ফুলে সাজি ফাগুনে

পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজে ফুল বেছে নিন। মডেল: রু​হী, পোশাক: রে–লু–সে, সাজ: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: খালেদ সরকার
পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজে ফুল বেছে নিন। মডেল: রু​হী, পোশাক: রে–লু–সে, সাজ: হেয়ারোবিক্স ব্রাইডাল, ছবি: খালেদ সরকার

ফুলে ফুলে ঢ’লে ঢ’লে, বহে কিবা মৃদু বায়।
মৃদুমন্দ বাতাস আর বাহারি ফুল নিয়ে বসন্ত প্রায় এসে গেছে। পয়লা বসন্তের দিন ফুল ছাড়া কি সাজের কথা ভাবা যায়! হেয়ারোবিক্স ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘এই সময়ে নানা রকমের ফুল ফোটে। পয়লা বসন্ত কিংবা ভালোবাসা দিবসের মতো দিনে ফুল ছাড়া যেন সাজই পূর্ণতা পায় না। এই সময়ে কোন ধরনের ফুলে সাজবেন, সেটা ঠিক করা জরুরি পোশাক নির্বাচন করার পর। বয়সের কারণেও পাল্টে যেতে পারে সাজগোজ।’
মেয়েরা খোঁপায় ফুল গুঁজে নেন—সাজের এ ধারা অনেক আগে থেকেই। আবার চুলে বেণি করে তাতে ফুলের ব্যবহার করতে দেখা যায়। অনেকে খোলা চুলেও ফুল পরেন কানে বা মাথার এক দিকে। আবার হাতে, গলায়, কানে, কখনো কখনো কোমরেও ফুলের বন্ধনী দেখা যায়।

এক হাতে এমন ফুলের ব্যান্ড ভালো দেখাবে ফাগুনে
এক হাতে এমন ফুলের ব্যান্ড ভালো দেখাবে ফাগুনে

সাজি ফুলে ফুলে
গোলাপ নাকি গ্লাডিওলাস, জারবারা নাকি রজনীগন্ধা—কোনটা ছেড়ে কোনটা নেবেন? হারমনি স্পার রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বললেন, ‘আগে দেখতে হবে এই সময়ে কোন ধরনের ফুল পাচ্ছেন হাতের কাছে। যেমন এই সময়ে গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্লাডিওলাস, ক্যামেলিয়া, জারবারা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, পিস লিলি, ক্যালেনডুলা ইত্যাদি ফুল দেখা যায়। আর নানা রকম অর্কিড তো আছেই। তবে পয়লা বসন্তে একটু হলদে ও লাল রঙের ফুল দিয়ে সাজলে ভালো লাগে।’ খোঁপার ফুল হিসেবে গোলাপ, জারবারা, ছোট ডালিয়া বা ক্যালেনডুলা ব্যবহার করা যায়। আবার হাতে, গলায় বা কোমরের বন্ধনী হিসেবে গাঁদা ফুল বেশি উপযোগী। একটু কম বয়সীরা অনেক সময় ফুলের মুকুট পরেন।
শাড়ির সঙ্গে খোঁপা করে ফুল দিলে ভালো দেখাবে বলে মনে করেন তানজিমা শারমিন। তবে ফুলের সাজে নানা ধরনের নিরীক্ষাও করেন তরুণীরা। ফুলের সঙ্গে বিভিন্ন ধরনের পুঁতি, কড়ি বা মুক্তার ব্যবহার করেও গয়না তৈরি করেন অনেকে। চুলের বেণিতে ফুল ভালো লাগে। লম্বা চুলের বেণিতে ছোট ছোট চন্দ্রমল্লিকা বা গোলাপ দিয়ে সাজানো যায়। আবার বেণির সঙ্গে ফুলের মালা পেঁচিয়েও সাজা যায়।
রাহিমা সুলতানার মতে, ‘খোলা চুলের সামনের দিকটা একটু সেট করে নিলে সাজটা বেশি সময় ভালো থাকে।’

এক হাতে এমন ফুলের ব্যান্ড ভালো দেখাবে ফাগুনে
এক হাতে এমন ফুলের ব্যান্ড ভালো দেখাবে ফাগুনে

ফাগুনের সাজ
বসন্ত বরণের পোশাক ও ফুল উজ্জ্বল রঙের হয়। তাই হালকা মেকআপ বেছে নিন। তানজিমা শারমিনের মতে, বসন্ত বরণ মানেই সারা দিন বাইরে ঘোরাঘুরি, তাই চুল ও মুখের সাজটা এমন হতে হবে, যেন সারা দিন সেটি ভালো থাকে। হালকা ফেস পাফ, কাজল, লিপস্টিক নিলেই বরং ভালো হবে। ভালোবাসা দিবসে প্রিয়জনের সঙ্গে রাতের খাবার খেতে গেলে কিছুটা ভারী মেকআপ নিতে পারেন। সে ক্ষেত্রে চোখ ও ঠোঁটে বিশেষ নজর রাখুন। হলুদ বা কমলা আইশ্যাডো লাগাতে পারেন।