এক ঝলক (২৩ এপ্রিল ২০১৮)

১ / ২৪
বৃষ্টিতে বেড়েছে পুকুরের পানি। ঠেলা জাল নিয়ে মাছ ধরতে দলবেঁধে পুকুরে নেমেছে শিশুরা। পালপাড়া এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক
বৃষ্টিতে বেড়েছে পুকুরের পানি। ঠেলা জাল নিয়ে মাছ ধরতে দলবেঁধে পুকুরে নেমেছে শিশুরা। পালপাড়া এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক
২ / ২৪
‘দা-বঁটি ধার করাবেন’ হাঁক দিয়ে নগরের অলিগলিতে চলছেন এক ব্যক্তি। তাঁর ঘাড়ে দা-বটি ধার দেওয়ার যন্ত্র। কলেজ রোড, বয়রা, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
‘দা-বঁটি ধার করাবেন’ হাঁক দিয়ে নগরের অলিগলিতে চলছেন এক ব্যক্তি। তাঁর ঘাড়ে দা-বটি ধার দেওয়ার যন্ত্র। কলেজ রোড, বয়রা, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৪
চেরি ফুলে ছেয়ে গেছে গাছ। ফুলের সঙ্গে ছবি তুলতে উঁচুতে উঠে বসেছেন এক তরুণী। বন, জার্মানি, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
চেরি ফুলে ছেয়ে গেছে গাছ। ফুলের সঙ্গে ছবি তুলতে উঁচুতে উঠে বসেছেন এক তরুণী। বন, জার্মানি, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৪ / ২৪
ঢাকায় পথের ধারে সোনালু ফুলের গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। গাছগুলোতে ফুটেছে উজ্জ্বল হলদে ফুল। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
ঢাকায় পথের ধারে সোনালু ফুলের গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। গাছগুলোতে ফুটেছে উজ্জ্বল হলদে ফুল। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২২ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
৫ / ২৪
থাইল্যান্ডে সংক্রান পানি উৎসবের অংশ হিসেবে বের হয় সংক্রান শোভাযাত্রা। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক ও সাজে থাই তরুণ-তরুণীরা। ব্যাংকক, থাইল্যান্ড, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
থাইল্যান্ডে সংক্রান পানি উৎসবের অংশ হিসেবে বের হয় সংক্রান শোভাযাত্রা। শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাক ও সাজে থাই তরুণ-তরুণীরা। ব্যাংকক, থাইল্যান্ড, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৬ / ২৪
রাজধানীর সাতমসজিদ রোডে আবাহনী মাঠের সামনে রোববার ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে বাসের ওপর। উদ্ধার কার্যক্রমে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রথম আলো
রাজধানীর সাতমসজিদ রোডে আবাহনী মাঠের সামনে রোববার ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে বাসের ওপর। উদ্ধার কার্যক্রমে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রথম আলো
৭ / ২৪
ভোলা, বরগুনাসহ দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে তরমুজ আসছে ঢাকায়। ওয়াইজঘাটে ভিড়ছে তরমুজ ভর্তি নৌকা। তরমুজ নামাচ্ছেন এক দিনমজুর। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: হাসান রাজা
ভোলা, বরগুনাসহ দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে তরমুজ আসছে ঢাকায়। ওয়াইজঘাটে ভিড়ছে তরমুজ ভর্তি নৌকা। তরমুজ নামাচ্ছেন এক দিনমজুর। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: হাসান রাজা
৮ / ২৪
এফএ কাপ সেমি ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি চেলসি ও সাউদাম্পটন। গ্যালারিতে সাউদাম্পটনের সমর্থকেরা। লন্ডন, যুক্তরাজ্য, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
এফএ কাপ সেমি ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি চেলসি ও সাউদাম্পটন। গ্যালারিতে সাউদাম্পটনের সমর্থকেরা। লন্ডন, যুক্তরাজ্য, ২২ এপ্রিল। ছবি: রয়টার্স
৯ / ২৪
সাতসকালে গাছের ডালে বসে খাবারের খোঁজ করছে এক মাছরাঙা। দিঘী, মানিকগঞ্জ সদর, ২২ এপ্রিল। ছবি: আব্দুল মোমিন
