'বদনাম' ঘোচাতে চান মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি সিরিজে ভালো করেই সবাইকে বার্তা দিতে চান মাহমুদউল্লাহ। ফাইল ছবি
টি-টোয়েন্টি সিরিজে ভালো করেই সবাইকে বার্তা দিতে চান মাহমুদউল্লাহ। ফাইল ছবি
  • টি-টোয়েন্টিতে ভালো খেলতে চান মাহমুদউল্লাহ।
  • এই সংস্করণে বাংলাদেশের সামর্থ্য নিয়ে প্রশ্নবোধক চিহ্ন সরাতে চান তিনি।
  • টি-টোয়েন্টি পুরোপুরি অন্য ধরনের খেলা, বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক।
  • দেশের মাটিতে প্রত্যাশা বাড়িয়েছে গত তিন বছরে বাংলাদেশের পারফরম্যান্স।

আঙুলের চোট সারেনি সাকিব আল হাসানের। টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টিতেও তাঁকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। টেস্টের মতোই টি-টোয়েন্টির অধিনায়কত্বটাও করতে হচ্ছে মাহমুদউল্লাহকে। উপলক্ষটা স্মরণীয় করে রাখতে চান—আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন কোনো কিছু বললেন না ভারপ্রাপ্ত অধিনায়ক। বরং, তিনি সোজাসাপটা জানিয়ে দিলেন, এই সিরিজ অনেকটাই নিজেদের ‘বদনাম’ মেটানোর লড়াই।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যাচ্ছেতাইভাবে হারা, টেস্টে ঢাকায় সবকিছু কাঁচিয়ে ফেলার পর বদনামই তো কেবল জুটছে বাংলাদেশের। তবে মাহমুদউল্লাহ এসবের ধারেকাছেও গেলেন না। তাঁর মতে, ‘টি-টোয়েন্টি পুরোপুরি ভিন্ন ধরনের খেলা। এই খেলার গতিটাও ভিন্ন।’ তিনি বরং বলতে চাইলেন, ‘ভালো টি-টোয়েন্টি দল নয়’ বলে বাংলাদেশের যে পরিচিতি, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেই পরিচিতিটা অতীতের বিষয় বানাতে চান, ‘আমাদের টি-টোয়েন্টি সামর্থ্যের ওপর যে প্রশ্নবোধক চিহ্নটা আছে, আমরা সেটা সরাতে চাই।’

একই সঙ্গে একটা বার্তাও দিয়ে রাখতে চান মাহমুদউল্লাহ, ‘আমরা পৃথিবীর প্রতিটি দলকে একটা বার্তা দিয়ে রাখতে চাই যে টেস্ট ও ওয়ানডেতে আমরা যেভাবে এগোচ্ছিলাম. টি-টোয়েন্টিতেও আমরা সেভাবেই এগিয়েছি।’

ঘরের মাঠে সব সময়ই একটা প্রত্যাশার চাপ মাথায় নিয়ে খেলতে হয় বাংলাদেশকে। এই চাপটাই বারবার সমস্যা হয়ে দেখা দিচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বেশ বাস্তবিক তিনি, ‘আসলে এসব বলে লাভ নেই। তিন বছর ধরে ধারাবাহিকভাবে ঘরের মাঠে ভালো খেলে, জিতে এই প্রত্যাশাটা আমরাই বাড়িয়েছি। সেই প্রত্যাশা অনুযায়ী আমরা এই সিরিজটা খেলতে পারিনি।’