এক ঝলক (১৯ এপ্রিল ২০১৮)

১ / ২০
বগুড়া সার্কিট হাউসে পিটুনিয়া ফুল। এটি দক্ষিণ আমেরিকার প্রজাতি। বগুড়া, ১৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
বগুড়া সার্কিট হাউসে পিটুনিয়া ফুল। এটি দক্ষিণ আমেরিকার প্রজাতি। বগুড়া, ১৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
২ / ২০
দিনের শেষে অস্তগামী সূর্য। সোনালি আলো ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। জাবুসা, রূপসা, খুলনা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
দিনের শেষে অস্তগামী সূর্য। সোনালি আলো ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। জাবুসা, রূপসা, খুলনা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
বসতবাড়িতে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছিল ঘুঘু। ঘুঘুর ডিম থেকে ছানা বেরিয়েছে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ১৯ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
বসতবাড়িতে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছিল ঘুঘু। ঘুঘুর ডিম থেকে ছানা বেরিয়েছে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ১৯ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
৪ / ২০
রঙ্গন ফুলের সঙ্গে প্রজাপতির মিতালি। সার্কিট হাউস, বগুড়া, ১৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
রঙ্গন ফুলের সঙ্গে প্রজাপতির মিতালি। সার্কিট হাউস, বগুড়া, ১৯ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৫ / ২০
কামরাঙা ফুলে বৃষ্টির বিন্দু। বৃষ্টিতে ভিজে আরও উজ্জ্বল হয়েছে ফুলের রং। দাড়িয়াপাড়া, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
কামরাঙা ফুলে বৃষ্টির বিন্দু। বৃষ্টিতে ভিজে আরও উজ্জ্বল হয়েছে ফুলের রং। দাড়িয়াপাড়া, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
কিশোরগঞ্জে ভুট্টার ফলন ভালো হয়েছে। ভুট্টার খোসা ছাড়াচ্ছেন একজন। সিংপুর, নিকলী, কিশোরগঞ্জ, ১৮ এপ্রিল। ছবি: তাফসিলুল আজিজ
কিশোরগঞ্জে ভুট্টার ফলন ভালো হয়েছে। ভুট্টার খোসা ছাড়াচ্ছেন একজন। সিংপুর, নিকলী, কিশোরগঞ্জ, ১৮ এপ্রিল। ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২০
দ্বিতীয় এলিজাবেথ জাহাজের ভেতরে সিঁড়ি দিয়ে নামছেন একজন। জাহাজটি এখন হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুবাই, আরব আমিরাত, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
দ্বিতীয় এলিজাবেথ জাহাজের ভেতরে সিঁড়ি দিয়ে নামছেন একজন। জাহাজটি এখন হোটেল হিসেবে ব্যবহার করা হচ্ছে। দুবাই, আরব আমিরাত, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
৮ / ২০
ফ্রান্সে সমুদ্র সৈকতে ৩২ তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। উড়ছে নানা রং ও আকারের ঘুড়ি। উত্তর ফ্রান্স, ১৮ এপ্রিল। ছবি: এএফপি
ফ্রান্সে সমুদ্র সৈকতে ৩২ তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। উড়ছে নানা রং ও আকারের ঘুড়ি। উত্তর ফ্রান্স, ১৮ এপ্রিল। ছবি: এএফপি
৯ / ২০
আগামী ২৫ জুলাই আরব আমিরাতের আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ‘ওয়ারনার ব্রোস ওয়ার্ল্ড আবু ধাবি’ থিম পার্ক। সংবাদ সম্মেলনে তাই জানাচ্ছেন দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের চেয়ারম্যান। আবু ধাবি, আরব আমিরাত, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
আগামী ২৫ জুলাই আরব আমিরাতের আবু ধাবিতে উদ্বোধন হচ্ছে ‘ওয়ারনার ব্রোস ওয়ার্ল্ড আবু ধাবি’ থিম পার্ক। সংবাদ সম্মেলনে তাই জানাচ্ছেন দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের চেয়ারম্যান। আবু ধাবি, আরব আমিরাত, ১৭ এপ্রিল। ছবি: রয়টার্স
১০ / ২০
ডেকচেয়ারে বসে বসে রোদ পোহাচ্ছেন কয়েকজন। লন্ডন, যুক্তরাজ্য, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
ডেকচেয়ারে বসে বসে রোদ পোহাচ্ছেন কয়েকজন। লন্ডন, যুক্তরাজ্য, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
১১ / ২০
সীমান্ত প্রহরায় এক কলাম্বিয়ার সীমান্তরক্ষী। নারিনো, কলাম্বিয়া, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
