এক ঝলক (২২ এপ্রিল ২০১৮)

১ / ২৭
বৈশাখী ঝড়ে রোববার বিকেলের দিকে রাজধানীর মোহাম্মদপুরে গাছ উপড়ে যায়। তাজমহল রোডে এ ঘটনা ঘটে। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন দুজন। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
বৈশাখী ঝড়ে রোববার বিকেলের দিকে রাজধানীর মোহাম্মদপুরে গাছ উপড়ে যায়। তাজমহল রোডে এ ঘটনা ঘটে। এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আহত হন দুজন। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
২ / ২৭
ট্রাকের গিয়ার বক্সের ট্রলি টেনে নিয়ে যাচ্ছে শিশু শ্রমিক হোসেন। হোসেনের মতো অসংখ্য শিশু পরিবহন খাতে কর্মরত। নূরনগর, খুলনা, ২১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
ট্রাকের গিয়ার বক্সের ট্রলি টেনে নিয়ে যাচ্ছে শিশু শ্রমিক হোসেন। হোসেনের মতো অসংখ্য শিশু পরিবহন খাতে কর্মরত। নূরনগর, খুলনা, ২১ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৭
গরমের তীব্রতা উপেক্ষা করে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। ঝড়-বাদলের আগেই ঘরে ধান তুলতে চান তাঁরা। রহমাননগর, নন্দীগ্রাম, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
গরমের তীব্রতা উপেক্ষা করে ধান কাটতে ব্যস্ত কৃষকেরা। ঝড়-বাদলের আগেই ঘরে ধান তুলতে চান তাঁরা। রহমাননগর, নন্দীগ্রাম, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৪ / ২৭
আকাশে মেঘের ঘনঘটা। যেকোনো সময় শুরু হবে ঝড় বৃষ্টি। সেই ঝোড়ো সন্ধ্যাকে নিজের মোবাইলে বন্দী করছেন এক নারী। মস্কো, রাশিয়া, ২১ এপ্রিল,২০১৮। ছবি: রয়টার্স
আকাশে মেঘের ঘনঘটা। যেকোনো সময় শুরু হবে ঝড় বৃষ্টি। সেই ঝোড়ো সন্ধ্যাকে নিজের মোবাইলে বন্দী করছেন এক নারী। মস্কো, রাশিয়া, ২১ এপ্রিল,২০১৮। ছবি: রয়টার্স
৫ / ২৭
নাগর নদে কোমরপানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন শৌখিন মৎস্য শিকারি শাহাদুজ্জামান। খাঁড়িয়া নিশিন্দারা, কাহালু, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
নাগর নদে কোমরপানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন শৌখিন মৎস্য শিকারি শাহাদুজ্জামান। খাঁড়িয়া নিশিন্দারা, কাহালু, বগুড়া, ২১ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৬ / ২৭
সাতসকালেই খাবারের খোঁজে বেরিয়েছে ফিঙেটি। বসে আছে বৈদ্যুতিক তারে। ভাটগ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২২ এপ্রিল। ছবি: সোয়েল রানা
সাতসকালেই খাবারের খোঁজে বেরিয়েছে ফিঙেটি। বসে আছে বৈদ্যুতিক তারে। ভাটগ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২২ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৭ / ২৭
প্রজেতো পোন্তে ফিরমির পোশাকে র‍্যাম্পে এক মডেল। সাও পাওলো ফ্যাশন উইক, ব্রাজিল, ২১ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
প্রজেতো পোন্তে ফিরমির পোশাকে র‍্যাম্পে এক মডেল। সাও পাওলো ফ্যাশন উইক, ব্রাজিল, ২১ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
৮ / ২৭
আলোকলতা পরজীবী উদ্ভিদ। এর অন্য নাম স্বর্ণলতা। ভাটগ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২২ এপ্রিল। ছবি: সোয়েল রানা
আলোকলতা পরজীবী উদ্ভিদ। এর অন্য নাম স্বর্ণলতা। ভাটগ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ২২ এপ্রিল। ছবি: সোয়েল রানা
৯ / ২৭
সন্ধ্যায় প্রকৃতির মায়াবী রূপ। যেন শিল্পীর আঁকা ছবি। তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া, ভোলা সদর, ২০ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
সন্ধ্যায় প্রকৃতির মায়াবী রূপ। যেন শিল্পীর আঁকা ছবি। তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া, ভোলা সদর, ২০ এপ্রিল। ছবি: নেয়ামতউল্যাহ
