এক ঝলক (০৭ মার্চ ২০১৮)

১ / ২১
ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা কনসার্টে ব্যান্ড আর্বোভাইরাস। হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছে দর্শক। আর্মি স্টেডিয়াম, ঢাকা, ৭ মার্চ। ছবি: দীপু মালাকার
ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা কনসার্টে ব্যান্ড আর্বোভাইরাস। হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করছে দর্শক। আর্মি স্টেডিয়াম, ঢাকা, ৭ মার্চ। ছবি: দীপু মালাকার
২ / ২১
এই ভাট ফলের প্রসঙ্গ বারবার এসেছে জীবনানন্দ দাশের কবিতায়—‘বেতের বনের ফাঁকে-জারুল গাছের তলে রৌদ্র পোহায়/ রূপসী মৃগীর মুখ দেখা যায়,—সাদা ভাট পুষ্পের তোড়া…’। বনজুঁই ভাট ফুলের অন্য নাম। পটুয়াপাড়া, যশোর সদর, ৭ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
এই ভাট ফলের প্রসঙ্গ বারবার এসেছে জীবনানন্দ দাশের কবিতায়—‘বেতের বনের ফাঁকে-জারুল গাছের তলে রৌদ্র পোহায়/ রূপসী মৃগীর মুখ দেখা যায়,—সাদা ভাট পুষ্পের তোড়া…’। বনজুঁই ভাট ফুলের অন্য নাম। পটুয়াপাড়া, যশোর সদর, ৭ মার্চ। ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ২১
গোলাপি আমরুল ফুলের ইংরেজি নাম উডসোরেল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
গোলাপি আমরুল ফুলের ইংরেজি নাম উডসোরেল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
৪ / ২১
স্বর্ণ অশোক ফুল। আলো পড়ায় ঝলমল করছে থোকা থোকা ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
স্বর্ণ অশোক ফুল। আলো পড়ায় ঝলমল করছে থোকা থোকা ফুল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
৫ / ২১
শুকনা ডালের ডগায় বসেছে ফড়িং। রমনাপার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
শুকনা ডালের ডগায় বসেছে ফড়িং। রমনাপার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
৬ / ২১
কাটা হয়েছে পাহাড়। কাটা পাহাড়ের পাদদেশে ঘর তুলছে রোহিঙ্গারা। পতিবনিয়া, উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
কাটা হয়েছে পাহাড়। কাটা পাহাড়ের পাদদেশে ঘর তুলছে রোহিঙ্গারা। পতিবনিয়া, উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ২১
জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লাগারফেল্ডের নকশা করা পোশাক প্যারিস ফ্যাশন উইকে প্রদর্শন করছেন মডেলেরা। প্যারিস, ফ্রান্স, ৬ মার্চ। ছবি: রয়টার্স
জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লাগারফেল্ডের নকশা করা পোশাক প্যারিস ফ্যাশন উইকে প্রদর্শন করছেন মডেলেরা। প্যারিস, ফ্রান্স, ৬ মার্চ। ছবি: রয়টার্স
৮ / ২১
রাজধানীতে মশার উৎপাত বেড়েছে। মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ধানমন্ডি ১১ নম্বর, ঢাকা, ৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
রাজধানীতে মশার উৎপাত বেড়েছে। মশা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ধানমন্ডি ১১ নম্বর, ঢাকা, ৬ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
৯ / ২১
গ্রীষ্ম মানেই ফলের মৌসুম। এর মধ্যে অন্যতম হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল। সুস্বাদু রসাল এই ফলের রয়েছে নানা পুষ্টিগুণ ও উপকারিতা। আর দুই মাসের মধ্য এই ফল ঘরে উঠবে। টেংগুলিয়াকান্দা গ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ, ৭ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
গ্রীষ্ম মানেই ফলের মৌসুম। এর মধ্যে অন্যতম হলো আমাদের জাতীয় ফল কাঁঠাল। সুস্বাদু রসাল এই ফলের রয়েছে নানা পুষ্টিগুণ ও উপকারিতা। আর দুই মাসের মধ্য এই ফল ঘরে উঠবে। টেংগুলিয়াকান্দা গ্রাম, তারাকান্দা, ময়মনসিংহ, ৭ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
১০ / ২১
আজ ঐতিহাসিক সাতই মার্চ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি, ঢাকা, ৭ মার্চ। ছবি: ফোকাস বাংলা
আজ ঐতিহাসিক সাতই মার্চ। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি, ঢাকা, ৭ মার্চ। ছবি: ফোকাস বাংলা
১১ / ২১
কলকারখানার শহর সৈয়দপুর থেকে অ্যালুমিনিয়ামের তৈরি এসব বালতি রংপুর নগরে বিক্রির জন্য অটোরিকশায় আনা হচ্ছে। শহীদ জররেজ মার্কেট, রংপুর নগর, ৭ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
