ক্রিকেটীয় ভাষায় ফুটবল-বিতর্ক

চারদিকে ফুটবল বিশ্বকাপ নিয়ে চলছে তুমুল তর্ক-বিতর্ক। কিন্তু আমরা তো ক্রিকেটপাগল জাতি, তাই এসব ফুটবল-বিতর্ক যদি ক্রিকেটীয় ভাষায় হয়, কেমন শোনাবে? ভেবেছেন মাহবুব আলম
আঁকা: রাকিব রাজ্জাক
আঁকা: রাকিব রাজ্জাক


১.

: দেখিস, এবার আর্জেন্টিনা ছক্কা মারবে।

: দেখিস, ছক্কা মারার আগে আবার আউট না হয়ে যায়!

২.

: এবার ব্রাজিলরে ছয় নম্বর বিশ্বকাপ জিততেই হইব।

: হ, কাপ জেতার লড়াইয়ে জার্মানি যেমনে ব্রাজিলরে চেজ করা শুরু করছে, কী যে হয়!

৩.

: দোস্ত, ইংল্যান্ডরে নিয়া কেউ কথা কয় না ক্যান?

: ওদের কথা তো সবাই জানে।

: ওরাও যে বিশ্বকাপ জিততে পারে, সেটা?

: না, প্রতিবার সেঞ্চুরি করতে এসে যে ডাক মেরে প্যাভিলিয়নে ফিরে যায়, সেটা।

৪.

: গত বিশ্বকাপে ব্রাজিলরে সাত গোল দিছে জার্মানি। তাই এবারের বিশ্বকাপটাও জার্মানিই জিতব।

: বুঝছি, এক ইনিংসের স্কোর দিয়া আরেক ইনিংস জেতার ইচ্ছা তোমার।

৫.

: বিশ্বকাপটা কিন্তু পর্তুগালও জিততে পারে।

: কে জিতাইব ওদের?

: আরে ব্যাটা, রোনালদো আছে না!

: ও একা থাইকা লাভ কী, যদি ওর লগের সবাই আউট হইয়া যায়?

৬.

: স্পেনের গোলকিপারটা কিন্তু জোশ! একটা ক্যাচও মিস করে না!

: সমস্যা নাই, মাটি কামড়ানো শট মারতে হইব।

৮.

: আচ্ছা, বেনজেমারে ফ্রান্স দলে নেয় না কেন?

: ও গোল করতে গিয়ে খালি অফসাইডে থাকে, সে জন্য।

: অফসাইডে অন্য আরেকজনরে দিয়ে লেগসাইডে ওরে রাখলেই তো হয়!

৯.

: তুই তাইলে এবার বেলজিয়াম সাপোর্ট করতাছস?

: হুম।

: কেন? ওরা তো বিশ্বকাপে ভালো করে না।

: ওরা আসলে গ্রুপ পর্বে ভালোই খেলে। এরপর একটু খারাপ হয়া যায় আরকি!

: তো প্লাওয়ারপ্লেতে ভালো খেইলা লাভ কী, যদি ম্যাচটাই জিততে না পারে?