সাতসকালে গাছের ডালে বসে খাবারের খোঁজ করছে এক মাছরাঙা। দিঘী, মানিকগঞ্জ সদর, ২২ এপ্রিল। ছবি: আব্দুল মোমিন
১০ / ২৪
আবাহনী মাঠের পেছনে ঝড়ে উপড়ে পড়েছে গাছটি। তবে সোমবার সকাল নয়টা পর্যন্ত গাছটি সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। ধানমন্ডি, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
আবাহনী মাঠের পেছনে ঝড়ে উপড়ে পড়েছে গাছটি। তবে সোমবার সকাল নয়টা পর্যন্ত গাছটি সরানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। ধানমন্ডি, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: জাহিদুল করিম
১১ / ২৪
ঢাকার ওয়াইজঘাটে তরমুজভর্তি ইঞ্জিনচালিত নৌকা আসে। ঘাটেই চলে বেচাকেনা। ঘাটেই ফেলে দেওয়া হয় নষ্ট তরমুজ। নষ্ট তরমুজ কুড়িয়ে নিচ্ছে এক শিশু। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: হাসান রাজা
ঢাকার ওয়াইজঘাটে তরমুজভর্তি ইঞ্জিনচালিত নৌকা আসে। ঘাটেই চলে বেচাকেনা। ঘাটেই ফেলে দেওয়া হয় নষ্ট তরমুজ। নষ্ট তরমুজ কুড়িয়ে নিচ্ছে এক শিশু। ঢাকা, ২২ এপ্রিল। ছবি: হাসান রাজা
১২ / ২৪
রোদে ঝলমল করছে পিটুনিয়া ফুল। এই ফুলের নানা রং—সাদা, গোলাপি, লাল, হলদে, বেগুনি ইত্যাদি। স্বপ্নযাত্রা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
রোদে ঝলমল করছে পিটুনিয়া ফুল। এই ফুলের নানা রং—সাদা, গোলাপি, লাল, হলদে, বেগুনি ইত্যাদি। স্বপ্নযাত্রা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ এপ্রিল। ছবি: পলাশ বড়ুয়া
১৩ / ২৪
ফেলে দেওয়া নানা প্লাস্টিকের সামগ্রী কুড়িয়ে জড়ো করা হয় যশোর শহরের শংকরপুরের নতুন বাসটার্মিনাল এলাকার কারখানায়। এগুলো পাঠানো হয় রাজধানীর বিভিন্ন কারখানায়। এগুলো দিয়ে তৈরি হবে নতুন প্লাস্টিক পণ্য। শংকরপুর, যশোর, ২৩ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
ফেলে দেওয়া নানা প্লাস্টিকের সামগ্রী কুড়িয়ে জড়ো করা হয় যশোর শহরের শংকরপুরের নতুন বাসটার্মিনাল এলাকার কারখানায়। এগুলো পাঠানো হয় রাজধানীর বিভিন্ন কারখানায়। এগুলো দিয়ে তৈরি হবে নতুন প্লাস্টিক পণ্য। শংকরপুর, যশোর, ২৩ এপ্রিল। ছবি: এহসান-উদ-দৌলা
১৪ / ২৪
প্রখর রোদেও বিলে মাছ ধরতে বসেছেন দুজন। বড়শিতে মাছ ধরা পড়বে—সে অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা পার। আড়ংঘাটা, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
প্রখর রোদেও বিলে মাছ ধরতে বসেছেন দুজন। বড়শিতে মাছ ধরা পড়বে—সে অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা পার। আড়ংঘাটা, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৪
ওপারে পাবনা, এপারে কুষ্টিয়া। মাঝখানে পদ্মা নদী। পদ্মার ওপর শত বছরের পুরোনো হার্ডিঞ্জ সেতু। পাশেই লালন শাহ সেতু। কুষ্টিয়া, ২২ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
ওপারে পাবনা, এপারে কুষ্টিয়া। মাঝখানে পদ্মা নদী। পদ্মার ওপর শত বছরের পুরোনো হার্ডিঞ্জ সেতু। পাশেই লালন শাহ সেতু। কুষ্টিয়া, ২২ এপ্রিল। ছবি: তৌহিদী হাসান
১৬ / ২৪
পাতি চড়ুই এসেছে বাড়িতে ওঠানো নতুন ধানের পোকা সংগ্রহ করতে। পোকার খোঁজে এদিক-ওদিক ছুটছে চড়ুই। উত্তর দুর্গাপুর, কুমিল্লা আদর্শ সদর, ২৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক
পাতি চড়ুই এসেছে বাড়িতে ওঠানো নতুন ধানের পোকা সংগ্রহ করতে। পোকার খোঁজে এদিক-ওদিক ছুটছে চড়ুই। উত্তর দুর্গাপুর, কুমিল্লা আদর্শ সদর, ২৩ এপ্রিল। ছবি: এমদাদুল হক
১৭ / ২৪
সিলেটের বিভিন্ন হাওরপারে চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের ধুম। কৃষকেরা ধান ঘরে তুলতে ব্যস্ত। নৌকায় করে পাকা ধান নিয়ে যাচ্ছেন কৃষকেরা। কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
