প্রশ্ন ফাঁসের উপকারিতা

১. প্রশ্ন ফাঁস বাঙালি জাতির পয়লা বৈশাখের মতো অসাম্প্রদায়িক উৎসব। ফলে মানুষে মানুষে ভেদাভেদ কমছে।

২. প্রশ্ন ফাঁসের ফলে মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে, উন্নত সমাজ গঠনে যা খুবই গুরুত্বপূর্ণ।
৩. একটা প্রশ্ন যে গোপনে এত তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে, প্রশ্ন ফাঁস না হলে জানা যেত না।
৪. প্রশ্ন ফাঁসের ফলে কিছু ছেলেমেয়ে ফেল করার হাত থেকে বেঁচে যাচ্ছে, ফলে বাল্যবিবাহের সংখ্যাও কমছে।
৫. পড়াশোনা প্রচণ্ড পরিশ্রমের কাজ। সেই অর্থে প্রশ্ন ফাঁসের ফলে কমছে শিশুশ্রম।
৬. প্রশ্ন ফাঁসের ফলে শিক্ষকদের চাপও অনেক কমে যাচ্ছে।
৭. এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের বৈষম্যও কমছে।
৮. সহনীয় মাত্রায় প্রশ্ন ফাঁসের ফলে অভিভাবকদেরও অসহনীয় চাপ কমছে।