এক ঝলক (১৭ মার্চ ২০১৮)

১ / ১৩
পরাগায়ন শেষ হয়েছে। লিচুর মুকুল ফুটতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ছোট ছোট লিচু দেখা যাবে গাছজুড়ে। এ মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। শ্রীপুর, গাজীপুর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সাদিক মৃধা
পরাগায়ন শেষ হয়েছে। লিচুর মুকুল ফুটতে শুরু করেছে। কিছুদিনের মধ্যেই ছোট ছোট লিচু দেখা যাবে গাছজুড়ে। এ মৌসুমে লিচুর বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। শ্রীপুর, গাজীপুর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সাদিক মৃধা
২ / ১৩
লান্টানা ফুল পথের ধারে অযত্ন-অবহেলায়ও ফোটে। এই ফুলের আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। পাকশী কাগজকল এলাকা, ঈশ্বরদী, পাবনা, ১৬ মার্চ। ছবি: হাসান মাহমুদ
লান্টানা ফুল পথের ধারে অযত্ন-অবহেলায়ও ফোটে। এই ফুলের আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। পাকশী কাগজকল এলাকা, ঈশ্বরদী, পাবনা, ১৬ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
বাংলাদেশে দাদ মর্দন ওষধি ফুল হিসেবে জনপ্রিয়। এটি ক্যাশিয়া জাতীয় ফুল। বোধিপুর, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
বাংলাদেশে দাদ মর্দন ওষধি ফুল হিসেবে জনপ্রিয়। এটি ক্যাশিয়া জাতীয় ফুল। বোধিপুর, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
গরম পড়তে শুরু করেছে। প্রাণ জুড়াতে বাজারেও আসছে রসভরা তরমুজ। ফেনী থেকে তরমুজ আসছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। এই বাজারে ১০০ তরমুজের পাইকারি দাম ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা। ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম, ১৬ মার্চ। ছবি: জুয়েল শীল
গরম পড়তে শুরু করেছে। প্রাণ জুড়াতে বাজারেও আসছে রসভরা তরমুজ। ফেনী থেকে তরমুজ আসছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। এই বাজারে ১০০ তরমুজের পাইকারি দাম ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা। ফিরিঙ্গি বাজার, চট্টগ্রাম, ১৬ মার্চ। ছবি: জুয়েল শীল
৫ / ১৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জিলা স্কুলের সামনের সড়ক, রংপুর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: মঈনুল ইসলাম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে নগরে শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। জিলা স্কুলের সামনের সড়ক, রংপুর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছোট ভাই শেখ রাসেলের নামে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৭ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছোট ভাই শেখ রাসেলের নামে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ১৭ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা
৭ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নওয়াববাড়ি সড়ক, বগুড়া শহর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সোয়েল রানা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। নওয়াববাড়ি সড়ক, বগুড়া শহর, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সোয়েল রানা
৮ / ১৩
বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গৌরব ’৭১ আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৭ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গৌরব ’৭১ আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৭ মার্চ, ২০১৮। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৩
ভারতের নয়াদিল্লিতে শনিবার কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ। ছবি: সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে শনিবার কংগ্রেসের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রমুখ। ছবি: সংগৃহীত
১০ / ১৩
রাঙামাটিতে বিলেতি ধনে পাতা স্থানীয়ভাবে বাগোর পাতা নামে পরিচিত। খেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত এক পাহাড়ি দম্পতি। নারাইছড়ি, রাঙামাটি, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটিতে বিলেতি ধনে পাতা স্থানীয়ভাবে বাগোর পাতা নামে পরিচিত। খেতের আগাছা পরিষ্কারে ব্যস্ত এক পাহাড়ি দম্পতি। নারাইছড়ি, রাঙামাটি, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৩
জীবনের ঝুঁকি নিয়ে ১৭ তলার দেয়ালে রং করছেন মিজানুর রহমান। সঙ্গী শাহজাহানের কোমরে বন্ধনী থাকলেও মিজানের তা ছিল না। নেই চোখে চশমা ও মাথায় টুপি। দিনপ্রতি মাত্র সাত শ টাকায় এই ঝুঁকিপূর্ণ কাজ করেন তাঁরা। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সৌরভ দাশ
জীবনের ঝুঁকি নিয়ে ১৭ তলার দেয়ালে রং করছেন মিজানুর রহমান। সঙ্গী শাহজাহানের কোমরে বন্ধনী থাকলেও মিজানের তা ছিল না। নেই চোখে চশমা ও মাথায় টুপি। দিনপ্রতি মাত্র সাত শ টাকায় এই ঝুঁকিপূর্ণ কাজ করেন তাঁরা। কাজীর দেউড়ি, চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সৌরভ দাশ
১২ / ১৩
মাকড়সা জাল বুনছে। জালে কীটপতঙ্গ আটকালেই খাবার জুটবে মাকড়সার। কাউখালী, রাঙামাটি, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সুপ্রিয় চাকমা
মাকড়সা জাল বুনছে। জালে কীটপতঙ্গ আটকালেই খাবার জুটবে মাকড়সার। কাউখালী, রাঙামাটি, ১৭ মার্চ, ২০১৮। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৩
ঘাসের ওপর ছড়িয়ে আছে গামারিগাছের ফুল। চৌধুরীপাড়া, মিরসরাই, চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০১৮। ছবি: ইকবাল হোসেন
ঘাসের ওপর ছড়িয়ে আছে গামারিগাছের ফুল। চৌধুরীপাড়া, মিরসরাই, চট্টগ্রাম, ১৭ মার্চ, ২০১৮। ছবি: ইকবাল হোসেন