আবার আসিবে ফিরে দু হাজার বাইশে

আঁকা: শিখা
আঁকা: শিখা

ওয়ার্ল্ড কাপ নিয়ে চাপ দেখি চিরদিনই আছে
লোকজন কিস্তিতে টিভিসেট কিনিয়াছে।
দেয়াল রাঙিয়ে নানা চিকা-টিকা মারিয়াছে
বাড়ি রং করে কেউ দৃষ্টিটা কাড়িয়াছে।
পতাকা বানাতে গিয়ে জমিজমা বেচিয়াছে
মতে মিল না হওয়াতে একে-ওকে ছেঁচিয়াছে।
গীতিকার, ছড়াকার গান-ছড়া লিখিয়াছে
ছোট ছোট ছেলেপুলে রাতজাগা শিখিয়াছে।
কারও দল শুরুতেই ছিটকিয়া পড়িয়াছে
হেরে গিয়ে অতি দ্রুত নয়া দল ধরিয়াছে।
কারও কারও প্রিয় দল ফাইনালে টিকিয়াছে
প্রতিবারই তা-ই হয়, ঘটনা তো ঠিকই আছে।
কেউ গোল দিয়াছে ও কেউ গোল খাইয়াছে
কেউ খালি হাতে আর কেউ কাপ পাইয়াছে।
এক মাস সকলেই খোঁচাখুঁচি করিয়াছে
শেষমেশ দেখা গেল ‘থ্যাংকু’ ও ‘স্যরি’ আছে।
গালাগালি অবশেষে গলাগলি হইয়াছে
পতাকারা নামিয়াছে, শুধু তোলা মই আছে।
চিৎকার, উল্লাস, রেফারির বাঁশি আছে?
নাই নাই, ঘরে ঘরে নীরবতা আসিয়াছে।
লাফালাফি দাপাদাপি—আপাতত নাই সে
আবার আসিবে ফিরে দু হাজার বাইশে।