এক ঝলক (২৪ ফেব্রুয়ারি ২০১৮)

১ / ২২
পাইপের পানিতে গোসল করছে এক শিশু। এভাবে গোসল করা তার কাছে যেন খেলা। স্টেশন এলাকা, রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি। ছ‌বি: শহীদুল ইসলাম
পাইপের পানিতে গোসল করছে এক শিশু। এভাবে গোসল করা তার কাছে যেন খেলা। স্টেশন এলাকা, রাজশাহী, ২৩ ফেব্রুয়ারি। ছ‌বি: শহীদুল ইসলাম
২ / ২২
দেবকাঞ্চন বা রাঙা কাঞ্চন ফুল। এই ফুলের আদি নিবাস চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
দেবকাঞ্চন বা রাঙা কাঞ্চন ফুল। এই ফুলের আদি নিবাস চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
ভারতে সপ্তাহব্যাপী সফরে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোদি। এ সময় ট্রুডো পুত্র হ্যাড্রিয়েনকে আদর করেন মোদি। নয়াদিল্লি, ভারত, ২৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
ভারতে সপ্তাহব্যাপী সফরে গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা পেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মোদি। এ সময় ট্রুডো পুত্র হ্যাড্রিয়েনকে আদর করেন মোদি। নয়াদিল্লি, ভারত, ২৩ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
৪ / ২২
শীতকালীন অলিম্পিকে দর্শকের গ্যালারিতে সেলফি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প (বাঁয়ে), দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পত্নী মুন-জা-ইন (মাঝে) ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং-চং ওয়া (ডানে) সেলফি তুলছেন। পিয়ংচ্যাং, ২৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
শীতকালীন অলিম্পিকে দর্শকের গ্যালারিতে সেলফি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প (বাঁয়ে), দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পত্নী মুন-জা-ইন (মাঝে) ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং-চং ওয়া (ডানে) সেলফি তুলছেন। পিয়ংচ্যাং, ২৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৫ / ২২
বেলা শেষে ম্লান হয়ে এসেছে সূর্যের আলো। সারা দিন সাঁতার শেষে ঘরে ফিরছে এক ঝাঁক হাঁস। ফুলজোড় নদ, নলকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
বেলা শেষে ম্লান হয়ে এসেছে সূর্যের আলো। সারা দিন সাঁতার শেষে ঘরে ফিরছে এক ঝাঁক হাঁস। ফুলজোড় নদ, নলকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারি। ছবি: সাজেদুল আলম
৬ / ২২
গাছজুড়ে ডুমুর। ডুমুর মোরাসিয়ে গোত্রভুক্ত ৮৫০টিরও বেশি কাঠজাতীয় গাছের প্রজাতি বিশেষ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২২ ফেব্রুয়ারি। ছবি: শিমুল তরফদার
গাছজুড়ে ডুমুর। ডুমুর মোরাসিয়ে গোত্রভুক্ত ৮৫০টিরও বেশি কাঠজাতীয় গাছের প্রজাতি বিশেষ। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২২ ফেব্রুয়ারি। ছবি: শিমুল তরফদার
৭ / ২২
বীজ উৎপাদনের জন্য ফরিদপুরে সূর্যমুখী ফুলের চাষ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। দুই একর জমি থেকে ১ টন বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডোমরা কান্দি, ফরিদপুর সদর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
বীজ উৎপাদনের জন্য ফরিদপুরে সূর্যমুখী ফুলের চাষ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন। দুই একর জমি থেকে ১ টন বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডোমরা কান্দি, ফরিদপুর সদর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আলীমুজ্জামান
৮ / ২২
ধানের জমি প্রস্তুত করতে জমিতে পানি দেওয়া হচ্ছে। পানি পেয়ে শুকনো পাটি থেকে পোকা-মাকড় বেরিয়ে আসবে—   সে আশায় বসে আছে দুটি শালিক। মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
ধানের জমি প্রস্তুত করতে জমিতে পানি দেওয়া হচ্ছে। পানি পেয়ে শুকনো পাটি থেকে পোকা-মাকড় বেরিয়ে আসবে— সে আশায় বসে আছে দুটি শালিক। মেহেরপুর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদ
৯ / ২২
ফাল্গুন আসতে না আসতেই কাঁঠাল গাছে এসে গেছে মুচি। কিছুদিন পরই এই মুচি হবে কাঁঠাল। শিবগঞ্জ এলাকা, সিলেট, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ফাল্গুন আসতে না আসতেই কাঁঠাল গাছে এসে গেছে মুচি। কিছুদিন পরই এই মুচি হবে কাঁঠাল। শিবগঞ্জ এলাকা, সিলেট, ২৩ ফেব্রুয়ারি। ছবি: আনিস মাহমুদ
১০ / ২২
পাহাড়ে বাড়ছে তামাক চাষ। খেত থেকে তামাকপাতা সংগ্রহ করছেন চাষিরা। জামতলী, খাগড়াছড়ি সদর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
পাহাড়ে বাড়ছে তামাক চাষ। খেত থেকে তামাকপাতা সংগ্রহ করছেন চাষিরা। জামতলী, খাগড়াছড়ি সদর, ২৩ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১১ / ২২
২২ শতাংশ জমিতে মিষ্টির আলুর আবাদ করেছেন কৃষক নুর আলম মিয়া। খেত থেকে আলু তুলে স্তূপ করা হচ্ছে। প্রতিমণ আলু ৪৩০ টাকা দরে বিক্রি করছেন তিনি। হুকমাপুর, বগুড়া সদর, বগুড়া, ২৪ ফেব্রুয়ারি। ছবি : সোয়েল রানা
