাড়া, খাগড়াছড়ি, ১৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৩ / ২৮
শুকনো মৌসুমে সিলেটের বিভিন্ন নদ-নদী থেকে বালি উত্তোলন করা হয়। নৌকা থেকে বালি নামাচ্ছেন এক শ্রমিক। বাদাঘাট, সিলেট সদর, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
শুকনো মৌসুমে সিলেটের বিভিন্ন নদ-নদী থেকে বালি উত্তোলন করা হয়। নৌকা থেকে বালি নামাচ্ছেন এক শ্রমিক। বাদাঘাট, সিলেট সদর, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৪ / ২৮
বইমেলায় ঘুরে বেড়ানোর ফাঁকে একটু জিরিয়ে নেওয়া। এ সময় নতুন বইয়ের পাতায় একটু চোখ বোলানো। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
বইমেলায় ঘুরে বেড়ানোর ফাঁকে একটু জিরিয়ে নেওয়া। এ সময় নতুন বইয়ের পাতায় একটু চোখ বোলানো। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
৫ / ২৮
কলাপাতায় দুই চড়ুইয়ের হুটোপুটি। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ১৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
কলাপাতায় দুই চড়ুইয়ের হুটোপুটি। বেলতলীপাড়া, খাগড়াছড়ি সদর, ১৯ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
৬ / ২৮
তিন দিনব্যাপী চা-প্রদর্শনীর দ্বিতীয় দিনে চা পরিবেশনে ব্যস্ত একটি স্টলের কর্মীরা। আজ শেষ হচ্ছে প্রদর্শনী। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
তিন দিনব্যাপী চা-প্রদর্শনীর দ্বিতীয় দিনে চা পরিবেশনে ব্যস্ত একটি স্টলের কর্মীরা। আজ শেষ হচ্ছে প্রদর্শনী। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: আশরাফুল আলম
৭ / ২৮
১৯ বছরের তরুণ নিকোলাস ক্রুজ গত বুধবার ভালোবাসা দিবসে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চবিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেন। এই অভিযোগে ক্রুজকে আদালতে নেওয়া হয়েছে। ফোর্ট লোডেডেল, ফ্লোরিডা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১৯ বছরের তরুণ নিকোলাস ক্রুজ গত বুধবার ভালোবাসা দিবসে পার্কল্যান্ডের মার্জোরি স্টোনম্যান ডগলাস উচ্চবিদ্যালয়ে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করেন। এই অভিযোগে ক্রুজকে আদালতে নেওয়া হয়েছে। ফোর্ট লোডেডেল, ফ্লোরিডা, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৮ / ২৮
আইস ডান্স প্রতিযোগিতায় রাশিয়ার দুই প্রতিযোগী। পিয়ংচ্যাং ২০১৮ শীতকালীন অলিম্পিক, গ্যাংনিয়াং, দক্ষিণ কোরিয়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
আইস ডান্স প্রতিযোগিতায় রাশিয়ার দুই প্রতিযোগী। পিয়ংচ্যাং ২০১৮ শীতকালীন অলিম্পিক, গ্যাংনিয়াং, দক্ষিণ কোরিয়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৯ / ২৮
আকাশে ঘন কালো মেঘ। টোকানটেনিয়া, ব্রাজিল, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
আকাশে ঘন কালো মেঘ। টোকানটেনিয়া, ব্রাজিল, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১০ / ২৮
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্ত্রী-সন্তানদের নিয়ে বর্তমানে ভারত সফর করছেন। গতকাল গান্ধী আশ্রম পরিদর্শনে গেলে তাঁকে স্মারক উপহার দেওয়া হয়। আহমেদাবাদ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্ত্রী-সন্তানদের নিয়ে বর্তমানে ভারত সফর করছেন। গতকাল গান্ধী আশ্রম পরিদর্শনে গেলে তাঁকে স্মারক উপহার দেওয়া হয়। আহমেদাবাদ, ১৯ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
১১ / ২৮
ব্ল্যাকবোর্ডে চাকমা ভাষার বর্ণ লিখছেন কবি অরুণ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরুণ জ্যোতি চাকমা। এই স্কুলে সপ্তাহে এক দিন চাকমা ভাষায় শিশুদের পড়ানো হয়। দক্ষিণ কালিন্দীপুর, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
ব্ল্যাকবোর্ডে চাকমা ভাষার বর্ণ লিখছেন কবি অরুণ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তরুণ জ্যোতি চাকমা। এই স্কুলে সপ্তাহে এক দিন চাকমা ভাষায় শিশুদের পড়ানো হয়। দক্ষিণ কালিন্দীপুর, রাঙামাটি, ২০ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২৮
