বিশ্বকাপে ২৩ জনের ফ্রান্স, দলে নেই লাকাজেত ও মার্শিয়াল

দল ঘোষণা করছেন কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপি
দল ঘোষণা করছেন কোচ দিদিয়ের দেশম। ছবি: এএফপি

সবাইকে খানিকটা চমকে দিয়েই ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। ২০১৮–রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের দলে জায়গা হয়নি আলেসান্দ্রে লাকাজেত ও অ্যান্থনি মার্শিয়ালের। জায়গা হয়নি দিমিত্রি পায়েত, আদ্রিয়ান রাবিও ও কিংসলে কোমানেরও।

দেশম অবশ্য বলছেন চোটে না পড়লে পায়েতকে হয়তো দলে রাখা হতো। দল ঘোষণার সময় সাংবাদিকদের তিনি বলেন, তালিকায় তার (পায়েতের) নাম থাকার অনেক সম্ভাবনা ছিল। কিন্তু অ্যাটলেটিকোর বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে সে যে চোট পেয়েছে তাতে ওর খেলাটা সম্ভব নয়। এ ধরনের চোট সারতে সাধারণত তিন সপ্তাহ সময় লাগে। এরপর খেলায় ফিরে আসতে হয়তো আরও সময় লেগে যাবে। সে জন্যই ঝুঁকি নেওয়া হয়নি। দিমিত্রিকে বলতে চাই—তোমার দুর্ভাগ্য।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ফরাসিরা। ‘সি’ গ্রুপে থাকা ফ্রান্সের অন্য প্রতিপক্ষরা হলো পেরু ও ডেনমার্ক।

ফ্রান্স দল:

গোলরক্ষক: আল ফোন্সো আরিওলা, হুগো লরিস, স্টিভ মান্দানা।

ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, প্রেস কিমপেম্বে, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারান।

মিডফিল্ডার: এনগোলা কান্তে, মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবা, করেন্টিন টলিসো।

ফরোয়ার্ড: আঁতোয়া গ্রিজমান, ওউসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ে জিরু, ফ্লোরিয়ান থোভান, নাবিল ফেকির।

কোচ: দিদিয়ের দেশম।

সূত্র: গোল ডট কম