এক ঝলক ( ২৪ মে ২০১৮)

১ / ১৮
ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সিভিল সার্জনের বাসভবনের পুকুরে পদ্মফুল। ফরিদপুর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সিভিল সার্জনের বাসভবনের পুকুরে পদ্মফুল। ফরিদপুর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
২ / ১৮
ফরিদপুরের সিভিল সার্জনের বাসভবনের পুকুরে ফুটেছে পদ্মফুল। পদ্মপুকুরটি দেখতে অনেকেই আসেন এ বাড়িতে। ঝিলটুলী, ফরিদপুর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
ফরিদপুরের সিভিল সার্জনের বাসভবনের পুকুরে ফুটেছে পদ্মফুল। পদ্মপুকুরটি দেখতে অনেকেই আসেন এ বাড়িতে। ঝিলটুলী, ফরিদপুর, ২৪ মে। ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
বার্ষিক নাচের উৎসবে ঐতিহ্যবাহী সাজে জাপানি নারীরা। শিনবাশি এনবুজো থিয়েটার, টোকিও, জাপান, ২৩ মে। ছবি: রয়টার্স
বার্ষিক নাচের উৎসবে ঐতিহ্যবাহী সাজে জাপানি নারীরা। শিনবাশি এনবুজো থিয়েটার, টোকিও, জাপান, ২৩ মে। ছবি: রয়টার্স
৪ / ১৮
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল কিনে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। কাপ্তাই হ্রদ, হাজারিবাঁক এলাকা, রাঙামাটি, ২৪ মে। ছবি: সুপ্রিয় চাকমা
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল কিনে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। কাপ্তাই হ্রদ, হাজারিবাঁক এলাকা, রাঙামাটি, ২৪ মে। ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৮
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে দুই কিশোরী। প্রতাপগঞ্জ বাজার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৪ মে। ছবি: মনিরুল ইসলাম
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছে দুই কিশোরী। প্রতাপগঞ্জ বাজার, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ২৪ মে। ছবি: মনিরুল ইসলাম
৬ / ১৮
রোজার মাসে দল বেধে পবিত্র কোরআন পাঠ করছে আর-রাউধাতুল হাসানা পেসানত্রেনের শিক্ষার্থীরা। মেদান, ইন্দোনেশিয়া, ২৩ মে, ২০১৮। ছবি: রয়টার্স
রোজার মাসে দল বেধে পবিত্র কোরআন পাঠ করছে আর-রাউধাতুল হাসানা পেসানত্রেনের শিক্ষার্থীরা। মেদান, ইন্দোনেশিয়া, ২৩ মে, ২০১৮। ছবি: রয়টার্স
৭ / ১৮
দুর্নীতি দমন কমিশনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। পুত্রজায়া, মালয়েশিয়া, ২৪ মে। ছবি: রয়টার্স
দুর্নীতি দমন কমিশনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। পুত্রজায়া, মালয়েশিয়া, ২৪ মে। ছবি: রয়টার্স
৮ / ১৮
গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বেইজিং, চীন, ২৪ মে। ছবি: রয়টার্স
গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং ও জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বেইজিং, চীন, ২৪ মে। ছবি: রয়টার্স
৯ / ১৮
ইতালির উত্তরাঞ্চলীয় পিদমন্তা এলাকায় ২৩ মে আঞ্চলিক ট্রেন ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। লরিটি লেভেল ক্রসিং ভেঙে রেললাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ভারী ওই লরির সঙ্গে সংঘর্ষে ট্রেনের পাঁচটি বড়ি দুমড়ে-মুচড়ে যায়। তুরিন, ইতালি, ২৪ মে, ২০১৮। ছবি: রয়টার্স
ইতালির উত্তরাঞ্চলীয় পিদমন্তা এলাকায় ২৩ মে আঞ্চলিক ট্রেন ও লরির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। লরিটি লেভেল ক্রসিং ভেঙে রেললাইনে উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ভারী ওই লরির সঙ্গে সংঘর্ষে ট্রেনের পাঁচটি বড়ি দুমড়ে-মুচড়ে যায়। তুরিন, ইতালি, ২৪ মে, ২০১৮। ছবি: রয়টার্স
১০ / ১৮
