এক ঝলক ( ২০ মে ২০১৮)

১ / ১৫
বাড়ি ফিরতেই হবে। অনেকেই এভাবেই ঝুঁকি নিয়ে যানবাহনে চড়ার চেষ্টা করেন। ফার্মগেট, ঢাকা, ২০ মে, বিকেল। ছবি: শুভ্র কান্তি দাশ
বাড়ি ফিরতেই হবে। অনেকেই এভাবেই ঝুঁকি নিয়ে যানবাহনে চড়ার চেষ্টা করেন। ফার্মগেট, ঢাকা, ২০ মে, বিকেল। ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১৫
আধা ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিচু অনেক জায়গা। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। নগরের প্রবর্তক মোড়, বেলা ২টা, ২০ মে, ২০১৮। ছবি: জুয়েল শীল
আধা ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের নিচু অনেক জায়গা। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। নগরের প্রবর্তক মোড়, বেলা ২টা, ২০ মে, ২০১৮। ছবি: জুয়েল শীল
৩ / ১৫
বোগোটার পার্শ্ববর্তী লস পোয়েন্তেসে পাহাড় ঘেঁষে গড়ে উঠেছে এই ঘরবাড়ি। কলম্বিয়া, ১০ মে, ২০১৮। ছবি: রয়টার্স
বোগোটার পার্শ্ববর্তী লস পোয়েন্তেসে পাহাড় ঘেঁষে গড়ে উঠেছে এই ঘরবাড়ি। কলম্বিয়া, ১০ মে, ২০১৮। ছবি: রয়টার্স
৪ / ১৫
লেবু গাছে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। লেবু ফুলের সুবাস মন কাড়ে। মাটিডালী এলাকা, বগুড়া সদর, ১৯ মে। ছবি: সোয়েল রানা
লেবু গাছে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। লেবু ফুলের সুবাস মন কাড়ে। মাটিডালী এলাকা, বগুড়া সদর, ১৯ মে। ছবি: সোয়েল রানা
৫ / ১৫
সহপাঠীর গুলিতে নিহত ১০ জনের প্রতি ফুলেল শ্রদ্ধা। গত শুক্রবার নিজের বিদ্যাপীঠ, টেক্সাসের সান্তা ফে হাইস্কুলে বন্দুক হামলা চালায় দিমিত্রিঅস প্যাগোসটিস। ১৯ মে, ২০১৮। ছবি: রয়টার্স
সহপাঠীর গুলিতে নিহত ১০ জনের প্রতি ফুলেল শ্রদ্ধা। গত শুক্রবার নিজের বিদ্যাপীঠ, টেক্সাসের সান্তা ফে হাইস্কুলে বন্দুক হামলা চালায় দিমিত্রিঅস প্যাগোসটিস। ১৯ মে, ২০১৮। ছবি: রয়টার্স
৬ / ১৫
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সুপ্ত আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ জেগে ওঠে। জ্বালামুখ থেকে উদ্‌গিরণ হতে থাকে টগবগ করে ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই ধোয়ার কুণ্ডলীর সঙ্গে সেলফি তুলছে একটি পরিবার। ১৯ মে। ছবি: রয়টার্স
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সুপ্ত আগ্নেয়গিরি কিলাওয়েয়া হঠাৎ জেগে ওঠে। জ্বালামুখ থেকে উদ্‌গিরণ হতে থাকে টগবগ করে ফুটতে থাকা লাভা, ছাই, ধোয়ার কুণ্ডলী আর গ্যাস। সেই ধোয়ার কুণ্ডলীর সঙ্গে সেলফি তুলছে একটি পরিবার। ১৯ মে। ছবি: রয়টার্স
৭ / ১৫
গত কয়েক দিনের বৃষ্টির কারণে হাওরে পানি চলে আসছে। তাই তাড়াতাড়ি খেতের ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। বাইশটিলা, সদর, সিলেট, ২০ মে। ছবি: আনিস মাহমুদ
গত কয়েক দিনের বৃষ্টির কারণে হাওরে পানি চলে আসছে। তাই তাড়াতাড়ি খেতের ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। বাইশটিলা, সদর, সিলেট, ২০ মে। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
সড়কের ধারে ধোয়ামোছার পর পাকড়ি জাতের আলু বস্তায় ভরছেন ব্যাপারীর লোকজন। এসব আলু ঢাকা ও চট্টগ্রামে বাজারে যাবে। কাজীপাড়া বাজার, কাহালু উপজেলা, বগুড়া, ২০ মে, ২০১৮। ছবি: সোয়েল রানা
সড়কের ধারে ধোয়ামোছার পর পাকড়ি জাতের আলু বস্তায় ভরছেন ব্যাপারীর লোকজন। এসব আলু ঢাকা ও চট্টগ্রামে বাজারে যাবে। কাজীপাড়া বাজার, কাহালু উপজেলা, বগুড়া, ২০ মে, ২০১৮। ছবি: সোয়েল রানা
