এক ঝলক (২২ জুন ২০১৮)

১ / ১৮
মাটির পাত্র দিয়ে তৈরি বাসার ভেতরে পড়ন্তবেলায় বসে আছে এক কবুতর। আরেকটি বসে আছে বাইরে। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২১ জুন। ছবি: সোয়েল রানা
মাটির পাত্র দিয়ে তৈরি বাসার ভেতরে পড়ন্তবেলায় বসে আছে এক কবুতর। আরেকটি বসে আছে বাইরে। আড়িয়া পালপাড়া, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২১ জুন। ছবি: সোয়েল রানা
২ / ১৮
ক্যাকটাস গাছে ফুল ফুটেছে। সেই ফুলে এসে বসেছে ফড়িং। খড়কি এলাকা, যশোর শহর, ২১ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
ক্যাকটাস গাছে ফুল ফুটেছে। সেই ফুলে এসে বসেছে ফড়িং। খড়কি এলাকা, যশোর শহর, ২১ জুন। ছবি: এহসান-উদ-দৌলা
৩ / ১৮
অ্যারাবিকা কফির বীজ শুকাতে দিয়েছেন কর্মীরা। বৃষ্টি থেকে বাঁচাতে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। পানগালেনগান, পশ্চিম জাভা, ইন্দোনেশিয়া। ৮ মে তোলা ছবিটি প্রকাশিত হয়েছে ২২ জুন। ছবি: রয়টার্স
অ্যারাবিকা কফির বীজ শুকাতে দিয়েছেন কর্মীরা। বৃষ্টি থেকে বাঁচাতে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। পানগালেনগান, পশ্চিম জাভা, ইন্দোনেশিয়া। ৮ মে তোলা ছবিটি প্রকাশিত হয়েছে ২২ জুন। ছবি: রয়টার্স
৪ / ১৮
গোমতী নদীতে জাল ফেলছেন এক শৌখিন মাছশিকারি। জগন্নাথপুর গ্রাম, জগন্নাথপুর ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ জুন। ছবি: এমদাদুল হক
গোমতী নদীতে জাল ফেলছেন এক শৌখিন মাছশিকারি। জগন্নাথপুর গ্রাম, জগন্নাথপুর ইউনিয়ন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ২১ জুন। ছবি: এমদাদুল হক
৫ / ১৮
¯নীল আকাশে মেঘের ছটা। বুড়িগঙ্গা, ফরিদাবাদ, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
¯নীল আকাশে মেঘের ছটা। বুড়িগঙ্গা, ফরিদাবাদ, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
৬ / ১৮
ষাঁড়ের লড়াইয়ে কুইম্ব্রা দলের কসরত। লিসবন, পর্তুগাল, ২১ জুন। ছবি: রয়টার্স
ষাঁড়ের লড়াইয়ে কুইম্ব্রা দলের কসরত। লিসবন, পর্তুগাল, ২১ জুন। ছবি: রয়টার্স
৭ / ১৮
প্রচণ্ড রোদ আর গরমে জনজীবন অতিষ্ঠ। দুপুরে গরম থেকে প্রশান্তি পেতে পাইপের পানি দিয়ে মাথায় ভিজিয়ে নিচ্ছে এক কিশোর। রেলওয়ে স্টেশন এলাকা, কুমিল্লা নগর, ২১ জুন। ছবি: এমদাদুল হক
প্রচণ্ড রোদ আর গরমে জনজীবন অতিষ্ঠ। দুপুরে গরম থেকে প্রশান্তি পেতে পাইপের পানি দিয়ে মাথায় ভিজিয়ে নিচ্ছে এক কিশোর। রেলওয়ে স্টেশন এলাকা, কুমিল্লা নগর, ২১ জুন। ছবি: এমদাদুল হক
৮ / ১৮
চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন। এ সময় যোগ ব্যায়ামে প্রশিক্ষণ নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাইফেল ক্লাব, চট্টগ্রাম নগর, ২২ জুন। ছবি: জুয়েল শীল
চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করে চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশন। এ সময় যোগ ব্যায়ামে প্রশিক্ষণ নেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাইফেল ক্লাব, চট্টগ্রাম নগর, ২২ জুন। ছবি: জুয়েল শীল
৯ / ১৮
সংগীত দিবস উপলক্ষে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁ শুভেচ্ছা জানান দেশটির জনগণকে। এলিজি প্রাসাদের চত্বরে এমন হাস্যোজ্জ্বল দেখায় তাঁকে। প্যারিস, ফ্রান্স, ২১ জুন। ছবি: রয়টার্স
সংগীত দিবস উপলক্ষে ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁ শুভেচ্ছা জানান দেশটির জনগণকে। এলিজি প্রাসাদের চত্বরে এমন হাস্যোজ্জ্বল দেখায় তাঁকে। প্যারিস, ফ্রান্স, ২১ জুন। ছবি: রয়টার্স
১০ / ১৮
যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের জ্যাকেটের পেছনে লেখা ‘আই ডোন্ট কেয়ার। ডু ইউ?’ টেক্সাস থেকে ওয়াশিংটনে এই জ্যাকেট পরেই পৌঁছান তিনি। জয়েন্ট বেস অ্যান্ড্রুস, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ২১ জুন। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের জ্যাকেটের পেছনে লেখা ‘আই ডোন্ট কেয়ার। ডু ইউ?’ টেক্সাস থেকে ওয়াশিংটনে এই জ্যাকেট পরেই পৌঁছান তিনি। জয়েন্ট বেস অ্যান্ড্রুস, মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ২১ জুন। ছবি: রয়টার্স
১১ / ১৮
ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির দিরা প্রদেশে তাঁবুর ভেতরে ঘুমিয়ে আছে গৃহহারা শিশুটি। কুনেইত্রা, সিরিয়া, ২১ জুন। ছবি: রয়টার্স
ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির দিরা প্রদেশে তাঁবুর ভেতরে ঘুমিয়ে আছে গৃহহারা শিশুটি। কুনেইত্রা, সিরিয়া, ২১ জুন। ছবি: রয়টার্স
১২ / ১৮
আমাদের বুড়িগঙ্গা! ময়লা-আবর্জনার সঙ্গে কচুরিপানা একাকার। এরই মধ্যে জীবিকার জন্য প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন কেউ কেউ। ফরিদাবাদ বেড়িবাঁধ, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
আমাদের বুড়িগঙ্গা! ময়লা-আবর্জনার সঙ্গে কচুরিপানা একাকার। এরই মধ্যে জীবিকার জন্য প্লাস্টিকের বোতল কুড়াচ্ছেন কেউ কেউ। ফরিদাবাদ বেড়িবাঁধ, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
১৩ / ১৮
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
১৪ / ১৮
পুরান ঢাকায় সড়কের ওপর ব্রাজিলের পতাকা টাঙিয়েছে দলটির সমর্থকেরা। শ্যাম প্রসাদ রায় লেন, ২২ জুন। ছবি: দীপু মালাকার
পুরান ঢাকায় সড়কের ওপর ব্রাজিলের পতাকা টাঙিয়েছে দলটির সমর্থকেরা। শ্যাম প্রসাদ রায় লেন, ২২ জুন। ছবি: দীপু মালাকার
১৫ / ১৮
শহরের রাস্তায় মোরগ লড়াইয়ের আয়োজন। দয়াগঞ্জ, ঢাকা, ২২ জুন।  ছবি: দীপু মালাকার
শহরের রাস্তায় মোরগ লড়াইয়ের আয়োজন। দয়াগঞ্জ, ঢাকা, ২২ জুন। ছবি: দীপু মালাকার
১৬ / ১৮
আন্তনগর ট্রেন মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছার আগে দেওয়ানহাট ওভারব্রিজের নিচে পোস্তার পাড় এলাকায় এসে গতি কমিয়ে দেয়। এ সময় ঝুঁকি নিয়ে নেমে পড়ে অনেক যাত্রী। ট্রেনে ছিল যাত্রীর ব্যাপক ভিড়। চট্টগ্রাম, ২২ জুন। ছবি: জুয়েল শীল
আন্তনগর ট্রেন মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশনে পৌঁছার আগে দেওয়ানহাট ওভারব্রিজের নিচে পোস্তার পাড় এলাকায় এসে গতি কমিয়ে দেয়। এ সময় ঝুঁকি নিয়ে নেমে পড়ে অনেক যাত্রী। ট্রেনে ছিল যাত্রীর ব্যাপক ভিড়। চট্টগ্রাম, ২২ জুন। ছবি: জুয়েল শীল
১৭ / ১৮
ঈদ শেষে দক্ষিণাঞ্চল থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট হয়ে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠে কেউ কেউ। মানুষের ঢলের কারণে অনেক যাত্রীবাহী পরিবহন ফেরিতে তোলা সম্ভব হয়নি। শিবচর, মাদারীপুর, ২২ জুন। ছবি: আলীমুজ্জামান
ঈদ শেষে দক্ষিণাঞ্চল থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট হয়ে কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠে কেউ কেউ। মানুষের ঢলের কারণে অনেক যাত্রীবাহী পরিবহন ফেরিতে তোলা সম্ভব হয়নি। শিবচর, মাদারীপুর, ২২ জুন। ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৮
কাহালু উপজেলা সড়কের শীতলাই গ্রাম এলাকায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকটির মালিক শহিদুল ইসলাম জানান, ট্রাকটি কাহালু খাদ্যগুদামের ১৫ টন চাল নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল। শীতলাই গ্রাম, কাহালু উপজেলার, বগুড়া, ২২ জুন। ছবি: সোয়েল রানা
কাহালু উপজেলা সড়কের শীতলাই গ্রাম এলাকায় চালবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকটির মালিক শহিদুল ইসলাম জানান, ট্রাকটি কাহালু খাদ্যগুদামের ১৫ টন চাল নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিল। শীতলাই গ্রাম, কাহালু উপজেলার, বগুড়া, ২২ জুন। ছবি: সোয়েল রানা