কু-আশা

শিক্ষক: কালকে ক্লাসে আসিস নাই কেন?

ছাত্র: প্রচণ্ড কুয়াশা ছিল, স্যার! বাসা থেকে বের হয়ে কিচ্ছু দেখতে

পাচ্ছিলাম না!

শিক্ষক: আসলে কুয়াশা না, তোর মনে ছিল কু-আশা। ক হ্রস্ব উ-কার, আ, তালব্য শ-এ আ-কার—কু-আশা।