এক ঝলক (০৮ মার্চ ২০১৮)

১ / ২০
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘র‍্যাগ ডে’ উপলক্ষে রং খেলায় মেতেছে। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ‘র‍্যাগ ডে’ উপলক্ষে রং খেলায় মেতেছে। খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা, ৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন।
২ / ২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেপালের কাঠমান্ডুতে বের হয় র‍্যালি। এতে অংশ নেন দেশটির সব বয়স ও পেশার নারীরা। কাঠমান্ডু, নেপাল, ৮ মার্চ। ছবি: এএফপি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেপালের কাঠমান্ডুতে বের হয় র‍্যালি। এতে অংশ নেন দেশটির সব বয়স ও পেশার নারীরা। কাঠমান্ডু, নেপাল, ৮ মার্চ। ছবি: এএফপি
৩ / ২০
বসন্তেও শিশির ঝরছে। ফুলের রেণুতে জমে আছে শিশিরকণা। রমনা পার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
বসন্তেও শিশির ঝরছে। ফুলের রেণুতে জমে আছে শিশিরকণা। রমনা পার্ক, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জামিউল ইসলাম
৪ / ২০
জাল বুনে তাতে বিচরণ করছে এক মাকড়সা। শিকার ধরতে মাকড়সা এই জাল ব্যবহার করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
জাল বুনে তাতে বিচরণ করছে এক মাকড়সা। শিকার ধরতে মাকড়সা এই জাল ব্যবহার করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, ৭ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুতুল নাচ দেখাচ্ছেন একজন শিল্পী। কুনমিং, চীন, ৭ মার্চ। ছবি: রয়টার্স
একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পুতুল নাচ দেখাচ্ছেন একজন শিল্পী। কুনমিং, চীন, ৭ মার্চ। ছবি: রয়টার্স
৬ / ২০
বসতবাড়ির উঠানে সবজি চাষ করার মধ্য দিয়ে নুরুন্নাহার তাঁর যাত্রা শুরু করে ছিলেন। নিরলস চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে বর্তমানে গড়ে তুলেছেন ১৩০ বিঘা জমির কৃষি খামার। তিনবার পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। নিজের গাজর খেতে কাজ করতে দেখা গেল তাঁকে। বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
বসতবাড়ির উঠানে সবজি চাষ করার মধ্য দিয়ে নুরুন্নাহার তাঁর যাত্রা শুরু করে ছিলেন। নিরলস চেষ্টা ও পরিশ্রমের মাধ্যমে বর্তমানে গড়ে তুলেছেন ১৩০ বিঘা জমির কৃষি খামার। তিনবার পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক। নিজের গাজর খেতে কাজ করতে দেখা গেল তাঁকে। বক্তারপুর, ঈশ্বরদী, পাবনা, সাম্প্রতিক ছবি। ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
শিমুল ফুলে ছেয়ে গেছে গাছ। ফুলের মধু খাওয়া শেষে হয়তো একটু জিরিয়ে নিচ্ছে ফিঙেটি। জুজখোলা, শাজাহানপুর, বগুড়া, ৮ মার্চ। ছবি: সোয়েল রানা
শিমুল ফুলে ছেয়ে গেছে গাছ। ফুলের মধু খাওয়া শেষে হয়তো একটু জিরিয়ে নিচ্ছে ফিঙেটি। জুজখোলা, শাজাহানপুর, বগুড়া, ৮ মার্চ। ছবি: সোয়েল রানা
৮ / ২০
আন্তর্জাতিক নারী দিবস আজ। এ উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক ফ্যাশন শোতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার দুই নারী। মুম্বাই, ভারত, ৭ মার্চ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক নারী দিবস আজ। এ উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত এক ফ্যাশন শোতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার দুই নারী। মুম্বাই, ভারত, ৭ মার্চ। ছবি: রয়টার্স
৯ / ২০
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ঘর তৈরিতে ব্যস্ত কয়েকজন। উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ঘর তৈরিতে ব্যস্ত কয়েকজন। উখিয়া, কক্সবাজার, ৬ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ২০
কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গত ৬ মার্চ মারা যান তিনি। ঢাকা, ৮ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। গত ৬ মার্চ মারা যান তিনি। ঢাকা, ৮ মার্চ। ছবি: সাইফুল ইসলাম
১১ / ২০
বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমানকে ধরার চেষ্টা করে পুলিশ। এ সময় তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৮ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
বিএনপির অবস্থান কর্মসূচি থেকে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম মিজানুর রহমানকে ধরার চেষ্টা করে পুলিশ। এ সময় তাঁকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন বিএনপির নেতা-কর্মীরা। জাতীয় প্রেসক্লাব এলাকা, ঢাকা, ৮ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ২০
গাজীপুরের মোশারফ নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ১৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বানিয়ারচালা, গাজীপুর সদর, ৮ মার্চ। ছবি: সাদিক মৃধা
গাজীপুরের মোশারফ নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় ১৩ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বানিয়ারচালা, গাজীপুর সদর, ৮ মার্চ। ছবি: সাদিক মৃধা
