এক ঝলক (১৫ মার্চ ২০১৮)

১ / ২১
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রফিক জামান, সানজিদা হক, অনিরুদ্ধ জামানসহ নিহত ব্যক্তিদের স্মরণে বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৫ মার্চ। ছবি: আবদুস সালাম
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রফিক জামান, সানজিদা হক, অনিরুদ্ধ জামানসহ নিহত ব্যক্তিদের স্মরণে বৃহস্পতিবার মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৫ মার্চ। ছবি: আবদুস সালাম
২ / ২১
খালের পানিতে দুটি হাঁসের প্রতিবিম্ব। বাইশটিলা, সিলেট সদর, ১৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
খালের পানিতে দুটি হাঁসের প্রতিবিম্ব। বাইশটিলা, সিলেট সদর, ১৫ মার্চ। ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
২১ মার্চ চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে নগরের বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রং করা হচ্ছে। ভাস্কর্য রং করছেন শ্রমিকেরা। কাস্টম বিশ্বরোড মোড়, চট্টগ্রাম, ১৫ মার্চ। ছবি: জুয়েল শীল
২১ মার্চ চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে নগরের বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রং করা হচ্ছে। ভাস্কর্য রং করছেন শ্রমিকেরা। কাস্টম বিশ্বরোড মোড়, চট্টগ্রাম, ১৫ মার্চ। ছবি: জুয়েল শীল
৪ / ২১
মাটির গর্তে বাসা বানিয়ে নিয়েছে এক ঝাঁক শালিক। রায়পুর, গাংনী, মেহেরপুর, ১৪ মার্চ। ছবি: আবু সাঈদ
মাটির গর্তে বাসা বানিয়ে নিয়েছে এক ঝাঁক শালিক। রায়পুর, গাংনী, মেহেরপুর, ১৪ মার্চ। ছবি: আবু সাঈদ
৫ / ২১
নিজেদের সবজির জমিতে কাজ করছেন দুই নারী। রাঙামাটির অনেক নারী কৃষিকাজ করে সংসার চালান। সাপছড়ি, মধ্যপাড়া, রাঙামাটি সদর, ১৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
নিজেদের সবজির জমিতে কাজ করছেন দুই নারী। রাঙামাটির অনেক নারী কৃষিকাজ করে সংসার চালান। সাপছড়ি, মধ্যপাড়া, রাঙামাটি সদর, ১৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২১
৩৩তম পিয়েরা মিন্তা স্কি প্রতিযোগিতায় পাহাড়ে স্কি করছেন প্রতিযোগীরা। ফ্রান্স, ১৪ মার্চ। ছবি: এএফপি
৩৩তম পিয়েরা মিন্তা স্কি প্রতিযোগিতায় পাহাড়ে স্কি করছেন প্রতিযোগীরা। ফ্রান্স, ১৪ মার্চ। ছবি: এএফপি
৭ / ২১
গোধূলিবেলায় কূলায় ফিরছে পাখিরা। কলোরাডো, যুক্তরাষ্ট্র, ১৪ মার্চ। ছবি: রয়টার্স
গোধূলিবেলায় কূলায় ফিরছে পাখিরা। কলোরাডো, যুক্তরাষ্ট্র, ১৪ মার্চ। ছবি: রয়টার্স
৮ / ২১
শিমুল ফুলে ছেয়ে থাকা গাছে শালিকের ছুটোছুটি। ফুলের মধু খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে তারা। রূপনগর এলাকা, রাঙামাটি, ১৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
শিমুল ফুলে ছেয়ে থাকা গাছে শালিকের ছুটোছুটি। ফুলের মধু খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে তারা। রূপনগর এলাকা, রাঙামাটি, ১৫ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ২১
গাছজুড়ে রক্তকাঞ্চন ফুল। বসন্ত এলেই সবুজ পাতা ও ফুলে সতেজ হয়ে ওঠে গাছ। সরকারি আজিজুল হক কলেজ এলাকা, বগুড়া, ১৫ মার্চ। ছবি: সোয়েল রানা
গাছজুড়ে রক্তকাঞ্চন ফুল। বসন্ত এলেই সবুজ পাতা ও ফুলে সতেজ হয়ে ওঠে গাছ। সরকারি আজিজুল হক কলেজ এলাকা, বগুড়া, ১৫ মার্চ। ছবি: সোয়েল রানা
১০ / ২১
নিদাহাস ট্রফির খেলায় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ মিস করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আবু হায়দার রনি। এ সময় তামিম ইকবালের হতাশা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৪ মার্চ। ছবি: এএফপি
নিদাহাস ট্রফির খেলায় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার ক্যাচ মিস করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আবু হায়দার রনি। এ সময় তামিম ইকবালের হতাশা। কলম্বো, শ্রীলঙ্কা, ১৪ মার্চ। ছবি: এএফপি
১১ / ২১
গণগৌর উৎসবের অংশ হিসেবে পুতুলকে বিয়ের পোশাক পরাচ্ছেন নারীরা। গণগৌর উৎসবে অবিবাহিত নারীরা মনের মতো স্বামী পেতে উপবাস করেন। আর বিবাহিত নারীরা স্বামীর কল্যাণ কামনায় উপবাস করেন। আহমেদাবাদ, ভারত, ১৪ মার্চ। ছবি: রয়টার্স
গণগৌর উৎসবের অংশ হিসেবে পুতুলকে বিয়ের পোশাক পরাচ্ছেন নারীরা। গণগৌর উৎসবে অবিবাহিত নারীরা মনের মতো স্বামী পেতে উপবাস করেন। আর বিবাহিত নারীরা স্বামীর কল্যাণ কামনায় উপবাস করেন। আহমেদাবাদ, ভারত, ১৪ মার্চ। ছবি: রয়টার্স
১২ / ২১
প্রথম জাতীয় যুব গেমসে বক্সিংয়ে মুখোমুখি দুই নারী প্রতিযোগী। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, ঢাকা, ১৪ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
