মাঠ থেকে

ওস্তাদ, ডানে চাপাইয়া...

ভাই, আমারে একটু ব্যাকওয়ার্ড পয়েন্টে নামায় দিয়েন, ওইখানেই ফিল্ডিংয়ে দাঁড়ামু।

আরে তোমারেই তো আমার দরকার। মাঝে মাঝে মশারি টাঙাইতে খুব ঝামেলা হয়।

দাঁড়া, বিজয়ের চুলগুলা আসল না নকল টান দিয়া দেখি।

আরে না না, আম্পায়ার আছে, পরে আবার ডিমেরিট খাবি।

হ, এইসব ব্যাপারে ভাইয়ের কথা ফালায় দেওয়া যায় না, ভাই অভিজ্ঞ আছে।

এইসব বল খেলা কোনো ব্যাপারই না, চোখ বুজে মারলেও চারই হবে।

দ্যাটস আউট! শাবাশ সাকিব...আরে ধুর, ভুলেই গেছিলাম আমি এখন শ্রীলঙ্কার কোচ।

কি রে, ব্যাটসম্যান ড্রেসিংরুমে চলে গেছে, ছবিও তোলা শেষ, তা–ও এতক্ষণ ধরে পোজ দিচ্ছিস যে?

পোজ দিই না ভাই, ব্যায়াম করি। ফিজিও বলেছেন, সময় পাইলেই ব্যায়াম করতে। এটা যোগব্যায়াম। উত্থিতপদাসন!

এক মিনিট ছোট্টবন্ধু, আমার মনে হয় তোমরা লেখকের নাম দিতে ভুলে গেছ!