১৩ / ২০
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আসামের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেখানকার রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী। ছবি: ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে আসামের লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান সেখানকার রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী। ছবি: ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া
১৪ / ২০
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। মিয়ানমারের নেপিডোতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-২-এ নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন দেশটির ফার্স্ট লেডি সু সু লোই (বাঁয়ে), স্টেট কাউন্সেলর অং সান সু চি (মাঝে) ও ভাইস প্রেসিডেন্ট মিত সোয়ের স্ত্রী খান থেত তে (ডানে)। নেপিডো, মিয়ানমার, ৮ মার্চ। ছবি: এএফপি
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। মিয়ানমারের নেপিডোতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-২-এ নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলছেন দেশটির ফার্স্ট লেডি সু সু লোই (বাঁয়ে), স্টেট কাউন্সেলর অং সান সু চি (মাঝে) ও ভাইস প্রেসিডেন্ট মিত সোয়ের স্ত্রী খান থেত তে (ডানে)। নেপিডো, মিয়ানমার, ৮ মার্চ। ছবি: এএফপি
১৫ / ২০
নারী দিবস উপলক্ষে ভারতের মহারাষ্ট্রে অ্যাসিডদগ্ধ নারীদের অংশগ্রহণে একটি ফ্যাশন শো আয়োজন করা হয়। ‘স্টপ অ্যাসিড সেল’ নামের একটি প্রচারাভিযানের অংশ হিসেবে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। থানে, ভারত, ৭ মার্চ। ছবি: এএফপি
নারী দিবস উপলক্ষে ভারতের মহারাষ্ট্রে অ্যাসিডদগ্ধ নারীদের অংশগ্রহণে একটি ফ্যাশন শো আয়োজন করা হয়। ‘স্টপ অ্যাসিড সেল’ নামের একটি প্রচারাভিযানের অংশ হিসেবে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। থানে, ভারত, ৭ মার্চ। ছবি: এএফপি
১৬ / ২০
নিরাপত্তা নিশ্চিত করা ও কর্মক্ষেত্রের পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধির দাবিতে ঢাকার রাস্তায় নেমে আসে হাজার হাজার নারী। এসব র‍্যালিতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও অধিকারবিষয়ক সংস্থা। ঢাকা, বাংলাদেশ, ৮ মার্চ। ছবি: এএফপি
নিরাপত্তা নিশ্চিত করা ও কর্মক্ষেত্রের পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধির দাবিতে ঢাকার রাস্তায় নেমে আসে হাজার হাজার নারী। এসব র‍্যালিতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন ও অধিকারবিষয়ক সংস্থা। ঢাকা, বাংলাদেশ, ৮ মার্চ। ছবি: এএফপি
১৭ / ২০
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় গৌতার কাফার বাটনা শহরে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। শহরের আকাশে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। কাফার বাটনা, সিরিয়া, ৭ মার্চ। ছবি: এএফপি
সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় গৌতার কাফার বাটনা শহরে বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। শহরের আকাশে দেখা যাচ্ছে কালো ধোঁয়া। কাফার বাটনা, সিরিয়া, ৭ মার্চ। ছবি: এএফপি
১৮ / ২০
সিরিয়ার সরকারি বাহিনী পূর্বাঞ্চলীয় গৌতার বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে ওই অঞ্চল। হামলার কারণে হামোরিয়া, সাকবা ও কাফার বাটনা শহরে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। আহত এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরিয়া, ৭ মার্চ। ছবি: এএফপি
সিরিয়ার সরকারি বাহিনী পূর্বাঞ্চলীয় গৌতার বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে ওই অঞ্চল। হামলার কারণে হামোরিয়া, সাকবা ও কাফার বাটনা শহরে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। আহত এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরিয়া, ৭ মার্চ। ছবি: এএফপি
১৯ / ২০
আন্তর্জাতিক নারী দিবসে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের শিক্ষার্থীদের মধ্যে নারীর নিরাপত্তাবিষয়ক লিফলেট বিলি করা হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন। খুলনা, ৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
আন্তর্জাতিক নারী দিবসে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের শিক্ষার্থীদের মধ্যে নারীর নিরাপত্তাবিষয়ক লিফলেট বিলি করা হয়। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন। খুলনা, ৮ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
২০ / ২০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সাতমাথা, বগুড়া, ৮ মার্চ। ছবি: সোয়েল রানা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সব বৈষম্য দূর করাসহ বিভিন্ন দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সাতমাথা, বগুড়া, ৮ মার্চ। ছবি: সোয়েল রানা