জনপ্রিয় গল্পের শীতকালীন সংস্করণ

কিছু গল্প আছে, যা আমরা জীবনে বহুবার শুনেছি কিংবা পড়েছি। বিখ্যাত সেই গল্পগুলো যদি এ সময়ের তীব্র শীতকে কেন্দ্র করে লেখা হতো, তাহলে কেমন হতো? ভেবেছেন সোহাইল রহমান

আলাদিনের আশ্চর্য প্রদীপ

ব্যাপার কী, এতক্ষণ ধরে ঘষতেছি, তা-ও দৈত্য বের হয় না কেন?

ওস্তাদ, বাইরে প্রচণ্ড শীত। এখন বের হওয়া পসিবল না। আপনি গরমকালে আরেকবার ট্রাই কইরেন।

শিয়াল ও আঙুর

এই শীতে আঙুর খাওয়া ঠিক না। আমার এমনিতেই টনসিলের সমস্যা, তার ওপর আঙুর ফল ঠান্ডা।

রাজা ও তিন কন্যা

আমার মেয়েরা, বলো, তোমরা আমাকে কতটা ভালোবাসো?

বাবা, আমি তোমাকে স্ট্রবেরি জুসের মতো ভালোবাসি।

আমি তোমাকে অরেঞ্জ জুসের মতো ভালোবাসি।

বাবা, আমি তোমাকে গরম পানির মতো ভালোবাসি।

মা, তুই-ই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস। আজ থেকে সব সম্পত্তি তোর।

সিংহ এবং ইঁদুরছানা

আমি আপনাকে জাল কেটে মুক্ত করলাম, আর আপনি কিনা আমাকে মারতে চাইছেন?

ইঁদুরের বাচ্চা ইঁদুর, এই শীতে গায়ে জালটা ছিল বলে যা-ও একটু ওম পাচ্ছিলাম, তুই সেটাও কেটে দিলি!

মিথ্যেবাদী রাখাল

আচ্ছা বল তো, রাখাল বালক বাঘ বাঘ বলে চিৎকার করলেও কেউ বাঁচাতে আসেনি কেন?

কারণ, সে মিথ্যেবাদী ছিল।

আরে নাহ্‌, প্রচণ্ড শীতে কেউ লেপের নিচ থেকে বের হয়ে রাখালকে বাঁচাতে আসেনি।

খরগোশ ও কচ্ছপ

এই শীতে দৌড় প্রতিযোগিতায় নামাই ভুল হইছে। ঠান্ডায় পা জমে বরফ।

হে হে, আমার শরীর শক্ত খোলস দিয়ে ঢাকা। শীত কোনো বিষয়ই না।