সিলেটের বিভিন্ন হাওরপারে চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের ধুম। কৃষকেরা ধান ঘরে তুলতে ব্যস্ত। নৌকায় করে পাকা ধান নিয়ে যাচ্ছেন কৃষকেরা। কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ২৩ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ
১৮ / ২৪
মাছের উঁকি দেওয়ার অপেক্ষায় মাছরাঙা। মাছ দেখা দিলও ছোঁ। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
মাছের উঁকি দেওয়ার অপেক্ষায় মাছরাঙা। মাছ দেখা দিলও ছোঁ। শলুয়া, ডুমুরিয়া, খুলনা, ২৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৪
সড়কপথে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশের দুটি বাস। সোমবার সকালে পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুরে বিআরটিসির টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের দুটি বাস রওনা হয়। বেলুন উড়িয়ে যাত্রার উদ্বোধন করা হয়। কমলাপুর, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
সড়কপথে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি হয়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশের দুটি বাস। সোমবার সকালে পরীক্ষামূলকভাবে ঢাকার কমলাপুরে বিআরটিসির টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের দুটি বাস রওনা হয়। বেলুন উড়িয়ে যাত্রার উদ্বোধন করা হয়। কমলাপুর, ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: সাইফুল ইসলাম
২০ / ২৪
ভোলা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে তরমুজ আসছে চট্টগ্রাম। নগরের ফিরিঙ্গি বাজারে ট্রাক থেকে তরমুজ নামাচ্ছেন শ্রমিকেরা। আকারভেদে ১০০ তরমুজের দাম ৪ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম, ২৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল
ভোলা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে তরমুজ আসছে চট্টগ্রাম। নগরের ফিরিঙ্গি বাজারে ট্রাক থেকে তরমুজ নামাচ্ছেন শ্রমিকেরা। আকারভেদে ১০০ তরমুজের দাম ৪ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। চট্টগ্রাম, ২৩ এপ্রিল। ছবি: জুয়েল শীল
২১ / ২৪
চাঁই বাঁশ দিয়া তৈরি মাছ ধরার ফাঁদ। ছোট মাছ ধরতে এই ফাঁদ কাজে লাগে। বর্ষকাল আসছে, তাই চাঁই তৈরি ধুম পড়েছে। চাঁই তৈরি করতে ব্যস্ত এক কারিগর। ডাঙ্গী, ফরিদপুর সদর, ২৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
চাঁই বাঁশ দিয়া তৈরি মাছ ধরার ফাঁদ। ছোট মাছ ধরতে এই ফাঁদ কাজে লাগে। বর্ষকাল আসছে, তাই চাঁই তৈরি ধুম পড়েছে। চাঁই তৈরি করতে ব্যস্ত এক কারিগর। ডাঙ্গী, ফরিদপুর সদর, ২৩ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
২২ / ২৪
পড়ন্ত বিকেলে ঢাকার হাতিরঝিল। রাজধানীবাসীর জন্য অন্যতম প্রধান বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে এই এলাকা। ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
পড়ন্ত বিকেলে ঢাকার হাতিরঝিল। রাজধানীবাসীর জন্য অন্যতম প্রধান বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে এই এলাকা। ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: সুমন ইউসুফ
২৩ / ২৪
গাছের ডালে মধুর চাক বেঁধেছে মৌমাছি। বালিয়াহালট, পাবনা সদর, ২৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
গাছের ডালে মধুর চাক বেঁধেছে মৌমাছি। বালিয়াহালট, পাবনা সদর, ২৩ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
২৪ / ২৪
রাজধানীর সোনারগাঁও হোটেলে থাইল্যান্ডের বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে শুরু হয়েছে ‘থাইল্যান্ড উইক’। মেলা উদ্বোধনের আগে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম
রাজধানীর সোনারগাঁও হোটেলে থাইল্যান্ডের বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে শুরু হয়েছে ‘থাইল্যান্ড উইক’। মেলা উদ্বোধনের আগে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। ঢাকা, ২৩ এপ্রিল। ছবি: আবদুস সালাম