১০ / ২৭
কেতকী ফুল। কেতকী প্রধানত আষাঢ়-শ্রাবণ মাসে ফোটে। ঘাগড়া কলাবাগান, কাউখালী, রাঙামাটি, ২১ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
কেতকী ফুল। কেতকী প্রধানত আষাঢ়-শ্রাবণ মাসে ফোটে। ঘাগড়া কলাবাগান, কাউখালী, রাঙামাটি, ২১ এপ্রিল। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২৭
মঞ্চের পেছনে সেলফি তুলতে ব্যস্ত এক মডেল। তিবিলিসি ফ্যাশন উইক, তিবিলিসি, জর্জিয়া, ২১ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
মঞ্চের পেছনে সেলফি তুলতে ব্যস্ত এক মডেল। তিবিলিসি ফ্যাশন উইক, তিবিলিসি, জর্জিয়া, ২১ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
১২ / ২৭
ফসলের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। প্রখর রোদ বলে বসে থাকার সুযোগ নেই তাঁর। পাকশী কাগজকল এলাকা, ঈশ্বরদী, পাবনা, ২১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
ফসলের জমিতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। প্রখর রোদ বলে বসে থাকার সুযোগ নেই তাঁর। পাকশী কাগজকল এলাকা, ঈশ্বরদী, পাবনা, ২১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৩ / ২৭
বাতাসে দুলছে কাঁচা আম। কিছুদিন পর পাকতে শুরু করবে। খালপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
বাতাসে দুলছে কাঁচা আম। কিছুদিন পর পাকতে শুরু করবে। খালপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৪ / ২৭
তীব্র গরমে প্রাণিকুলও ভালো নেই। দুটি শালিক ডাকাডাকি করছে। সাঁড়া মাড়োয়ারি স্কুল মাঠ, ঈশ্বরদী, পাবনা, ২১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
তীব্র গরমে প্রাণিকুলও ভালো নেই। দুটি শালিক ডাকাডাকি করছে। সাঁড়া মাড়োয়ারি স্কুল মাঠ, ঈশ্বরদী, পাবনা, ২১ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৭
হাসপাতালের বিছানায় গুরুতর আহত অবস্থায় অচেতন মেয়ে। সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনিও গুরুতর আহত। পরিচয়পত্র আনতে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর আহত হন এই বাবা-মেয়ে। কাবুল, রয়টার্স, ২২ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
হাসপাতালের বিছানায় গুরুতর আহত অবস্থায় অচেতন মেয়ে। সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনিও গুরুতর আহত। পরিচয়পত্র আনতে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে গুরুতর আহত হন এই বাবা-মেয়ে। কাবুল, রয়টার্স, ২২ এপ্রিল, ২০১৮। ছবি: রয়টার্স
১৬ / ২৭
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নেতৃত্বে এক অনুষ্ঠানে নতুন নিযুক্ত পাওয়া যাজকেরা মাটিতে শুয়ে সম্মান জানাচ্ছেন। সেন্ট পিটারস ব্যাসিলিকা, ভ্যাটিকান, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের নেতৃত্বে এক অনুষ্ঠানে নতুন নিযুক্ত পাওয়া যাজকেরা মাটিতে শুয়ে সম্মান জানাচ্ছেন। সেন্ট পিটারস ব্যাসিলিকা, ভ্যাটিকান, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
১৭ / ২৭
ম্যারাথন দৌড়ে প্রতিযোগীরা। দানিউব নদীর ওপর তৈরি সেতু রাইসবুকা পার হচ্ছেন তাঁরা। ভিয়েনা, অস্ট্রিয়া, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
ম্যারাথন দৌড়ে প্রতিযোগীরা। দানিউব নদীর ওপর তৈরি সেতু রাইসবুকা পার হচ্ছেন তাঁরা। ভিয়েনা, অস্ট্রিয়া, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
১৮ / ২৭
সোনালু ফুলের অনেক নাম—সোনাইল, সোঁদাল, বান্দরলাঠি ইত্যাদি। এ সময় দেশের সবখানেই এই ফুল দেখা যায়। জলকর গ্রাম, যশোর সদর, ২২ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
