এক ঝলক ( ২৩ মে ২০১৮)

১ / ১৮
কুষ্টিয়ার গড়াই নদের পানি কমেছে। অনেক স্থানে জেগেছ চর। অল্প পানিতে মাছ ধরছেন এক জেলে। কুষ্টিয়া, ২৩ মে। ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ার গড়াই নদের পানি কমেছে। অনেক স্থানে জেগেছ চর। অল্প পানিতে মাছ ধরছেন এক জেলে। কুষ্টিয়া, ২৩ মে। ছবি: তৌহিদী হাসান
২ / ১৮
সকাল তখন আটটা। হঠাৎ কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে আসে। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ মে, ২০১৮। ছবি: সাজেদুল ইসলাম
সকাল তখন আটটা। হঠাৎ কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে আসে। ধানগড়া এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৩ মে, ২০১৮। ছবি: সাজেদুল ইসলাম
৩ / ১৮
উড়ে যাচ্ছে তিনটি বক। রাঙামাটি শহরের ঝগড়াবিল এলাকায় এমন বকের দেখা মেলে। রাঙামাটি, ২৩ মে। ছবি: সুপ্রিয় চাকমা
উড়ে যাচ্ছে তিনটি বক। রাঙামাটি শহরের ঝগড়াবিল এলাকায় এমন বকের দেখা মেলে। রাঙামাটি, ২৩ মে। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
সিলেট নগরের সুরমা নদীর ওপর সুউচ্চ কিনব্রিজ। বৃষ্টির পানিতে ভরে উঠছে সুরমা। কিনব্রিজের ওপর থেকে নদীতে লাফ দিয়ে দুরন্তপনায় মেতেছে এক কিশোর। তবে এমন দুরন্তপনা বিষাদে রূপ নিতে পারে যেকোনো সময়। সুরমা নদী, সিলেট নগর, ২২ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেট নগরের সুরমা নদীর ওপর সুউচ্চ কিনব্রিজ। বৃষ্টির পানিতে ভরে উঠছে সুরমা। কিনব্রিজের ওপর থেকে নদীতে লাফ দিয়ে দুরন্তপনায় মেতেছে এক কিশোর। তবে এমন দুরন্তপনা বিষাদে রূপ নিতে পারে যেকোনো সময়। সুরমা নদী, সিলেট নগর, ২২ মে। ছবি: আনিস মাহমুদ
৫ / ১৮
সিলেট অঞ্চলের পাহাড়-টিলায় আনারসের ফলন বেশ ভালো হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ট্রাকে করে আনারস আনা হয় নগরের কদমতলী এলাকার ফলের আড়তে। বিক্রি হয় পাইকারি ও খুচরা দরে। প্রতি হালি আনারস আকারভেদে ২০ থেকে ৮০ টাকা করে বিক্রি হয়। কদমতলী এলাকা, সিলেট নগর, ২২ মে। ছবি: আনিস মাহমুদ
সিলেট অঞ্চলের পাহাড়-টিলায় আনারসের ফলন বেশ ভালো হয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ট্রাকে করে আনারস আনা হয় নগরের কদমতলী এলাকার ফলের আড়তে। বিক্রি হয় পাইকারি ও খুচরা দরে। প্রতি হালি আনারস আকারভেদে ২০ থেকে ৮০ টাকা করে বিক্রি হয়। কদমতলী এলাকা, সিলেট নগর, ২২ মে। ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
সারা দিনের রোজা শেষে ইফতার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশেই তাঁর স্ত্রী এমিনি এরদোয়ান। তুরস্কের বাসিন্দা হোসেইন কাহিত সারগিনের বাড়িতে ২২ মে ইফতার করেন তাঁরা। আঙ্কারা, তুরস্ক। ছবি: এএফপি
সারা দিনের রোজা শেষে ইফতার করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশেই তাঁর স্ত্রী এমিনি এরদোয়ান। তুরস্কের বাসিন্দা হোসেইন কাহিত সারগিনের বাড়িতে ২২ মে ইফতার করেন তাঁরা। আঙ্কারা, তুরস্ক। ছবি: এএফপি
৭ / ১৮
রাজধানীর বিভিন্ন এলাকায় খুঁড়ে রাখা সড়কের গর্তে বৃষ্টি পানি জমে থাকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফকিরেরপুল, ঢাকা, ২৩ মে। ছবি : সাইফুল ইসলাম
রাজধানীর বিভিন্ন এলাকায় খুঁড়ে রাখা সড়কের গর্তে বৃষ্টি পানি জমে থাকে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফকিরেরপুল, ঢাকা, ২৩ মে। ছবি : সাইফুল ইসলাম
৮ / ১৮
বছরজুড়েই গামছার চাহিদা থাকে। গরমে চাহিদা বেড়ে যায়। ফেরিওয়ালার কাছ থেকে গামছা কিনছেন একজন। মান ও আকারভেদে প্রতিটি গামছার দাম ৪০ থেকে ১২০ টাকা। শাহজালাল উপশহর, সিলেট, ২৩ মে। ছবি: আনিস মাহমুদ
বছরজুড়েই গামছার চাহিদা থাকে। গরমে চাহিদা বেড়ে যায়। ফেরিওয়ালার কাছ থেকে গামছা কিনছেন একজন। মান ও আকারভেদে প্রতিটি গামছার দাম ৪০ থেকে ১২০ টাকা। শাহজালাল উপশহর, সিলেট, ২৩ মে। ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
বৃষ্টির কারণে রাজধানীর আরামবাগ এলাকার সড়কে জলাবদ্ধতা। ঢাকা, ২৩ মে। ছবি: সাইফুল ইসলাম
বৃষ্টির কারণে রাজধানীর আরামবাগ এলাকার সড়কে জলাবদ্ধতা। ঢাকা, ২৩ মে। ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৮
মাথায় পানি ঢালছে এক কিশোর। প্রখর রোদে ফলের আড়তে কাজ করতে হচ্ছে তাকে। কদমতলী, এলাকা, সিলেট, ২৩ মে। ছবি: আনিস মাহমুদ
