এক ঝলক (২০ মার্চ ২০১৮)

১ / ২২
গাছের ডালে এক জোড়া বুলবুলি। রাজবন বিহার, রাঙামাটি, ২০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
গাছের ডালে এক জোড়া বুলবুলি। রাজবন বিহার, রাঙামাটি, ২০ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২২
ফাল্গুন শেষ হতেই শুরু হয়ে গেছে চৈত্রের দাবদাহ। গরম থেকে স্বস্তি পেতে পানিতে সাঁতার কাটছে হাঁসের ছানাগুলো। বাবুপাড়া এলাকা, ঈশ্বরদী, পাবনা, ১৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
ফাল্গুন শেষ হতেই শুরু হয়ে গেছে চৈত্রের দাবদাহ। গরম থেকে স্বস্তি পেতে পানিতে সাঁতার কাটছে হাঁসের ছানাগুলো। বাবুপাড়া এলাকা, ঈশ্বরদী, পাবনা, ১৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
ভালোবেসে সখী, নিভৃতে যতনে...। মুজগুন্নী, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
ভালোবেসে সখী, নিভৃতে যতনে...। মুজগুন্নী, খুলনা, ১৯ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
৪ / ২২
মৌসুম শুরু না হলেও তরমুজের দেখা মিলছে ফরিদপুরের বাজারে। এসব তরমুজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ৪০০ টাকা দরে। হাজী শরিয়তুল্লাহ বাজার, ফরিদপুর শহর, ১৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
মৌসুম শুরু না হলেও তরমুজের দেখা মিলছে ফরিদপুরের বাজারে। এসব তরমুজ বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ৪০০ টাকা দরে। হাজী শরিয়তুল্লাহ বাজার, ফরিদপুর শহর, ১৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
৫ / ২২
প্রাথমিক স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটান স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। রিভারসাইড প্রাইমারি স্কুল, যুক্তরাজ্য, ১৯ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
প্রাথমিক স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটান স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন। রিভারসাইড প্রাইমারি স্কুল, যুক্তরাজ্য, ১৯ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
৬ / ২২
তুষারে ওপর লাফিয়ে বেড়াচ্ছে লাল হরিণ। গ্লেনশি, স্কটল্যান্ড, ব্রিটেন, ১৯ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
তুষারে ওপর লাফিয়ে বেড়াচ্ছে লাল হরিণ। গ্লেনশি, স্কটল্যান্ড, ব্রিটেন, ১৯ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
৭ / ২২
সড়কের মাঝখানে থাকা ম্যানহোলের মধ্যে নেমে টিঅ্যান্ডটি সংযোগের সংস্কার কাজ করছেন শ্রমিকেরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। মির্জাপুল এলাকা, চট্টগ্রাম, ১৯ মার্চ। ছবি: জুয়েল শীল
সড়কের মাঝখানে থাকা ম্যানহোলের মধ্যে নেমে টিঅ্যান্ডটি সংযোগের সংস্কার কাজ করছেন শ্রমিকেরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। মির্জাপুল এলাকা, চট্টগ্রাম, ১৯ মার্চ। ছবি: জুয়েল শীল
৮ / ২২
অপূর্ব শোভায় রাস্তার ধারে ফুটে আছে কলাবতীর ফুল। আদর্শগ্রাম এলাকা, ধুম ইউনিয়ন, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ মার্চ। ছবি: ইকবাল হোসেন
অপূর্ব শোভায় রাস্তার ধারে ফুটে আছে কলাবতীর ফুল। আদর্শগ্রাম এলাকা, ধুম ইউনিয়ন, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ মার্চ। ছবি: ইকবাল হোসেন
৯ / ২২
সবজির ভার বহন করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন এই বিক্রেতা। নমপেন, কম্বোডিয়া, ২০ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
সবজির ভার বহন করতে করতে ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন এই বিক্রেতা। নমপেন, কম্বোডিয়া, ২০ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
১০ / ২২
চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সমাপনী অধিবেশন শুরু হওয়ার আগে চা পরিবেশন করা হয়। গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন, ২০ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেসের সমাপনী অধিবেশন শুরু হওয়ার আগে চা পরিবেশন করা হয়। গ্রেট হল অব দ্য পিপল, বেইজিং, চীন, ২০ মার্চ ২০১৮। ছবি: রয়টার্স
১১ / ২২
প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়লাভের পর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন, মস্কো, রাশিয়া, ১৯ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স
প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়লাভের পর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে বৈঠক করেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন, মস্কো, রাশিয়া, ১৯ মার্চ, ২০১৮। ছবি: রয়টার্স
১২ / ২২