সীমান্ত প্রহরায় এক কলাম্বিয়ার সীমান্তরক্ষী। নারিনো, কলাম্বিয়া, ১৮ এপ্রিল। ছবি: রয়টার্স
১২ / ২০
মুকুল থেকে আম হয়েছে। কিছুদিন পর এই আম পাকতে শুরু করবে। তবে বৈশাখী ঝড়ে আম নষ্ট হওয়ার শঙ্কা আছে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ১৯ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
মুকুল থেকে আম হয়েছে। কিছুদিন পর এই আম পাকতে শুরু করবে। তবে বৈশাখী ঝড়ে আম নষ্ট হওয়ার শঙ্কা আছে। মজমপুর এলাকা, কুষ্টিয়া, ১৯ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
১৩ / ২০
গুজরাট পুলিশে যোগ দেওয়া নতুন সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন। আহমেদাবাদ, ভারত, ১৯ এপ্রিল। ছবি: রয়টার্স
গুজরাট পুলিশে যোগ দেওয়া নতুন সদস্যরা প্যারেডে অংশ নিয়েছেন। আহমেদাবাদ, ভারত, ১৯ এপ্রিল। ছবি: রয়টার্স
১৪ / ২০
বৈশাখের সকালে বৃষ্টিতে সজীব হয়েছে জামরুল। দাড়িয়াপাড়া, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বৈশাখের সকালে বৃষ্টিতে সজীব হয়েছে জামরুল। দাড়িয়াপাড়া, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। নৌকায় করে নদী পার হচ্ছে মানুষ। কাজীরবাজার ব্রিজ এলাকা, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
সুরমা নদীর পানি বাড়তে শুরু করেছে। নৌকায় করে নদী পার হচ্ছে মানুষ। কাজীরবাজার ব্রিজ এলাকা, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৬ / ২০
বোরো ধানের খেতে পানি জমেছে। ঠেলাজাল দিয়ে পানির সঙ্গে আসা মাছ ধরছেন দুজন। অনন্তপুর, সিলেট সদর, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বোরো ধানের খেতে পানি জমেছে। ঠেলাজাল দিয়ে পানির সঙ্গে আসা মাছ ধরছেন দুজন। অনন্তপুর, সিলেট সদর, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
বেপরোয়া গাড়ি চলাচল ও রাস্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমানের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। আদালত চলা অবস্থায় বেপরোয়া একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম
বেপরোয়া গাড়ি চলাচল ও রাস্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কারওয়ান বাজারে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মসিউর রহমানের নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। আদালত চলা অবস্থায় বেপরোয়া একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম
১৮ / ২০
আচার তৈরিতে কাঁচা আমের চাহিদা রয়েছে। ভালো দাম পাওয়ায় অনেকেই কাঁচা আম বিক্রি করে দিচ্ছেন। মিরসরাইয়ের বড় দারোগারহাটে প্রতি কেজি কাঁচা আমের পাইকারি দাম ৩০ থেকে ৩৫ টাকা। মিরসরাই, চট্টগ্রাম, ১৭ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন
আচার তৈরিতে কাঁচা আমের চাহিদা রয়েছে। ভালো দাম পাওয়ায় অনেকেই কাঁচা আম বিক্রি করে দিচ্ছেন। মিরসরাইয়ের বড় দারোগারহাটে প্রতি কেজি কাঁচা আমের পাইকারি দাম ৩০ থেকে ৩৫ টাকা। মিরসরাই, চট্টগ্রাম, ১৭ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন
১৯ / ২০
গত কয়েক দিন প্রখর রোদ ও গরমে বৃহস্পতিবার সিলেট শহরে প্রশান্তির বৃষ্টি। তবে বৃষ্টি দিনমজুরদের জন্য স্বস্তির নয়। বারুতখানা, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
গত কয়েক দিন প্রখর রোদ ও গরমে বৃহস্পতিবার সিলেট শহরে প্রশান্তির বৃষ্টি। তবে বৃষ্টি দিনমজুরদের জন্য স্বস্তির নয়। বারুতখানা, সিলেট, ১৯ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
ভারী বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানিতে ঢুকে পড়েছে মিরসরাইয়ের বেশ কিছু ধানখেতে। ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। ভেজা ধান কেটে ফেলছেন কৃষকেরা। ওয়াহেদপুর, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন
ভারী বৃষ্টিতে পাহাড় থেকে নেমে আসা পানিতে ঢুকে পড়েছে মিরসরাইয়ের বেশ কিছু ধানখেতে। ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। ভেজা ধান কেটে ফেলছেন কৃষকেরা। ওয়াহেদপুর, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ এপ্রিল। ছবি: ইকবাল হোসেন