মাথায় পানি ঢালছে এক কিশোর। প্রখর রোদে ফলের আড়তে কাজ করতে হচ্ছে তাকে। কদমতলী, এলাকা, সিলেট, ২৩ মে। ছবি: আনিস মাহমুদ
১১ / ১৮
বীরগ্রাম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে  ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় পড়ে আছে দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটি। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ২৩ মে। ছবি: সোয়েল রানা
বীরগ্রাম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নন্দীগ্রামের কুন্দারহাট এলাকায় পড়ে আছে দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটি। কুন্দারহাট, নন্দীগ্রাম, বগুড়া, ২৩ মে। ছবি: সোয়েল রানা
১২ / ১৮
সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে গ্রিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে গ্রিন রোডে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৮
ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডের বেশ কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে র‍্যাবের একটি দল। মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার রাখার অভিযোগে এ সময় কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেন র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম। ধানমন্ডি, ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডের বেশ কয়েকটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে র‍্যাবের একটি দল। মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার রাখার অভিযোগে এ সময় কয়েকটি রেস্তোরাঁকে জরিমানা করেন র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম। ধানমন্ডি, ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৮
বিকেলের দিকে জমে উঠেছে রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজার। পছন্দের ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঢাকা, ২৩ মে। ছবি: আবদুস সালাম
বিকেলের দিকে জমে উঠেছে রাজধানীর কারওয়ান বাজারের ফলের বাজার। পছন্দের ফল কিনতে ভিড় করছেন ক্রেতারা। ঢাকা, ২৩ মে। ছবি: আবদুস সালাম
১৫ / ১৮
দিন শেষে বাড়ি ফিরতে প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে। বাসে তিল ঠাঁই নেই, বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে আছেন ঘরমুখী মানুষ। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
দিন শেষে বাড়ি ফিরতে প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হয় নগরবাসীকে। বাসে তিল ঠাঁই নেই, বাসের অপেক্ষায় সড়কে দাঁড়িয়ে আছেন ঘরমুখী মানুষ। কারওয়ান বাজার, ঢাকা, ২৩ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৮
যানবাহন থামার অপেক্ষা না করে যত্রতত্র সড়কে নেমে পড়েন অনেকে। এই অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা, ঢাকা, ২৩ মে। ছবি: সুমন ইউসুফ
যানবাহন থামার অপেক্ষা না করে যত্রতত্র সড়কে নেমে পড়েন অনেকে। এই অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে। সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকা, ঢাকা, ২৩ মে। ছবি: সুমন ইউসুফ
১৭ / ১৮
দেশি-বিদেশি খেজুরের প্যাকেট সাজিয়ে রেখেছেন দোকানি। রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২৩ মে। ছবি: সৌরভ দাশ
দেশি-বিদেশি খেজুরের প্যাকেট সাজিয়ে রেখেছেন দোকানি। রমজানে খেজুরের চাহিদা বেড়ে যায়। রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ২৩ মে। ছবি: সৌরভ দাশ
১৮ / ১৮
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়ে যায় উড়োজাহাজ। এতে ছয় মার্কিন যাত্রী আহত হয়। টনকনটিন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বাণিজ্যিক এই এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে এসেছিল। তেগুসিগালপা, হন্ডুরাস, ২২ মে, ২০১৮। ছবি: এএফপি
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়ে যায় উড়োজাহাজ। এতে ছয় মার্কিন যাত্রী আহত হয়। টনকনটিন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বাণিজ্যিক এই এয়ারক্রাফট যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে এসেছিল। তেগুসিগালপা, হন্ডুরাস, ২২ মে, ২০১৮। ছবি: এএফপি