ফাইনালের আগে তাঁরা যা ভেবেছিলেন

আঁকা: রোমেল বড়ুয়া
আঁকা: রোমেল বড়ুয়া

এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছে ক্রোয়েশিয়া আর ফ্রান্সের কাছে। ঘটনাক্রমে ফাইনালে খেলছে এই দুটি দলই। ফাইনাল ম্যাচটির আগে ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্তরা কে কী ভেবেছিলেন? সেটাই জানার চেষ্টা করেছিলেন বাংলাদেশ ফুটবল দলের অন্ধভক্ত আশফাকুর রহমান

ব্রাজিলভক্তরা যা ভেবেছিলেন 
১. ব্রাজিল সমর্থক: ফ্রান্স আর ক্রোয়েশিয়া যেদিন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামল সেদিন চাইছি, যেন এই দুইটা দলই জেতে। সেই জেতা জিততে জিততে একেবারে ফাইনাল পর্যন্ত চলে আসল। হে হে... বুঝলা আমাদের চাওয়ার কেমন শক্তি?
আর্জেন্টিনা সমর্থক: বেলজিয়ামের বিপক্ষে যে আপনারা ব্রাজিলের জয় দেখতে চান নাই, সেটা জেনে খুব খারাপ লাগল!

২. ব্রাজিল সমর্থক ১: জগতে এখনো ভালো কাজের দাম আছে। আর্জেন্টিনাকে হারানোর মতো ভালো কাজ করার পুরস্কার ফ্রান্স আর ক্রোয়েশিয়া হাতেনাতে পেয়ে গেল...
ব্রাজিল সমর্থক ২: তাহলে তো ভালো কাজে সহযোগিতার জন্য সাম্পাওলিরও একটা পুরস্কার পাওয়া উচিত!

৩. ব্রাজিল সমর্থক: পাঁচটা বিশ্বকাপ জিতে আমরা ক্লান্ত। নতুন কেউই না হয় কাপ নিক এবার...
সাধারণ ব্যক্তি: ভাই, আপনিও নতুন কিছু বলা শুরু করেন। চারটা বিশ্বকাপ ধরে তো এই একই কথা বলতেছেন!

আর্জেন্টিনাভক্তরা যা ভেবেছিলেন 

১. সাধারণ ব্যক্তি: এবার তো আর্জেন্টিনাকে হারানো দুইটা দলই ফাইনালে উঠে গেল!
আইসল্যান্ড সমর্থক: আর মনে করাইস না, দোস্ত! মাত্র একটা গোলের জন্য আমাদের ফাইনাল খেলাটা মিস হয়ে গেল!

২. আর্জেন্টিনা সমর্থক (দ্বিতীয় আর্জেন্টিনা সমর্থকের উদ্দেশ্যে): ফ্রান্স চ্যাম্পিয়ন হলে তো আর্জেন্টিনার সমান দুই বার বিশ্বকাপ পেয়ে যাবে। তার চেয়ে ক্রোয়েশিয়াই এবার চ্যাম্পিয়ন হোক।
পাশে থাকা ব্রাজিল সমর্থক: কাপ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন, ভাই? আপনারা না কাপ না দেখেই দলকে সাপোর্ট দেন!

৩. আর্জেন্টিনা সমর্থক ১: আসলে এটা মেসির ব্যর্থতা না যে সে বিশ্বকাপ জিততে পারেনি। বরং এটা বিশ্বকাপের ব্যর্থতা যে...
আর্জেন্টিনা সমর্থক ২: ভাই থামেন, বিশ্বকাপকে আর কত ব্যর্থতার দায় দেবেন? কিছু দায় নিজেদেরও তো দেন!