সর্বোচ্চ স্কোর গড়েও হার!

সৌম্যের ছবিটাই আজকের বাংলাদেশ। বড় কিছু করেও শেষ পর্যন্ত দাঁড়াতে না পারা! ছবি: শামসুল হক
সৌম্যের ছবিটাই আজকের বাংলাদেশ। বড় কিছু করেও শেষ পর্যন্ত দাঁড়াতে না পারা! ছবি: শামসুল হক

টি-টোয়েন্টিতে বাংলাদেশ কখনো ২০০ পেরোতে পারেনি। এটাই বলে দিচ্ছে সংক্ষিপ্ত সংস্করণের এই খেলাটি এখনো ধাঁধা হয়ে আছে বাংলাদেশের জন্য। আজ একসময় আশা জাগছিল, সেই মাইলফলক হয়তো পেরোবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৯৩ রান করে থেমেছে বাংলাদেশ। এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। অথচ এই স্কোর গড়েও বাংলাদেশকে হারতে হলো! বৃথা গেল নতুন দলীয় সর্বোচ্চ রেকর্ড।

এক নজরে দেখে নিন বাংলাদেশের সর্বোচ্চ ১০ স্কোর।

স্কোর

প্রতিপক্ষ

ভেন্যু

তারিখ

১৯৩/৫

শ্রীলঙ্কা

ঢাকা

১৫ ফেব্রু ২০১৮

১৯০/৫

আয়ারল্যান্ড

বেলফাস্ট

১৮ জুলাই ২০১২

১৮৯/৯

নিউজিল্যান্ড

ঢাকা

৬ নভে ২০১৩

১৮১/৭

শ্রীলঙ্কা

পাল্লেকেলে

৩১ মার্চ ২০১৩

১৮০/২

ওমান

ধর্মশালা

১৩ মার্চ ২০১৬

১৭৯/১

ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা

১০ ডিসে ২০১২

১৭৬/৯

শ্রীলঙ্কা

কলম্বো

৬ এপ্রিল ২০১৭

১৭৫/৬

পাকিস্তান

পাল্লেকেলে

২৫ সেপ্টে ২০১২

১৭৫/৯

দক্ষিণ আফ্রিকা

ব্লুমফন্টেন

২৬ অক্টো ২০১৭

১৬৮/৭

জিম্বাবুয়ে

বুলাওয়ে

১২ মে ২০১৩