৯ / ১৫
আধা ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় নগরের নিচু জায়গা। রেহাই পায়নি এই কনফেকশনারি দোকানটিও। কর্মীরা নোংরা পানির হাত থেকে বাঁচতে চেপে বসেন খাবার রাখার শোকেসের ওপর। নগরের প্রবর্তক মোড়, বেলা ২টা, ২০ মে, ২০১৮। ছবি: জুয়েল শীল
আধা ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় নগরের নিচু জায়গা। রেহাই পায়নি এই কনফেকশনারি দোকানটিও। কর্মীরা নোংরা পানির হাত থেকে বাঁচতে চেপে বসেন খাবার রাখার শোকেসের ওপর। নগরের প্রবর্তক মোড়, বেলা ২টা, ২০ মে, ২০১৮। ছবি: জুয়েল শীল
১০ / ১৫
পাতিলে ভর করে গোমতী নদীতে সাঁতার কাটছে এক শিশু। চানপুর ব্রিজ এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২০ মে। ছবি: এমদাদুল হক
পাতিলে ভর করে গোমতী নদীতে সাঁতার কাটছে এক শিশু। চানপুর ব্রিজ এলাকা, কুমিল্লা আদর্শ সদর, ২০ মে। ছবি: এমদাদুল হক
১১ / ১৫
পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই উঁচু ভবনে বিজ্ঞাপনের লোগো স্থাপনের কাজ করছেন শ্রমিকেরা। অসতর্কতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন শ্রমিকেরা। বিজয় নগর, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই উঁচু ভবনে বিজ্ঞাপনের লোগো স্থাপনের কাজ করছেন শ্রমিকেরা। অসতর্কতার কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছেন শ্রমিকেরা। বিজয় নগর, ঢাকা, ২০ মে। ছবি: আবদুস সালাম
১২ / ১৫
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে। একটু অবসরে ঘুমিয়ে নিচ্ছেন দুই পরিবহনশ্রমিক। কদমতলী বাস টার্মিনাল এলাকা, সিলেট, ২০ মে। ছবি: আনিস মাহমুদ
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে। একটু অবসরে ঘুমিয়ে নিচ্ছেন দুই পরিবহনশ্রমিক। কদমতলী বাস টার্মিনাল এলাকা, সিলেট, ২০ মে। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
পাকড়ি জাতের আলু বস্তায় ভরা হয়েছে। এগুলো ঢাকা ও চট্টগ্রামে বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। কাজীপাড়া বাজার, কাহালু, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
পাকড়ি জাতের আলু বস্তায় ভরা হয়েছে। এগুলো ঢাকা ও চট্টগ্রামে বাজারে বিক্রির জন্য নেওয়া হবে। কাজীপাড়া বাজার, কাহালু, বগুড়া, ২০ মে। ছবি: সোয়েল রানা
১৪ / ১৫
সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে কিন্তু পথচারীদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না কোনোভাবেই। রাজধানীর নিউমার্কেট পদচারী-সেতুর ঠিক নিচেই সড়ক বিভাজনের ভাঙা অংশ দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে পার হচ্ছেন তিনি। শনিবার দুপুরে তোলা। ছবি: দীপু মালাকার
সড়কে প্রতিনিয়তই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে কিন্তু পথচারীদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না কোনোভাবেই। রাজধানীর নিউমার্কেট পদচারী-সেতুর ঠিক নিচেই সড়ক বিভাজনের ভাঙা অংশ দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে পার হচ্ছেন তিনি। শনিবার দুপুরে তোলা। ছবি: দীপু মালাকার
১৫ / ১৫
ট্রাফিক আইল্যান্ড টাওয়ারটি জরাজীর্ণ অবস্থায় হেলে পড়েছে। ঢাকা কলেজের সামনে, মিরপুর রোড, ২০ মে। ছবি: দীপু মালাকার
ট্রাফিক আইল্যান্ড টাওয়ারটি জরাজীর্ণ অবস্থায় হেলে পড়েছে। ঢাকা কলেজের সামনে, মিরপুর রোড, ২০ মে। ছবি: দীপু মালাকার