ফুটবলীয় শব্দার্থ ও টীকা

১. কর্নার ফ্ল্যাগ: গোল দেওয়ার পর খেলোয়াড়েরা যেখানে গিয়ে লাথি মারেন এবং ছবি তোলার জন্য পোজ দেন।

২. ডিবক্স: যে এলাকার মধ্যে ডাইভ দিয়ে পেনাল্টি কিক আদায় করে নেওয়া যায়।

৩. পেনাল্টি: এটা অনেকটা টাকাপয়সার মতো। ‘সেভ’ করা একটা চ্যালেঞ্জের ব্যাপার।

৪. সেলিব্রেশন: গোল দেওয়ার পর কিছুক্ষণ খেলা বন্ধ রেখে টেলিভিশন দর্শকদের বেশ কয়েকবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নানা উপায়ে রিপ্লে দেখার সুযোগ করে দেওয়ার একটি প্রক্রিয়া।

৫. ম্যাজিক স্প্রে: একমাত্র জিনিস, যা মাঠ থেকে উধাও হয়ে যায়।

৬. রেফারি: বলে লাথি দেওয়ার সুযোগ ছাড়াই ৯০ মিনিট পুরো মাঠ দৌড়ানোর পর যাঁকে দর্শকদের গালি শুনতে হয়।

৭. কোচ: খেলা চলাকালীন খেলোয়াড়দের উপদেশ দিতে থাকা একমাত্র ব্যক্তি, যাঁকে টিভিতে দেখানো হয়।

৮. ফ্রি-কিক: মোটেও ফ্রি নয়। এটি আদায় করার জন্য বেশ কিছুক্ষণ মাঠে শুয়ে রেফারিকে দেখিয়ে কাতরাতে হয়।

৯. অফসাইড: ফুটবল খেলাকে কিছু মানুষের কাছে দুর্বোধ্য করে রাখার জন্য বিশেষজ্ঞদের নেওয়া একটি কার্যকর পদ্ধতি।