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্য খাবার নিয়ে নাজিমুদ্দিন রোডে আসেন ছাত্রদলের নেতা-কর্মীরা। যদিও খালেদা জিয়ার সঙ্গে তাঁদের দেখা করার সুযোগ হয়নি। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্য খাবার নিয়ে নাজিমুদ্দিন রোডে আসেন ছাত্রদলের নেতা-কর্মীরা। যদিও খালেদা জিয়ার সঙ্গে তাঁদের দেখা করার সুযোগ হয়নি। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা
১৩ / ২৮
সরিষাখেতের কীটপতঙ্গ মারতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক আবদুস সোবহান। ঝুঁকিপূর্ণ এই কাজ করতে গিয়ে তিনি সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবহার করছেন না কোনো মাস্ক বা দস্তানা। বীরপলী, নন্দীগ্রাম, বগুড়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
সরিষাখেতের কীটপতঙ্গ মারতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক আবদুস সোবহান। ঝুঁকিপূর্ণ এই কাজ করতে গিয়ে তিনি সুরক্ষার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবহার করছেন না কোনো মাস্ক বা দস্তানা। বীরপলী, নন্দীগ্রাম, বগুড়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
১৪ / ২৮
রাত পোহালেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাল বুধবারের আয়োজনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
রাত পোহালেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কাল বুধবারের আয়োজনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
১৫ / ২৮
এই লাউটির ওজন প্রায় ২০ কেজি। খাগড়াছড়ির পাজু চাকমা বীজ সংগ্রহের জন্য লাউটিকে বড় হতে দিচ্ছেন। কাটারুংছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
এই লাউটির ওজন প্রায় ২০ কেজি। খাগড়াছড়ির পাজু চাকমা বীজ সংগ্রহের জন্য লাউটিকে বড় হতে দিচ্ছেন। কাটারুংছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ ফেব্রুয়ারি। ছবি: পলাশ বড়ুয়া
১৬ / ২৮
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শোভাযাত্রা বের করে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। টিএসসি এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২৮
সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে চলছে বইমেলা। কবিতা পরিষদ আয়োজিত বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন পাঠকেরা। সিলেট, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে চলছে বইমেলা। কবিতা পরিষদ আয়োজিত বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখছেন পাঠকেরা। সিলেট, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৮
মারমা জনগোষ্ঠীর এই খুদে শিক্ষার্থীদের পাড়াকেন্দ্র স্কুলে মাতৃভাষায় পড়ানো হয়। ক্যামেরা দেখে পড়া রেখে স্কুলের জানালার সামনে জড়ো হয়েছে তারা। পাইমং মেম্বারপাড়া, খাগড়াছড়ি সদর, ২০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
মারমা জনগোষ্ঠীর এই খুদে শিক্ষার্থীদের পাড়াকেন্দ্র স্কুলে মাতৃভাষায় পড়ানো হয়। ক্যামেরা দেখে পড়া রেখে স্কুলের জানালার সামনে জড়ো হয়েছে তারা। পাইমং মেম্বারপাড়া, খাগড়াছড়ি সদর, ২০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৯ / ২৮
বগুড়ায় চলছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীরা মেলায় আসছেন, বই দেখছেন। পছন্দ হলে কিনছেন বই। শহীদ খোকন পৌর শিশু উদ্যান, বগুড়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
বগুড়ায় চলছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীরা মেলায় আসছেন, বই দেখছেন। পছন্দ হলে কিনছেন বই। শহীদ খোকন পৌর শিশু উদ্যান, বগুড়া, ২০ ফেব্রুয়ারি। ছবি: সোয়েল রানা
২০ / ২৮
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও সাজা বাতিলের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। মিছিলে লাঠিপেটা করে পুলিশ। ঝিলটুলী সুপার মার্কেট এলাকা, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও সাজা বাতিলের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। মিছিলে লাঠিপেটা করে পুলিশ। ঝিলটুলী সুপার মার্কেট এলাকা, ফরিদপুর, ২০ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