সোনালু ফুলের অনেক নাম—সোনাইল, সোঁদাল, বান্দরলাঠি ইত্যাদি। এ সময় দেশের সবখানেই এই ফুল দেখা যায়। জলকর গ্রাম, যশোর সদর, ২২ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৯ / ২৭
ড্রাগন ফল যেমন পুষ্টিকর ও সুস্বাদু, তেমনি এর ফুলও অনন্য। নোয়াপাড়া, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২২ এপ্রিল। ছবি: এমদাদুল হক
ড্রাগন ফল যেমন পুষ্টিকর ও সুস্বাদু, তেমনি এর ফুলও অনন্য। নোয়াপাড়া, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২২ এপ্রিল। ছবি: এমদাদুল হক
২০ / ২৭
শুকনো পাতায় বসে আছে ফড়িং। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ২২ এপিল। ছবি: আনিস মাহমুদ
শুকনো পাতায় বসে আছে ফড়িং। লামাপাড়া, শিবগঞ্জ, সিলেট, ২২ এপিল। ছবি: আনিস মাহমুদ
২১ / ২৭
পুরান ঢাকায় টিকিট কেটে গোলতালাব পুকুরে ছিপ ফেলে এভাবেই মাছ ধরতে বসেন অনেকে। ইসলামপুর, নবাববাড়ীসহ বেশি কয়েকটি এলাকার শৌখিন মাছ শিকারিরা। নবাববাড়ী, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকায় টিকিট কেটে গোলতালাব পুকুরে ছিপ ফেলে এভাবেই মাছ ধরতে বসেন অনেকে। ইসলামপুর, নবাববাড়ীসহ বেশি কয়েকটি এলাকার শৌখিন মাছ শিকারিরা। নবাববাড়ী, ঢাকা, ২০ এপ্রিল। ছবি: দীপু মালাকার
২২ / ২৭
হাঁসের ছানা নিয়ে হাটে এসেছেন খামারিরা। প্রতিটি ছানা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। লালবাগহাট, নগর, রংপুর ২২ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
হাঁসের ছানা নিয়ে হাটে এসেছেন খামারিরা। প্রতিটি ছানা ৩০ টাকায় বিক্রি হচ্ছে। লালবাগহাট, নগর, রংপুর ২২ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৭
দিন শেষে সূর্যের বিদায়ের মুহূর্তে। জাদুময় রং ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ এপিল। ছবি: আনিস মাহমুদ
দিন শেষে সূর্যের বিদায়ের মুহূর্তে। জাদুময় রং ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। পারাইরচক, দক্ষিণ সুরমা, সিলেট, ২১ এপিল। ছবি: আনিস মাহমুদ
২৪ / ২৭
বৃষ্টির পর ঢাকার আকাশে রংধনু। লালমাটিয়া, ঢাকা, ২১ এপ্রিল। ছবি: দীপু মালাকার
বৃষ্টির পর ঢাকার আকাশে রংধনু। লালমাটিয়া, ঢাকা, ২১ এপ্রিল। ছবি: দীপু মালাকার
২৫ / ২৭
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ীতে মাছের আড়ত থেকে আট টন জাটকা জব্দ করে র‍্যাব। এ ঘটনায় সাত ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ীতে মাছের আড়ত থেকে আট টন জাটকা জব্দ করে র‍্যাব। এ ঘটনায় সাত ব্যবসায়ীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যাত্রাবাড়ী, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: আবদুস সালাম
২৬ / ২৭
ফরিদপুরে এ বছর কালিজিরার ফলন ভালো হয়েছে। খেত থেকে কালিজিরা ঘরে তোলা হয়েছে। এখন মাড়াইয়ের পর বাতাসে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন দুই গৃহিণী। দুলার ডাঙ্গী, নগরকান্দা, ফরিদপুর. ২২ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরে এ বছর কালিজিরার ফলন ভালো হয়েছে। খেত থেকে কালিজিরা ঘরে তোলা হয়েছে। এখন মাড়াইয়ের পর বাতাসে ঝাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন দুই গৃহিণী। দুলার ডাঙ্গী, নগরকান্দা, ফরিদপুর. ২২ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
২৭ / ২৭
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বইমেলা। বাংলা একাডেমি আয়োজিত মেলায় বই দেখছেন পাঠকেরা। চট্টগ্রাম, ২২ এপ্রিল। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বইমেলা। বাংলা একাডেমি আয়োজিত মেলায় বই দেখছেন পাঠকেরা। চট্টগ্রাম, ২২ এপ্রিল। ছবি: জুয়েল শীল