প্রেজেন্টেশনে মুখের কথা আর মনের কথা

>

বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন দেওয়ার সময় শিক্ষার্থীদের মুখের কথা তো আমরা শুনি। কিন্তু তখন মনের ভেতরে কী কথা চলতে থাকে? জানার চেষ্টা করেছেন সঞ্জয় সরকার

১.

মুখের কথা: স্যার, আমি টিম লিডার। টিমের অন্যান্য সদস্য আমাকে অনেক সাহায্য করেছে। আমরা গত কয়েক দিন টানা পরিশ্রমের পর এই প্রেজেন্টেশন স্লাইডটি দাঁড় করিয়েছি।

মনের কথা: স্যার, একটা বদমাশও আমাকে ঠিকভাবে সাহায্য করে নাই। টিম লিডার বানিয়ে সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েছে। টানা পরিশ্রমের কথা সম্পূর্ণ ভুয়া।

২.

মুখের কথা: ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য প্রেজেন্টেশন।

মনের কথা: ভাই রে, এনজয় কর না কর! প্রেজেন্টেশন শেষে তালি দিস রে ভাই। বন্ধুর মান-ইজ্জত রাখিস।

৩.

মুখের কথা: আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।

মনের কথা: শুধু একটা প্রশ্ন করে দেখ। তোদের গ্রুপ আসবে না? প্রশ্ন করে উড়াই দিমু! এমন প্রশ্ন করমু গুগলেও উত্তর খুঁজে পাবি না। চক্ষে আন্ধার দেখবি।

৪.

মুখের কথা: আপনার প্রশ্নটি খুবই যৌক্তিক। এ রকম একটি সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।

মনের কথা: পণ্ডিত আইছে! তার প্রশ্ন না করতে পারলে মন খচখচ করে। তুমি পণ্ডিত আসবা না প্রেজেন্টেশন দিতে? দেখায় দিমু কত ধানে কত চাল।

৫.

মুখের কথা: ওকে, আপনি উত্তরটি বুঝতে পারেননি তো? নো প্রবলেম। আমরা আবার উত্তরটি ব্যাখ্যা করছি।

মনের কথা: বুঝতে পারস নাই তো বসে থাক, বেয়াদব! আবার দাঁত কেলিয়ে বলে, ‘বুঝতে পারিনি’। থাবড়ানি দিতে পারতাম একটা!