২১ / ২৮
খাগড়াছড়িতে এ বছর কলার উৎপাদন ভালো হয়েছে। আকারভেদে প্রতি কাঁদি কলার দাম ৮০ থেকে ২৫০ কাটা। চাঁদের গাড়িতে করে বাংলা ও চম্পা কলা হাটে নিয়ে যাওয়া হচ্ছে। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি, ২০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
খাগড়াছড়িতে এ বছর কলার উৎপাদন ভালো হয়েছে। আকারভেদে প্রতি কাঁদি কলার দাম ৮০ থেকে ২৫০ কাটা। চাঁদের গাড়িতে করে বাংলা ও চম্পা কলা হাটে নিয়ে যাওয়া হচ্ছে। স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি, ২০ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২২ / ২৮
জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে বিদ্যালয়ের মাটির দেয়ালে আলপনা আঁকছে শিক্ষক-শিক্ষার্থীরা। ‘বাবুডাইং আলোর পাঠশালা’ প্রথম আলো ট্রাস্ট পরিচালিত একটি বিদ্যালয়। বরেন্দ্র এলাকা, গোদাগাড়ী, রাজশাহী, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে বিদ্যালয়ের মাটির দেয়ালে আলপনা আঁকছে শিক্ষক-শিক্ষার্থীরা। ‘বাবুডাইং আলোর পাঠশালা’ প্রথম আলো ট্রাস্ট পরিচালিত একটি বিদ্যালয়। বরেন্দ্র এলাকা, গোদাগাড়ী, রাজশাহী, ২০ ফেব্রুয়ারি। ছবি: আনোয়ার হোসেন
২৩ / ২৮
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। বিকেলে অবরোধ-সমর্থকদের ধাওয়া করে পুলিশ। এর বিপরীতে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি এবং প্রক্টরের অফিস ভাঙচুর করেন। চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দিয়েছে ছাত্রলীগের একাংশ। বিকেলে অবরোধ-সমর্থকদের ধাওয়া করে পুলিশ। এর বিপরীতে ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি গাড়ি এবং প্রক্টরের অফিস ভাঙচুর করেন। চট্টগ্রাম, ২০ ফেব্রুয়ারি। ছবি: সৌরভ দাশ
২৪ / ২৮
লাউয়ের ভারে নুয়ে পড়েছে মাচা। গ্রামবাসীরা বাড়িতে লাউ আবাদ করেন। পরিবারের চাহিদা মিটিয়ে লাউ তারা বিক্রিও করে। ফৈলজানা, চাটমোহর, পাবনা, ২০ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
লাউয়ের ভারে নুয়ে পড়েছে মাচা। গ্রামবাসীরা বাড়িতে লাউ আবাদ করেন। পরিবারের চাহিদা মিটিয়ে লাউ তারা বিক্রিও করে। ফৈলজানা, চাটমোহর, পাবনা, ২০ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২৫ / ২৮
রঙে রঙে রাঙিয়ে তোলা হচ্ছে আলপনা। রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি, দেওয়া হচ্ছে তুলির শেষ আঁচড়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
রঙে রঙে রাঙিয়ে তোলা হচ্ছে আলপনা। রাত পোহালেই একুশে ফেব্রুয়ারি, দেওয়া হচ্ছে তুলির শেষ আঁচড়। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ২০ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলাম
২৬ / ২৮
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষারও গুরুত্ব বাড়ছে৷ অলিয়ঁস ফ্রসেসে ফরাসি ভাষা শিক্ষা করছেন অনেকেই৷ ছবি: সাইফুল ইসলাম
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষারও গুরুত্ব বাড়ছে৷ অলিয়ঁস ফ্রসেসে ফরাসি ভাষা শিক্ষা করছেন অনেকেই৷ ছবি: সাইফুল ইসলাম
২৭ / ২৮
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা৷ ছবি: সাইফুল ইসলাম
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে সানিডেইল স্কুলের শিক্ষার্থীরা৷ ছবি: সাইফুল ইসলাম
২৮ / ২৮
রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে ইংলিশ মিডিয়াম স্কুল টাইনি টটস স্কুলে সকালে ২১ ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে৷ সাদা-কালো পোশাকে শিশুরা শহীদদের স্মরণে ফুল দেয় শহীদ মিনার৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷
রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে ইংলিশ মিডিয়াম স্কুল টাইনি টটস স্কুলে সকালে ২১ ফেব্রুয়ারির বিশেষ অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে৷ সাদা-কালো পোশাকে শিশুরা শহীদদের স্মরণে ফুল দেয় শহীদ মিনার৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