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বিভিন্ন এলাকায় হেঁটে বিভিন্ন দলের পতাকা বিক্রি করছে একজন। পতাকা নিয়ে হাসিঠাট্টায় কয়েকজন ফুটবলপ্রেমী। কারওয়ান বাজার, ঢাকা, ২৪ মে। ছবি: মানসুরা হোসাইন
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বিভিন্ন এলাকায় হেঁটে বিভিন্ন দলের পতাকা বিক্রি করছে একজন। পতাকা নিয়ে হাসিঠাট্টায় কয়েকজন ফুটবলপ্রেমী। কারওয়ান বাজার, ঢাকা, ২৪ মে। ছবি: মানসুরা হোসাইন
১১ / ১৮
আম পেকেছে। পাকা আম দুলছে বাতাসে। নাজিরশংকরপুর এলাকা, যশোর, ২৪ মে। ছবি: এহসান-উদ-দৌলা
আম পেকেছে। পাকা আম দুলছে বাতাসে। নাজিরশংকরপুর এলাকা, যশোর, ২৪ মে। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১৮
ইফতারে অনেকেরই হালিম না হলেই নয়। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতাদের জন্য বাটিতে হালিম ভরছেন বিক্রেতা। দামপাড়া এলাকা, চট্টগ্রাম, ২৪ মে। ছবি: সৌরভ দাশ
ইফতারে অনেকেরই হালিম না হলেই নয়। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতাদের জন্য বাটিতে হালিম ভরছেন বিক্রেতা। দামপাড়া এলাকা, চট্টগ্রাম, ২৪ মে। ছবি: সৌরভ দাশ
১৩ / ১৮
মৌসুমের প্রথম কাঁঠাল এসেছে যশোর থেকে। এখান থেকেই এগুলো খুলনার বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। কাঁঠাল পছন্দ করছেন ক্রেতারা। ফেরিঘাট মোড়, খুলনা, ২৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
মৌসুমের প্রথম কাঁঠাল এসেছে যশোর থেকে। এখান থেকেই এগুলো খুলনার বিভিন্ন বাজারে পৌঁছে যাবে। কাঁঠাল পছন্দ করছেন ক্রেতারা। ফেরিঘাট মোড়, খুলনা, ২৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৮
পাবনার এই জিলাপি কালুর জিলাপি হিসেবে পরিচিত। রস থেকে মুচমুচে জিলাপি তুলছেন বাবুল আখতার কালু। ৫০ বছর ধরে তিনি জিলাপি তৈরি করছেন। বাংলাদেশ ঈদগাহ, শালগাড়িয়া, পাবনা, ২৪ মে। ছবি: হাসান মাহমুদ
পাবনার এই জিলাপি কালুর জিলাপি হিসেবে পরিচিত। রস থেকে মুচমুচে জিলাপি তুলছেন বাবুল আখতার কালু। ৫০ বছর ধরে তিনি জিলাপি তৈরি করছেন। বাংলাদেশ ঈদগাহ, শালগাড়িয়া, পাবনা, ২৪ মে। ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৮
কেরানীগঞ্জের রুহিদপুরে তাঁতে তৈরি হচ্ছে লুঙ্গি। লুঙ্গি তৈরি করে এই এলাকায় অনেকেই জীবিকা নির্বাহ করেন। কেরানীগঞ্জ, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জিয়া ইসলাম
কেরানীগঞ্জের রুহিদপুরে তাঁতে তৈরি হচ্ছে লুঙ্গি। লুঙ্গি তৈরি করে এই এলাকায় অনেকেই জীবিকা নির্বাহ করেন। কেরানীগঞ্জ, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: জিয়া ইসলাম
১৬ / ১৮
বাজারে আসতে শুরু করেছে লিচু৷ তবে দাম অনেক চড়া। ক্রেতার হাতের নাগালে আসতে আরও কিছুদিন সময় লাগবে। কমলাপুর, ঢাকা, ২৪ মে। ছবি: সুমন ইউসুফ
বাজারে আসতে শুরু করেছে লিচু৷ তবে দাম অনেক চড়া। ক্রেতার হাতের নাগালে আসতে আরও কিছুদিন সময় লাগবে। কমলাপুর, ঢাকা, ২৪ মে। ছবি: সুমন ইউসুফ
১৭ / ১৮
ঢাকার কামরাঙ্গীরচর চরের সেমাই কারখানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় কারখানাকে জরিমানা করা হয়। খালপাড় এলাকা, কামরাঙ্গীরচর চর, ঢাকা, ২৪ মে। ছবি: দীপু মালাকার
ঢাকার কামরাঙ্গীরচর চরের সেমাই কারখানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করায় কারখানাকে জরিমানা করা হয়। খালপাড় এলাকা, কামরাঙ্গীরচর চর, ঢাকা, ২৪ মে। ছবি: দীপু মালাকার
১৮ / ১৮
অসতর্ক বাসের সহযোগী। যেকোনো সময় অন্য বাসের ধাক্কা বা চাপে ঘটতে পারে দুর্ঘটনা। বাংলামোটর এলাকা, ঢাকা, ২৪ মে। ছবি: দীপু মালাকার
অসতর্ক বাসের সহযোগী। যেকোনো সময় অন্য বাসের ধাক্কা বা চাপে ঘটতে পারে দুর্ঘটনা। বাংলামোটর এলাকা, ঢাকা, ২৪ মে। ছবি: দীপু মালাকার