২২ শতাংশ জমিতে মিষ্টির আলুর আবাদ করেছেন কৃষক নুর আলম মিয়া। খেত থেকে আলু তুলে স্তূপ করা হচ্ছে। প্রতিমণ আলু ৪৩০ টাকা দরে বিক্রি করছেন তিনি। হুকমাপুর, বগুড়া সদর, বগুড়া, ২৪ ফেব্রুয়ারি। ছবি : সোয়েল রানা
১২ / ২২
আমের মুকুলে ছেয়ে গেছে আম গাছ। গ্রিন রোড, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
আমের মুকুলে ছেয়ে গেছে আম গাছ। গ্রিন রোড, ঢাকা, ২৩ ফেব্রুয়ারি। ছবি: মোছাব্বের হোসেন
১৩ / ২২
মৌসুমি ফুলের মধ্যে হলিহক আমাদের দেশে বেশ পুরোনো। ইউরোপ ও এশিয়া এর আদি নিবাস। রাঙ্গামাটি, চট্টগ্রাম , ২৪ ফেব্রুয়ারি। ছবি:  সুপ্রিয় চাকমা
মৌসুমি ফুলের মধ্যে হলিহক আমাদের দেশে বেশ পুরোনো। ইউরোপ ও এশিয়া এর আদি নিবাস। রাঙ্গামাটি, চট্টগ্রাম , ২৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২২
মাছ ধরতে হ্রদের পাড় ঘুরঘুর করছে দুটি ধবল বক। রাঙামাটির কাপ্তাই হ্রদে দেখা মেলে এমন নানা জাতের পাখি। ভালেদা গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
মাছ ধরতে হ্রদের পাড় ঘুরঘুর করছে দুটি ধবল বক। রাঙামাটির কাপ্তাই হ্রদে দেখা মেলে এমন নানা জাতের পাখি। ভালেদা গ্রাম, কাপ্তাই, রাঙামাটি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২২
কাঠের টুকরোয় বিয়ারিং লাগিয়ে গাড়ি বানিয়েছে এই শিশুর দল। সেই গাড়ি নিয়ে খেলতে নেমেছে তারা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
কাঠের টুকরোয় বিয়ারিং লাগিয়ে গাড়ি বানিয়েছে এই শিশুর দল। সেই গাড়ি নিয়ে খেলতে নেমেছে তারা। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ২৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
শীত শেষে এসেছে বসন্ত। শুকিয়ে যাচ্ছে জলাশয়গুলো। তাই অল্প পানিতে মাছ ধরতে ঠেলা জাল নিয়ে খালে-বিলে যাচ্ছে জেলেরা। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ২৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
শীত শেষে এসেছে বসন্ত। শুকিয়ে যাচ্ছে জলাশয়গুলো। তাই অল্প পানিতে মাছ ধরতে ঠেলা জাল নিয়ে খালে-বিলে যাচ্ছে জেলেরা। রাজবল্লভ, গঙ্গাচড়া, রংপুর, ২৪ ফেব্রুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
৫৫তম আন্তর্জাতকি কৃষি মেলায় ওব্র্যাক প্রজাতির গাভীর মাথায় হাত বুলিয়ে আদর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চয় বছর বয়সী এই গাভীটির  নাম ‘হাউতে’। প্যারিস, ২৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
৫৫তম আন্তর্জাতকি কৃষি মেলায় ওব্র্যাক প্রজাতির গাভীর মাথায় হাত বুলিয়ে আদর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। চয় বছর বয়সী এই গাভীটির নাম ‘হাউতে’। প্যারিস, ২৪ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
১৮ / ২২
বিকেলেই চাঁদের দেখা। সূর্যের আলো কমছে, উদ্ভাসিত হচ্ছে চাঁদ। আলুটিলা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
বিকেলেই চাঁদের দেখা। সূর্যের আলো কমছে, উদ্ভাসিত হচ্ছে চাঁদ। আলুটিলা, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ২৪ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৯ / ২২
জমি থেকে তোলা হয়েছে গাজর। পাবনার বাজারে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু কৃষক পাচ্ছেন ১০ টাকা করে। ভাড়ইমাড়ি, ছিলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
জমি থেকে তোলা হয়েছে গাজর। পাবনার বাজারে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু কৃষক পাচ্ছেন ১০ টাকা করে। ভাড়ইমাড়ি, ছিলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২০ / ২২
কাঁটামুকুট ফুলের অন্য নাম ইউফরবিয়া মিলি। বলা হয়ে থাকে যিশুখ্রিষ্টকে এই গাছের কাঁটায় তৈরি মুকুটই পরানো হয়েছিল। রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
কাঁটামুকুট ফুলের অন্য নাম ইউফরবিয়া মিলি। বলা হয়ে থাকে যিশুখ্রিষ্টকে এই গাছের কাঁটায় তৈরি মুকুটই পরানো হয়েছিল। রহিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
২১ / ২২
বেহাল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। পিচের কোনো চিহ্ন নেই। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। জুগিয়া এলাকা, কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
বেহাল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। পিচের কোনো চিহ্ন নেই। কিন্তু কর্তৃপক্ষ উদাসীন। জুগিয়া এলাকা, কুষ্টিয়া, ২৪ ফেব্রুয়ারি। ছবি: তৌহিদী হাসান
২২ / ২২
খেতে থেকেই শুরু ফুলকপির বাজারজাতকরণ। পাবনায় মাঠে প্রতিটি কপির পাইকারি দাম ২ থেকে ৩ টাকা। যদিও বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ
খেতে থেকেই শুরু ফুলকপির বাজারজাতকরণ। পাবনায় মাঠে প্রতিটি কপির পাইকারি দাম ২ থেকে ৩ টাকা। যদিও বাজারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৪ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদ