এক ঝলক (১৭ জুলাই ২০১৮)

১ / ১৫
২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি হচ্ছে মেট্রোরেলের প্রতিকৃতি। সার্ক ফোয়ারা এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: আবদুস সালাম
২১ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি হচ্ছে মেট্রোরেলের প্রতিকৃতি। সার্ক ফোয়ারা এলাকা, কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: আবদুস সালাম
২ / ১৫
একই ডালে ফুটেছে হলুদ ও মিষ্টি রঙের সন্ধ্যা মালতী ফুল। এ দৃশ্য সহজে দেখা যায় না। গ্রিন রোড, ঢাকা, ১৭ জুলাই। ছবি: মোছাব্বের হোসেন
একই ডালে ফুটেছে হলুদ ও মিষ্টি রঙের সন্ধ্যা মালতী ফুল। এ দৃশ্য সহজে দেখা যায় না। গ্রিন রোড, ঢাকা, ১৭ জুলাই। ছবি: মোছাব্বের হোসেন
৩ / ১৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ প্রোগ্রামকে বিভাগ হিসেবে ঘোষণা করায় আনন্দ র‍্যালি। ঢাকা, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানিজ স্টাডিজ প্রোগ্রামকে বিভাগ হিসেবে ঘোষণা করায় আনন্দ র‍্যালি। ঢাকা, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
৪ / ১৫
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাঁসা-পিতলের আসবাবের ব্যবহার। পুরান ঢাকায় হাতে গোনা কয়েকটি দোকান আছে, যারা এখনো কাঁসা-পিতলের তৈজসপত্র বিক্রি করে আসছে। কাঁসা প্রতি কেজি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০ টাকা এবং পিতল ৫০০ থেকে ২০০০ হাজার টাকায় পাওয়া যায়। বাংলা বাজার, ১৬ জুলাই। ছবি: দীপু মালাকার
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে কাঁসা-পিতলের আসবাবের ব্যবহার। পুরান ঢাকায় হাতে গোনা কয়েকটি দোকান আছে, যারা এখনো কাঁসা-পিতলের তৈজসপত্র বিক্রি করে আসছে। কাঁসা প্রতি কেজি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৪০০ টাকা এবং পিতল ৫০০ থেকে ২০০০ হাজার টাকায় পাওয়া যায়। বাংলা বাজার, ১৬ জুলাই। ছবি: দীপু মালাকার
৫ / ১৫
বিশ্বকাপ ট্রফি হাতে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। পাশে গর্বিত কোচ দিদিয়ের দেশম। তাঁদের বরণ করে নিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আগে ছবিটি তোলা। এলিসি প্যালেস, প্যারিস, ফ্রান্স, ১৬ জুলাই । ছবি: রয়টার্স
বিশ্বকাপ ট্রফি হাতে ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস। পাশে গর্বিত কোচ দিদিয়ের দেশম। তাঁদের বরণ করে নিতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের আগে ছবিটি তোলা। এলিসি প্যালেস, প্যারিস, ফ্রান্স, ১৬ জুলাই । ছবি: রয়টার্স
৬ / ১৫
লঘুচাপের কারণে আজ সকাল থেকেই ঢাকার আকাশ গোমড়া। পাশাপাশি ঝরছে বৃষ্টি। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: শাহিন মাহফুজ
লঘুচাপের কারণে আজ সকাল থেকেই ঢাকার আকাশ গোমড়া। পাশাপাশি ঝরছে বৃষ্টি। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: শাহিন মাহফুজ
৭ / ১৫
সবুজ ধান খেত থেকে ফেলে উড়ে যাচ্ছ দুটি বক। মাটিডালির করতোয়া নগর এলাকা, সদর উপজেলা, বগুড়া, ১৬ জুলাই। ছবি: সোয়েল রানা
সবুজ ধান খেত থেকে ফেলে উড়ে যাচ্ছ দুটি বক। মাটিডালির করতোয়া নগর এলাকা, সদর উপজেলা, বগুড়া, ১৬ জুলাই। ছবি: সোয়েল রানা
৮ / ১৫
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির চুংজিন ব্যাগ কারখানা পরিদর্শনে যান। সেখানে একটি ব্যাগ তুলে তা পরখ করে দেখেন। ছবিটি ঠিক কবের তা জানা যায়নি। আজ ১৭ জুলাই কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ছবিটি প্রকাশ করে। পিয়ংইয়ং। ছবি: রয়টার্স
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির চুংজিন ব্যাগ কারখানা পরিদর্শনে যান। সেখানে একটি ব্যাগ তুলে তা পরখ করে দেখেন। ছবিটি ঠিক কবের তা জানা যায়নি। আজ ১৭ জুলাই কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ছবিটি প্রকাশ করে। পিয়ংইয়ং। ছবি: রয়টার্স
