বাঙালিয়ানা

মার্কেটে গিয়া এবং করিয়া বিস্তর বাছাবাছি

ঘুরিয়া ঘুরিয়া বহু দাম দিয়া পাঞ্জাবি কিনিয়াছি!
পাঞ্জাবিটার রংটা কি জানো? একেবারে সাদা-কালো
নকশাটা বেশ চোখকাড়া আর ফেব্রিকটাও ভালো!

সাদা পাজামাও সঙ্গে নিয়াছি, সঙ্গে নিয়াছি দড়ি
গার্লফ্রেন্ড চায় কালো বর্ণের উড়নি দিয়াই পরি!
ওড়না কিনেছি তাই অগত্যা মূল্য হাজার টাকা
অভিজাত এই বিপণির আর কোত্থাও নাই শাখা!

বলা হয় নাই, চড়া মূল্যেই কেনা হইয়াছে চটি
মনে যাই হোক, বেশভূষামতে খাঁটি বাঙালিই বটি!
ফোনে সম্প্রতি বাংলা কি-বোর্ড করেছি ইনস্টল
প্রস্তুতি সব নেওয়া হইয়াছে, বাকি কী রইল বল?

শহীদ মিনার আপলোড করে ফেসবুক প্রোফাইলে
বাংলা ভাষাকে ধারণ করেছি হার্টে এবং দিলে!
রিংটোন চেঞ্জ করেই এবার প্রস্তুতি সব সারি
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি!’