ফরিদপুরে এ বছর রসুনের ফলন ভালো হয়েছে। খেত থেকে রসুন তোলার পর তা রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করছেন এক নারী। দিরাজ মাতুব্বরের ডাঙ্গী এলাকা, ফরিদপুর সদর, ১৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরে এ বছর রসুনের ফলন ভালো হয়েছে। খেত থেকে রসুন তোলার পর তা রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করছেন এক নারী। দিরাজ মাতুব্বরের ডাঙ্গী এলাকা, ফরিদপুর সদর, ১৯ মার্চ। ছবি: আলীমুজ্জামান
১৩ / ২২
পাবনায় এ বছর রসুনের বাম্পার ফলন হলেও কম দামের কারণে কৃষকেরা হতাশ। পাবনার বিভিন্ন হাট-বাজারে পাইকারি দরে প্রকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা মণে বিক্রি হচ্ছে। বড় বাজার এলাকা, পাবনা, ১৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
পাবনায় এ বছর রসুনের বাম্পার ফলন হলেও কম দামের কারণে কৃষকেরা হতাশ। পাবনার বিভিন্ন হাট-বাজারে পাইকারি দরে প্রকারভেদে ৬০০ থেকে ৮০০ টাকা মণে বিক্রি হচ্ছে। বড় বাজার এলাকা, পাবনা, ১৯ মার্চ। ছবি: হাসান মাহমুদ
১৪ / ২২
বোরো ধানে ভরে গেছে দিগন্তজোড়া মাঠ। খেতের আইল ধরে বাড়ি ফিরছেন এক কিষানি। দিঘি, মানিকগঞ্জ সদর, ১৯ মার্চ। ছবি: আব্দুল মোমিন
বোরো ধানে ভরে গেছে দিগন্তজোড়া মাঠ। খেতের আইল ধরে বাড়ি ফিরছেন এক কিষানি। দিঘি, মানিকগঞ্জ সদর, ১৯ মার্চ। ছবি: আব্দুল মোমিন
১৫ / ২২
মেঘনা নদীতে সূর্যাস্ত। অপূর্ব রং ধারণ করেছে প্রকৃতি। মেঘনা, মনপুরা, ভোলা, সাম্প্রতিক ছবি। ছবি: নেয়ামতউল্লাহ
মেঘনা নদীতে সূর্যাস্ত। অপূর্ব রং ধারণ করেছে প্রকৃতি। মেঘনা, মনপুরা, ভোলা, সাম্প্রতিক ছবি। ছবি: নেয়ামতউল্লাহ
১৬ / ২২
সিলেটের কিকাবীবাজার এলাকা থেকে মঙ্গলবার ভুবন চিলটিকে উদ্ধার করা হয়। চিলটির ডানা ভাঙা। পরে চিলটিকে বাঁচাতে এর একটি ডানা কেটে ফেলতে হয়। পাখিটি নগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে রয়েছে। সিলেট, ২০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
সিলেটের কিকাবীবাজার এলাকা থেকে মঙ্গলবার ভুবন চিলটিকে উদ্ধার করা হয়। চিলটির ডানা ভাঙা। পরে চিলটিকে বাঁচাতে এর একটি ডানা কেটে ফেলতে হয়। পাখিটি নগরের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিকে রয়েছে। সিলেট, ২০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২২
নীড়ে নতুন অতিথি আসছে, তাই নতুন নীড় তৈরিতে ব্যস্ত চড়ুই। তাই তো খড়কুটো সংগ্রহে ব্যস্ত পাখিটি। চিত্রালী এলাকা, খুলনা, ২০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
নীড়ে নতুন অতিথি আসছে, তাই নতুন নীড় তৈরিতে ব্যস্ত চড়ুই। তাই তো খড়কুটো সংগ্রহে ব্যস্ত পাখিটি। চিত্রালী এলাকা, খুলনা, ২০ মার্চ। ছবি: সাদ্দাম হোসেন
১৮ / ২২
বরিশাল-ময়মনসিংহ মহিলা ক্রিকেট দলের খেলার একটি দৃশ্য। সিলেটে চলছে নবম জাতীয় মহিলা ক্রিকেট লিগ। সিলেটে জেলা স্টেডিয়াম, সিলেট, ২০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
বরিশাল-ময়মনসিংহ মহিলা ক্রিকেট দলের খেলার একটি দৃশ্য। সিলেটে চলছে নবম জাতীয় মহিলা ক্রিকেট লিগ। সিলেটে জেলা স্টেডিয়াম, সিলেট, ২০ মার্চ। ছবি: আনিস মাহমুদ
১৯ / ২২
রাজধানীর হাতিরঝিলের একাংশের পানিতে ভাসছে বর্জ্য। এটি হাতিরঝিলের মগবাজার অংশের চিত্র। হাতিরঝিল, ঢাকা, ২০ মার্চ। ছবি: আবদুস সালাম
রাজধানীর হাতিরঝিলের একাংশের পানিতে ভাসছে বর্জ্য। এটি হাতিরঝিলের মগবাজার অংশের চিত্র। হাতিরঝিল, ঢাকা, ২০ মার্চ। ছবি: আবদুস সালাম
২০ / ২২
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জব্দ হয়েছে ৬৩ হাজার ইয়াবা বড়ি এবং ১০ লাখ টাকা। গ্রেপ্তার হয়েছে পাঁচজন। সিএমপি কার্যালয়, চট্টগ্রাম, ২০ মার্চ। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জব্দ হয়েছে ৬৩ হাজার ইয়াবা বড়ি এবং ১০ লাখ টাকা। গ্রেপ্তার হয়েছে পাঁচজন। সিএমপি কার্যালয়, চট্টগ্রাম, ২০ মার্চ। ছবি: জুয়েল শীল
২১ / ২২
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত এস এম মাহমুদুর রহমানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর নগরকান্দা উপজেলার লস্কর দিয়ায় আনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মাহমুদুরের মা লিলি বেগম। লস্করদিয়া, নগরকান্দা, ফরিদপুর, ২০ মার্চ। ছবি: আলীমুজ্জামান
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত এস এম মাহমুদুর রহমানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ফরিদপুর নগরকান্দা উপজেলার লস্কর দিয়ায় আনা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন মাহমুদুরের মা লিলি বেগম। লস্করদিয়া, নগরকান্দা, ফরিদপুর, ২০ মার্চ। ছবি: আলীমুজ্জামান
২২ / ২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখছেন, ছবি তুলছেন। চারুকলা চত্বর,  রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ২০ মার্চ। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০তম ব্যাচের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। দর্শনার্থীরা প্রদর্শনী ঘুরে দেখছেন, ছবি তুলছেন। চারুকলা চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, ২০ মার্চ। ছবি: শহীদুল ইসলাম