৯ / ১৫
বলটি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোলে। এটি তাঁর দিকে ছুড়ে দিয়েছেন তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্প। হেলসিঙ্কিতে গতকাল ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। পরে দুজনেই যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন।  সেখানেই তিনি এ কাণ্ড ঘটান। হেলসিঙ্কি, ফিনল্যান্ড, ১৬ জুলাই। ছবি: রয়টার্স
বলটি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোলে। এটি তাঁর দিকে ছুড়ে দিয়েছেন তাঁর স্বামী ডোনাল্ড ট্রাম্প। হেলসিঙ্কিতে গতকাল ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠক করেন। পরে দুজনেই যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন। সেখানেই তিনি এ কাণ্ড ঘটান। হেলসিঙ্কি, ফিনল্যান্ড, ১৬ জুলাই। ছবি: রয়টার্স
১০ / ১৫
ওরাংচন পাওয়ার স্টেশন পরিদর্শনে গিয়ে হাস্যোজ্জ্বল কিম জং উন।  উত্তর কোরিয়ার নেতার এই ছবিটি আজ ১৭ জুলাই কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ছবিটি প্রকাশ করে। পিয়ংইয়ং। ছবি: রয়টার্স
ওরাংচন পাওয়ার স্টেশন পরিদর্শনে গিয়ে হাস্যোজ্জ্বল কিম জং উন। উত্তর কোরিয়ার নেতার এই ছবিটি আজ ১৭ জুলাই কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি ছবিটি প্রকাশ করে। পিয়ংইয়ং। ছবি: রয়টার্স
১১ / ১৫
রাজধানীর কারওয়ান বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের কিছু অংশ দীর্ঘদিন ধরে ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। যানবাহন ও পথচারী চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আশরাফুল আলম
রাজধানীর কারওয়ান বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কের কিছু অংশ দীর্ঘদিন ধরে ভেঙে খানাখন্দ সৃষ্টি হয়েছে। যানবাহন ও পথচারী চলাচলে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আশরাফুল আলম
১২ / ১৫
রাজধানীর কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতে ঝুলে আছে বৈদ্যুতিক তার। পথচারীদের জন্য যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। মায়াকানন, সবুজবাগ, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
রাজধানীর কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতে ঝুলে আছে বৈদ্যুতিক তার। পথচারীদের জন্য যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। মায়াকানন, সবুজবাগ, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
১৩ / ১৫
কমলাপুর পদচারী-সেতুর ওপরে চলাচলের রাস্তা দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। হাঁটার রাস্তা সরু হয়ে ভোগান্তিতে পথচারীরা। সবুজবাগ, ঢাকা, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
কমলাপুর পদচারী-সেতুর ওপরে চলাচলের রাস্তা দখল করে চলছে হকারদের রমরমা ব্যবসা। হাঁটার রাস্তা সরু হয়ে ভোগান্তিতে পথচারীরা। সবুজবাগ, ঢাকা, ১৭ জুলাই। ছবি: দীপু মালাকার
১৪ / ১৫
সড়কে পানি জমে থাকে। বাস থেকে ফুটপাতে নামতে লাফ দিতে হচ্ছে যাত্রীদের। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: আবদুস সালাম
সড়কে পানি জমে থাকে। বাস থেকে ফুটপাতে নামতে লাফ দিতে হচ্ছে যাত্রীদের। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ জুলাই। ছবি: আবদুস সালাম
১৫ / ১৫
রাজধানীর রমনা পার্কে ঝড়ে হেলে পড়া শতবর্ষী কৃষ্ণচূড়াগাছটি কেটে ফেলা হয়েছে৷ রমনা পার্ক, ঢাকা, ১৭ জুলাই৷ ছবি: সুমন ইউসুফ
রাজধানীর রমনা পার্কে ঝড়ে হেলে পড়া শতবর্ষী কৃষ্ণচূড়াগাছটি কেটে ফেলা হয়েছে৷ রমনা পার্ক, ঢাকা, ১৭ জুলাই৷ ছবি: সুমন ইউসুফ