এক ঝলক (১৪ জুলাই ২০১৮)

১ / ১১
আজ শনিবার পাবনা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বছরে দুবার ছয় থেকে পাঁচ মাস বয়সীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। পাবনা সদর হাসপাতাল, পাবনা, ১৪ জুলাই। ছবি: হাসান মাহমুদ
আজ শনিবার পাবনা সদর হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বছরে দুবার ছয় থেকে পাঁচ মাস বয়সীদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। পাবনা সদর হাসপাতাল, পাবনা, ১৪ জুলাই। ছবি: হাসান মাহমুদ
২ / ১১
এই ব্যক্তির আজব সাজ আকৃষ্ট করেছে শিশুটিকে। পামপ্লোনা, স্পেন, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
এই ব্যক্তির আজব সাজ আকৃষ্ট করেছে শিশুটিকে। পামপ্লোনা, স্পেন, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
৩ / ১১
লেভেন্ডার ফুলের বাগানে সেলফি তুলছেন চীনের এক পর্যটক। ভ্যালেনসোল, ফ্রান্স, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
লেভেন্ডার ফুলের বাগানে সেলফি তুলছেন চীনের এক পর্যটক। ভ্যালেনসোল, ফ্রান্স, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
৪ / ১১
সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খাল। পেয়ারা ও কৃষিপণ্যে ভাসমান হাটের জন্য আটঘর খালের পরিচিতি রয়েছে। বর্ষা মৌসুমে আটঘর খালের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাসমান হাট জমজমাট হয়ে ওঠে। এ খালে সপ্তাহের প্রতি শুক্রবার বসে ডিঙি নৌকার হাট। নেছারাবাদ, পিরোজপুর, ১৩ জুলাই। ছবি: এ কে এম ফয়সাল
সন্ধ্যা নদীর শাখা আটঘর কুড়িয়ানা খাল। পেয়ারা ও কৃষিপণ্যে ভাসমান হাটের জন্য আটঘর খালের পরিচিতি রয়েছে। বর্ষা মৌসুমে আটঘর খালের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাসমান হাট জমজমাট হয়ে ওঠে। এ খালে সপ্তাহের প্রতি শুক্রবার বসে ডিঙি নৌকার হাট। নেছারাবাদ, পিরোজপুর, ১৩ জুলাই। ছবি: এ কে এম ফয়সাল
৫ / ১১
৫০ হাজারের বেশি পলিস্টাইরিনের বল দিয়ে বানানো হয়েছে এই শিল্পকর্ম। ‘অ্যাটমিক: ফুল অব লাভ ফুল অব ওয়ান্ডার’ নামের এই শিল্পকর্মের শিল্পী অস্ট্রেলিয়ার নাইকি সাভাস। নিউ সাউথ ওয়েলস আর্ট গ্যালারি, সিডনি, অস্ট্রেলিয়া, ১২ জুলাই। ছবি: রয়টার্স
৫০ হাজারের বেশি পলিস্টাইরিনের বল দিয়ে বানানো হয়েছে এই শিল্পকর্ম। ‘অ্যাটমিক: ফুল অব লাভ ফুল অব ওয়ান্ডার’ নামের এই শিল্পকর্মের শিল্পী অস্ট্রেলিয়ার নাইকি সাভাস। নিউ সাউথ ওয়েলস আর্ট গ্যালারি, সিডনি, অস্ট্রেলিয়া, ১২ জুলাই। ছবি: রয়টার্স
৬ / ১১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সফরের প্রতিবাদে বিক্ষোভ। লন্ডন, ব্রিটেন, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সফরের প্রতিবাদে বিক্ষোভ। লন্ডন, ব্রিটেন, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
৭ / ১১
ষোড়শ শতকে নির্মিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকার্সের উদ্যানে যৌথ সংবাদ সম্মেলনে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ১৩ জুলাই। ছবি: রয়টার্স
ষোড়শ শতকে নির্মিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন চেকার্সের উদ্যানে যৌথ সংবাদ সম্মেলনে যাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ১৩ জুলাই। ছবি: রয়টার্স
৮ / ১১
লাইনচ্যুত হয়ে পড়ে যাওয়া এক ট্রেনের বগির পাশে উদ্ধারকর্মী। আল-বাদরাসিন, গিজা প্রদেশ, মিসর, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
লাইনচ্যুত হয়ে পড়ে যাওয়া এক ট্রেনের বগির পাশে উদ্ধারকর্মী। আল-বাদরাসিন, গিজা প্রদেশ, মিসর, ১৩ জুলাই। ছবি: রয়টার্স
৯ / ১১
সবুজ পাহাড়ে ফুটেছে সাদা রঙের ফুল। জামতলী এলাকা, পানখাইয়াপাড়া সড়ক, খাগড়াছড়ি, ১৪ জুলাই। ছবি: নীরব চৌধুরী
সবুজ পাহাড়ে ফুটেছে সাদা রঙের ফুল। জামতলী এলাকা, পানখাইয়াপাড়া সড়ক, খাগড়াছড়ি, ১৪ জুলাই। ছবি: নীরব চৌধুরী
১০ / ১১
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে রাজধানীতে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় রাধা-কৃষ্ণ সাজে দুই ভক্ত। দিলকুশা রোড, ঢাকা, ১৪ জুলাই। ছবি: দীপু মালাকার
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে রাজধানীতে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় রাধা-কৃষ্ণ সাজে দুই ভক্ত। দিলকুশা রোড, ঢাকা, ১৪ জুলাই। ছবি: দীপু মালাকার
১১ / ১১
ফুটপাতে গাছের ছায়ায় এক হকারের বিশ্রাম। তীব্র দাবদাহে বেচাকেনা শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন। হাতিরঝিল, ঢাকা৷ ছবি: সুমন ইউসুফ
ফুটপাতে গাছের ছায়ায় এক হকারের বিশ্রাম। তীব্র দাবদাহে বেচাকেনা শেষে তিনি ক্লান্ত হয়ে পড়েন। হাতিরঝিল, ঢাকা৷ ছবি: সুমন ইউসুফ