প্রথম জাতীয় যুব গেমসে বক্সিংয়ে মুখোমুখি দুই নারী প্রতিযোগী। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম, ঢাকা, ১৪ মার্চ। ছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ২১
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সাংবাদিক আহমেদ ফয়সালসহ সব নিহতের স্মরণে ‘শোক র‍্যালি’র আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেগুনবাগিচা, ঢাকা, ১৫ মার্চ। ছবি: হাসান রাজা
নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় সাংবাদিক আহমেদ ফয়সালসহ সব নিহতের স্মরণে ‘শোক র‍্যালি’র আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেগুনবাগিচা, ঢাকা, ১৫ মার্চ। ছবি: হাসান রাজা
১৪ / ২১
কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ১৫ মার্চ। ছবি: হাসান রাজা
কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বাংলাদেশিদের স্মরণে আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ, ঢাকা, ১৫ মার্চ। ছবি: হাসান রাজা
১৫ / ২১
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের সড়কে আজ বৃহস্পতিবার একটি মাইক্রোবাস কাত হয়ে যায়। মাইক্রোবাসের সামনের একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কে কাত হয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা, ১৫ মার্চ। ছবি: দীপু মালাকার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের সড়কে আজ বৃহস্পতিবার একটি মাইক্রোবাস কাত হয়ে যায়। মাইক্রোবাসের সামনের একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক কষলে পেছনে থাকা মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি সড়কে কাত হয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ঢাকা, ১৫ মার্চ। ছবি: দীপু মালাকার
১৬ / ২১
যেন রং ছড়াচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন গুল্মজাতীয় উদ্ভিদ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ১৫ মার্চ। ছবি: এমদাদুল হক
যেন রং ছড়াচ্ছে রঙ্গন ফুল। রঙ্গন গুল্মজাতীয় উদ্ভিদ। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা, ১৫ মার্চ। ছবি: এমদাদুল হক
১৭ / ২১
চা-বাগানগুলোতে এসেছে নতুন পাতা। কচি পাতা সংগ্রহ করছেন চা-শ্রমিকেরা। কালীঘাট চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ মার্চ। ছবি: শিমুল তরফদার
চা-বাগানগুলোতে এসেছে নতুন পাতা। কচি পাতা সংগ্রহ করছেন চা-শ্রমিকেরা। কালীঘাট চা-বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ মার্চ। ছবি: শিমুল তরফদার
১৮ / ২১
ফাল্গুনেও ৮০টি খেজুরগাছ কেটেছেন গোলাম হোসেন। এই ফাল্গুনেও রস বিক্রি করে আয় করছেন। প্রতি কলস খেজুর রসের দাম ১০০ থেকে ১২০ টাকা। সোনালী ঘাট, দিঘলিয়া, খুলনা, ১৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
ফাল্গুনেও ৮০টি খেজুরগাছ কেটেছেন গোলাম হোসেন। এই ফাল্গুনেও রস বিক্রি করে আয় করছেন। প্রতি কলস খেজুর রসের দাম ১০০ থেকে ১২০ টাকা। সোনালী ঘাট, দিঘলিয়া, খুলনা, ১৫ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী বিভিন্ন প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের উপযোগী করা হয়। রোদে শুকানো হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট টুকরা। সাতমাথায়, রংপুর, ১৫ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী বিভিন্ন প্রক্রিয়ায় পুনর্ব্যবহারের উপযোগী করা হয়। রোদে শুকানো হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট টুকরা। সাতমাথায়, রংপুর, ১৫ মার্চ। ছবি: মঈনুল ইসলাম
২০ / ২১
খেতেই আখমাড়াই করা হচ্ছে। আখের রস জ্বাল দিয়ে তৈরি করা হবে গুড়। প্রতি কেজি গুড়ের পাইকারি দাম ১২০ টাকা। রায়পুর, মিরসরাই, চট্টগ্রাম, ১৫ মার্চ। ছবি: ইকবাল হোসেন
খেতেই আখমাড়াই করা হচ্ছে। আখের রস জ্বাল দিয়ে তৈরি করা হবে গুড়। প্রতি কেজি গুড়ের পাইকারি দাম ১২০ টাকা। রায়পুর, মিরসরাই, চট্টগ্রাম, ১৫ মার্চ। ছবি: ইকবাল হোসেন
২১ / ২১
সম্প্রতি ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন করে ডিবি পুলিশের কয়েকজন সদস্য। নির্যাতনকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৫ মার্চ। ছবি: সাইয়ান
সম্প্রতি ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সুমন হাসানকে হাতকড়া পরিয়ে শারীরিক নির্যাতন করে ডিবি পুলিশের কয়েকজন সদস্য। নির্যাতনকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকেরা। অশ্বিনীকুমার হল, বরিশাল, ১৫ মার্চ। ছবি: সাইয়ান