হলিউড বনাম বলিউড

হলিউডের সিনেমা যে পাঁচটি জিনিস শেখায়

১. চীনারা কুং ফু শেখানো কিংবা অনুশীলন ছাড়া আর

কিছু জানে না।

২. যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ এফবিআই বা

সিআইএর এজেন্ট।

৩. যুক্তরাষ্ট্রের স্কুলগুলোর প্রধান উদ্দেশ্য বাস্কেটবল বা বেসবলের প্রচারণা চালানো।

৪. অ্যালিয়েনদের প্রিয় কাজ হলো যুক্তরাষ্ট্রে হামলা করা।

৫. কেবল যুক্তরাষ্ট্রেই দেখা মেলে ওয়্যারউলফ ও ভ্যাম্পায়ারের মতো কাল্পনিক সব প্রাণীর।

বলিউডের সিনেমা যে পাঁচটি জিনিস শেখায়

১. একই রকম দেখতে যমজদের মধ্যে একজন অতি অবশ্যই শয়তানে রূপান্তরিত হয়।

২. বোমা নিষ্ক্রিয় করার সময় ভয় পাবেন না, নায়ক যে তারটাই কাটুক না কেন, সিদ্ধান্ত সঠিক হবেই হবে।

৩. শরীরে ভয়াবহ আঘাত পেলেও নায়কের কিছু হয় না। কিন্তু নায়িকা যখন সেই ক্ষতস্থান পরিষ্কার করতে যায়, তখনই ব্যথায় কাতর

হয়ে পড়ে নায়ক।

৪. গোয়েন্দা তখনই রহস্যের সমাধান করতে পারে, যখন সে দায়িত্ব থেকে অব্যাহতি পায়।

৫. নায়ক-নায়িকা রাস্তায় নাচতে শুরু করলে অপরিচিত পথচারীরাও ঠিক একই তাল ও মুদ্রায় নাচতে শুরু করে।