এক ঝলক (১৯ জুন ২০১৮)

১ / ১২
পশ্চিম আকাশে আবির ছড়িয়ে ডুবে যাচ্ছে সূর্য। ট্রাফিক মোড়, পাবনা, ১৮ জুন। ছবি: হাসান মাহমুদ
পশ্চিম আকাশে আবির ছড়িয়ে ডুবে যাচ্ছে সূর্য। ট্রাফিক মোড়, পাবনা, ১৮ জুন। ছবি: হাসান মাহমুদ
২ / ১২
মধু খেতে ফুলে ফুলে উড়ছে রঙিন প্রজাপতি। কামিলাছড়ির রাইন্নে টুগুন রিসোর্ট, রাঙামাটি, ১৮ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
মধু খেতে ফুলে ফুলে উড়ছে রঙিন প্রজাপতি। কামিলাছড়ির রাইন্নে টুগুন রিসোর্ট, রাঙামাটি, ১৮ জুন। ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
ঈদের ছুটি শেষ তারপরও রাজধানী থেকে কাটেনি ঈদের আমেজ। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানবাহন কম। যাত্রাবাড়ী, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
ঈদের ছুটি শেষ তারপরও রাজধানী থেকে কাটেনি ঈদের আমেজ। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে যানবাহন কম। যাত্রাবাড়ী, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
৪ / ১২
বৃষ্টিতে ছাতা মাথায় মাঝিরা। সদরঘাট, ঢাকা, ১৯ জুন। ছবি: দীপু মালাকার
বৃষ্টিতে ছাতা মাথায় মাঝিরা। সদরঘাট, ঢাকা, ১৯ জুন। ছবি: দীপু মালাকার
৫ / ১২
ঈদ উদ্‌যাপন শেষে ঢাকামুখী মানুষ। কমলাপুর স্টেশন, ১৯ জুন। ছবি: দীপু মালাকার
ঈদ উদ্‌যাপন শেষে ঢাকামুখী মানুষ। কমলাপুর স্টেশন, ১৯ জুন। ছবি: দীপু মালাকার
৬ / ১২
মাদারীপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের উল্টে যাওয়ার ঘটনায় ঘটনাস্থলে চালক নিহত হন। আহন অন্তত ১০ জন। পান্তাপাড়া, মাদারীপুর। ছবি: অজয় কুন্ডু
মাদারীপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের উল্টে যাওয়ার ঘটনায় ঘটনাস্থলে চালক নিহত হন। আহন অন্তত ১০ জন। পান্তাপাড়া, মাদারীপুর। ছবি: অজয় কুন্ডু
৭ / ১২
সড়কের ধারে ফুটেছে বাহারি বুনো ফুল। পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান
সড়কের ধারে ফুটেছে বাহারি বুনো ফুল। পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ জুন। ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ১২
তুওজিয়াং নদীতে হুড়োহুড়ি করে হাঁস পাকড়াও। ড্রাগন নৌকা প্রতিযোগিতা চলছে ফেংহুয়াংয়ে। সেখানেই এমন মজা। হুনান, চীন, ১৮ জুন। ছবি: রয়টার্স
তুওজিয়াং নদীতে হুড়োহুড়ি করে হাঁস পাকড়াও। ড্রাগন নৌকা প্রতিযোগিতা চলছে ফেংহুয়াংয়ে। সেখানেই এমন মজা। হুনান, চীন, ১৮ জুন। ছবি: রয়টার্স
৯ / ১২
সড়ক বিভাজকের ফাঁক দিয়ে সন্তানদের নিয়ে সড়ক পার হচ্ছেন এক বাবা। এভাবে সড়ক পার হওয়া ঝুঁকিপূর্ণ জেনেও অনেকেই কাছের পদচারী সেতুটি ব্যবহার করেন না। বাসাবো বাসস্ট্যান্ড, সবুজবাগ, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
সড়ক বিভাজকের ফাঁক দিয়ে সন্তানদের নিয়ে সড়ক পার হচ্ছেন এক বাবা। এভাবে সড়ক পার হওয়া ঝুঁকিপূর্ণ জেনেও অনেকেই কাছের পদচারী সেতুটি ব্যবহার করেন না। বাসাবো বাসস্ট্যান্ড, সবুজবাগ, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
১০ / ১২
রাজধানীর জুরাইন এলাকার রেললাইনের দুপাশে বাজার। বাজারের মধ্য দিয়ে ধেয়ে আসছে ট্রেন। জুরাইন রেলগেট, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
রাজধানীর জুরাইন এলাকার রেললাইনের দুপাশে বাজার। বাজারের মধ্য দিয়ে ধেয়ে আসছে ট্রেন। জুরাইন রেলগেট, ঢাকা, ১৯ জুন। ছবি: আবদুস সালাম
১১ / ১২
ঈদের ছুটি শেষ হলেও এখনো খোলেনি বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের জুয়েলারি দোকানে। ঢাকা, ১৯ মে। ছবি: আবদুস সালাম
ঈদের ছুটি শেষ হলেও এখনো খোলেনি বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের জুয়েলারি দোকানে। ঢাকা, ১৯ মে। ছবি: আবদুস সালাম
১২ / ১২
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভিক্টোরিয়া পার্ক মোড়, ঢাকা, ১৯ জুন। ছবি: দীপু মালাকার
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ভিক্টোরিয়া পার্ক মোড়, ঢাকা, ১৯ জুন। ছবি: দীপু মালাকার