গানের কথার হালনাগাদ সংস্করণ

সফটওয়্যার কিংবা অ্যাপগুলো কিছুদিন পরপরই আপডেট হয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে জনপ্রিয় কিছু গানের কথাও আপডেট বা হালনাগাদ করা দরকার। ব্যাখাসহ জানাচ্ছেন মো. মিকসেতু

গান: এটা কি ২৪৪১১৩৯

(শিল্পী: অঞ্জন দত্ত)

গানে সদ্য চাকরি পাওয়া প্রেমিক তাঁর অপেক্ষায় থাকা প্রেমিকাকে সুসংবাদটা দেওয়ার জন্য ফোন করেন। বলতে থাকেন, স্টার্টিংয়ে এগারোশ টাকা পাবে। সেই টাকা দিয়ে শহরে ছোট একটা ঘর ভাড়া করে সংসার সাজাবে।

আগে এমনটা সম্ভব হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে পাল্লা দিয়ে সবকিছুরই দাম বেড়েছে হু হু করে। এগারোশ টাকা চাকরির বেতন হলেও হতে পারে কিন্তু এই টাকায় বাড়ি ভাড়া তো দূরের কথা, বাড়ির বারান্দাও ভাড়া পাওয়া যাবে না। এমতাবস্থায় বেতন না বাড়ালে শুধু বেলা বোসই নয়, বেলা বোসের বাসার বিড়ালও টেলিফোনের জবাব দেবে না।

গান: আমার জানলা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় (শিল্পী: অঞ্জন দত্ত)

জানালা খুললেই আকাশ দেখা যাবে, এটাই হয়তো একসময় স্বাভাবিক ছিল। এখন সময় পাল্টেছে। বেড়েছে মানুষ, এসেছে ডেভেলপার কোম্পানি। এই কোম্পানিগুলো কোথাও ফাঁকা জায়গা দেখে না, ফাঁকা জায়গায় তারা দেখে কয়েকটা সুউচ্চ দালান। শহরে তাই আর ফাঁকা জায়গা নেই। এক দালানের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে আরেক দালান। ফলে জানালা সাধারণত খোলা যায় না, খুললেও দেখা যায় রংচঙে দালান। গানের কথা হালনাগাদ না হলে বাংলা ব্যাকরণের নিয়মে গানটি যোগ্যতা হারাবে। নতুন কথা, ‘আমার জানলা দিয়ে অনেকগুলো দালান দেখা যায়...’

গান: পিচঢালা এই পথটারে ভালোবেসেছি
(শিল্পী: মো. আবদুল জব্বার)

একসময় দেশে গোয়ালভরা গরু আর গোলাভরা ধান ছিল, তখন রাস্তায় পিচও ছিল। কিন্তু সময়ের আবর্তে দেশে এখন পিচের রাস্তা নেই বললেই চলে। আরও স্পষ্ট করে বললে, শুধু পিচ নয়, দেশে আসলে রাস্তাই নেই। থাকবে কী করে, ১০ মিনিটের বৃষ্টিতেই যেখানে রাস্তা আর নদীর মধ্যে কোনো তফাত থাকে না, সেখানে পিচঢালা পথ অসম্ভব। হালনাগাদ করা গানের লাইন হতে পারে, ‘পিচঢালা এই নদীটারে ভালোবেসেছি...’

গান: চাঁদের আলো তুমি কখনো আমার হবে না (শিল্পী: তাহসান)
‘আলো আলো আমি কখনো খুঁজে পাব না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না’ গানের কথায় চাঁদের আলো থাকলেও বিজ্ঞান প্রমাণ করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোয় সে আলোকিত। চাঁদের নিজের যেহেতু আলো নেই, তাই স্বাভাবিকভাবেই শিল্পী কখনোই আলোকে নিজের করে পাবেন না। গানের কথা হালনাগাদ করা ছাড়া উপায় কী! নতুন কথা হতে পারে এ রকম, ‘সূর্যের আলো তুমি কখনো আমার হবে না...’