এরদোয়ানকে জার্সি দিয়ে সমালোচনায় ওজিল-গুনদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে জার্সি তুলে দিচ্ছেন ওজিল। ছবি: এএফপি
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে জার্সি তুলে দিচ্ছেন ওজিল। ছবি: এএফপি
>ওজিল ও ইলকায় গুনদোয়ান জার্মান নাগরিক হলেও তাঁদের জন্ম তুরস্কে। জার্মানির এই দুই ফুটবলার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করে তাঁকে নিজেদের ক্লাব জার্সি উপহার দিয়েছেন। এতে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সমালোচনার শিকার হয়েছেন ওজিল ও গুনদোয়ান।

তাঁরা দুজন জার্মান নাগরিক, জার্মান ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্যও। কিন্তু জন্ম তাঁদের তুরস্কে। তা তুরস্কের প্রেসিডেন্টকে নিজেদের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিতেই পারেন মেসুত ওজিল ও ইলকায় গুনদোয়ান। কিন্তু রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জার্সি দিয়ে যেন নিজেদের বিপদই ডেকে এনেছেন এই দুই ফুটবলার!

এরদোয়ানকে ওজিল তাঁর আর্সেনালের জার্সি আর গুনদোয়ান ম্যানচেস্টার সিটির জার্সি দিয়েছেন গত রোববার। জার্সি উপহার দেওয়ার সময় তুলেছেন ছবিও। আর সেই ছবি এরদোয়ানের দলের কর্মীরা নির্বাচনী প্রচারে ব্যবহার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আর তাতেই ওজিল আর গুনদোয়ান পড়েছেন বিপাকে। ওই ছবির নিচে জার্মানির ডানপন্থী দল এএফডি মন্তব্য করেছে, ‘এরদোয়ানকে নিজেদের প্রেসিডেন্ট মানলে গুনদোয়ান জার্মান দলে খেলে কীভাবে?’ জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি রেইনহার্ড গ্রিন্ডেলের টুইট, ‘আমাদের খেলোয়াড় হয়ে এভাবে এরদোয়ানের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত হওয়া তাদের ঠিক হয়নি।’

গুনদোয়ান অবশ্য বলেছেন, তাঁর ছবি তোলার উদ্দেশ্য এরদোয়ানের নির্বাচনী প্রচারণা চালানো ছিল না। তবে ডিএফবি সভাপতির টুইটের প্রতিবাদ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)। সংস্থাটির সভাপতি ইয়েলড্রিম ডেমিরোরেন বলেছেন, ‘ডিএফবি সভাপতির বক্তব্য অগ্রহণীয়। এটা সবাই জানেন যে আমাদের প্রেসিডেন্ট একজন সাবেক ফুটবলার হিসেবে খেলাটির বড় ভক্ত এবং তুর্কি ফুটবলের এগিয়ে চলায় তাঁর অনেক অবদান রয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তুর্কি বংশোদ্ভূত জার্মানির খেলোয়াড় মেসুত ওজিল, ইলকায় গুনদোয়ান ও চেঙ্ক তোসুনের সঙ্গে তাঁর সাক্ষাৎ খুব স্বাভাবিক ব্যাপার।’