বিশ্বকাপ শেষে পতাকাগুলো দিয়ে যা করা যায়

.
.

পতাকাগুলো ধুয়ে, শুকিয়ে পরের বিশ্বকাপের জন্য সংরক্ষণ করা যেতে পারে।
বিজয়ী দলের পতাকা দিয়ে সামনের ঈদে পাঞ্জাবি কিংবা
সালোয়ার-কামিজ বানানো যেতে পারে। ফ্যাশনে আসবে নতুনত্ব।
পতাকাগুলো অনায়াসে ঘরের জানালার পর্দা হিসেবে টানানো যেতে পারে। 
জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বের প্রতিটি দেশের পতাকা ওড়ানো হয়। তাই জাতিসংঘের কাছে সেগুলো ভাড়া দেওয়া যেতে পারে।
বাসার ছোটদের বিভিন্ন দেশের পতাকা চেনানোর জন্য বই কিনতে হবে না। বিশ্বকাপের সময় ওড়ানো পতাকা দেখিয়েই কাজটা 
সারতে পারেন।