গভীর রাতে হল থেকে বের করে দেওয়ার গভীর ব্যাখ্যা

গভীর রাতে হল থেকে ছাত্রীদের বের করে দেওয়ার কারণ কী? হল কর্তৃপক্ষের হয়ে ভেবেছেন সঞ্জয় সরকার

খবর: সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মুঠোফোন তল্লাশি করে গভীর রাতে ছাত্রীদের বের করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ। (সূত্র: প্রথম আলো, ২০ এপ্রিল ২০১৮)

১. মেয়েদের হল সাড়ে নয়টায় বন্ধ হয়ে যায়। ফলে রাতে খোলা আকাশের নিচে বাইরের পরিবেশটা তারা দেখতে পায় না। এটা একধরনের বঞ্চনা। তাই রাতের পরিবেশ উপভোগ করার জন্য তাদের হল থেকে বের করে দেওয়া হয়।

২. আপনারা জানেন, ক্যাম্পাসের আমগাছে আম ধরেছে। মজার ব্যাপার হলো, কেউ দিনে আম পাড়ে না। রাতে বন্ধুবান্ধব নিয়ে ছেলেরা আম পাড়তে বের হয়। মেয়েরাও যাতে আম পাড়তে পারে সে জন্য রাতে তাদের হল থেকে বের করে দেওয়া হয়। ক্যাম্পাসের আমে তাদেরও সমান 

অধিকার আছে।

৩. ইদানীং ঢাকায় মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক কথা হচ্ছে। মূলত রাতের ঢাকা নিরাপদ কি না যাচাই করার উদ্দেশ্যে তাদের হল থেকে বের করে দেওয়া হয়।

৪. পড়ার চাপে মেয়েদের মাথা গরম হয়ে যাচ্ছিল। হল কর্তৃপক্ষকে জানানোর পর হাওয়া খাওয়ার জন্য তাদের বাইরে পাঠানো হয়।

৫. হলে আগুন লাগলে তারা নিরাপদ স্থানে সরে যেতে পারবে কি না, এটা তারই মহড়া ছিল।

৬. রাতে বাইরে বেরোনো ছাত্রীরা মূলত নারী হিমু। রাতে খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করাই এদের কাজ। আমরা সহযোগিতা করেছি মাত্র।

৭. সবচেয়ে বড় কথা, এখানে রাত পেলেন কোথায়? দিন ভাবলে দিন। রাত ভাবলে রাত। সবকিছুকে ইস্যু বানাবেন না প্লিজ।