কলকারখানার শহর সৈয়দপুর থেকে অ্যালুমিনিয়ামের তৈরি এসব বালতি রংপুর নগরে বিক্রির জন্য অটোরিকশায় আনা হচ্ছে। শহীদ জররেজ মার্কেট, রংপুর নগর, ৭ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
আমগাছগু‌লো‌য় মুকু‌ল থেকে গুটি আস‌তে শুরু ক‌রে‌ছে। ছোটবনগ্রাম, মহানগর, রাজশাহী, ৭ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
আমগাছগু‌লো‌য় মুকু‌ল থেকে গুটি আস‌তে শুরু ক‌রে‌ছে। ছোটবনগ্রাম, মহানগর, রাজশাহী, ৭ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
১৩ / ২১
বসন্তের বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে শিমুল ফুল। আর ফুল মানেই রঙের মেলা। ফুলে ফুলে মধু আহরণে বেড়ে যায় নানা প্রজাতির পাখির আনাগোনা।  ফহেত আলী সেতু এলাকা, বগুড়া শহর, ৭ মার্চ। ছবি: সোয়েল রানা
বসন্তের বার্তা নিয়ে গাছে গাছে ফুটেছে শিমুল ফুল। আর ফুল মানেই রঙের মেলা। ফুলে ফুলে মধু আহরণে বেড়ে যায় নানা প্রজাতির পাখির আনাগোনা। ফহেত আলী সেতু এলাকা, বগুড়া শহর, ৭ মার্চ। ছবি: সোয়েল রানা
১৪ / ২১
খাবারের সন্ধানে শামুকখোল ও ব‌কের দল। আঙড়ার বিল, দুর্গাপুর‌, রাজশাহী, ৭ মার্চ। ছ‌বি: শহীদুল ইসলাম
খাবারের সন্ধানে শামুকখোল ও ব‌কের দল। আঙড়ার বিল, দুর্গাপুর‌, রাজশাহী, ৭ মার্চ। ছ‌বি: শহীদুল ইসলাম
১৫ / ২১
কার্গো ট্রলারে বালু খালাস করছেন শ্রমিকেরা। বালু এসেছে সিলেট থেকে। এ জন্য প্রত্যেক শ্রমিক দৈনিক মাত্র ৩০০ টাকা মজুরি পান। সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর, ফরিদপুর, ৭ মার্চ। ছবি: আলীমুজ্জামান
কার্গো ট্রলারে বালু খালাস করছেন শ্রমিকেরা। বালু এসেছে সিলেট থেকে। এ জন্য প্রত্যেক শ্রমিক দৈনিক মাত্র ৩০০ টাকা মজুরি পান। সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দর, ফরিদপুর, ৭ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৬ / ২১
ফোকর তৈরি করতে গাছের গায় জুতসই জায়গা খুঁজছে এই কাঠঠোকরা। এই প্রজাতির কাঠঠোকরা ‘বাংলা কাঠঠোকরা’ নামে পরিচিত। ঈশ্বরপাঠশালা, কুমিল্লা, ৭ মার্চ। ছবি: এমদাদুল হক
ফোকর তৈরি করতে গাছের গায় জুতসই জায়গা খুঁজছে এই কাঠঠোকরা। এই প্রজাতির কাঠঠোকরা ‘বাংলা কাঠঠোকরা’ নামে পরিচিত। ঈশ্বরপাঠশালা, কুমিল্লা, ৭ মার্চ। ছবি: এমদাদুল হক
১৭ / ২১
বাড়ির বেলকুনি যেন এক টুকরো সমুদ্র। এক বাড়িওয়ালা তাঁর বাড়ির দ্বিতীয় তলার বেলকুনিটি এভাবেই রাঙিয়ে নিয়েছেন। নূরপুর বাইপাস এলাকা, পাবনা সদর, ৭ মার্চ। ছবি: হাসান মাহমুদ
বাড়ির বেলকুনি যেন এক টুকরো সমুদ্র। এক বাড়িওয়ালা তাঁর বাড়ির দ্বিতীয় তলার বেলকুনিটি এভাবেই রাঙিয়ে নিয়েছেন। নূরপুর বাইপাস এলাকা, পাবনা সদর, ৭ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২১
বসন্তের বাতাসে শুকনো পাতা এখানে-সেখানে উড়ে উড়ে যাচ্ছে। অন্যদিকে গাছে গাছে আসছে নতুন পাতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
বসন্তের বাতাসে শুকনো পাতা এখানে-সেখানে উড়ে উড়ে যাচ্ছে। অন্যদিকে গাছে গাছে আসছে নতুন পাতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২১
কালো মেঘের দাপটে যেন বিপাকে অস্তগামী সূর্য। কান্দঘর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ৬ মার্চ। ছবি: এমদাদুল হক
কালো মেঘের দাপটে যেন বিপাকে অস্তগামী সূর্য। কান্দঘর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ৬ মার্চ। ছবি: এমদাদুল হক
২০ / ২১
শীত চলে গেছে, এসেছে বসন্ত। তবে ফাল্গুনের গরম অসহনীয়। স্বস্তি পেতে ডাবের পানি খাচ্ছেন এক পথচারী। আম্বরখানা এলাকা, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
শীত চলে গেছে, এসেছে বসন্ত। তবে ফাল্গুনের গরম অসহনীয়। স্বস্তি পেতে ডাবের পানি খাচ্ছেন এক পথচারী। আম্বরখানা এলাকা, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
২১ / ২১
গাছের ডালে বসে শিকারের আশায় কালো ফিঙে। ফিঙের আদি নিবাস এশিয়া অঞ্চল। বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
গাছের ডালে বসে শিকারের আশায় কালো ফিঙে। ফিঙের আদি নিবাস এশিয়া অঞ্চল। বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন