বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে রাবিওতের রাগ

ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ার ক্ষোভে পুড়ছেন রাবিওত। ছবি: এএফপি
ফ্রান্সের চূড়ান্ত স্কোয়াডে জায়গা না পাওয়ার ক্ষোভে পুড়ছেন রাবিওত। ছবি: এএফপি
>বিশ্বকাপে ফ্রান্সের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি আদ্রিয়েন রাবিওত। কিন্তু ১১ জনের রিজার্ভ দলে তাঁকে রেখেছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশাম। মূল স্কোয়াডে জায়গা না পাওয়ায় রিজার্ভ দল থেকে সরে দাঁড়িয়েছেন পিএসজির এই মিডফিল্ডার

রাশিয়া বিশ্বকাপের জন্য ফ্রান্সের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাননি আদ্রিয়েন রাবিওত। তবে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম তাঁকে ১১ জনের রিজার্ভ দলে রেখেছিলেন। রাবিওত বিষয়টা মেনে নিতে পারেননি। মূল স্কোয়াডে জায়গা না পাওয়ার ক্ষোভে রিজার্ভ দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের এই মিডফিল্ডার।
ফ্রান্স ফুটবল ফেডারেশনকে পাঠানো লিখিত বার্তায় রিজার্ভ দল থেকে রাবিওত তাঁর নাম প্রত্যাহারের আবেদন করেছেন। রিজার্ভ দলের ১১ জনকে অনুশীলনসূচি পাঠিয়েছেন দেশাম। জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড়দের প্রস্তুত রাখতেই এ কার্যক্রম। বিবিসি জানিয়েছে, দেশামকে পাঠানো মেইলে রাবিওত বলেছেন, তিনি ‘অনুশীলন কার্যক্রম মেনে চলতে পারবেন না’। ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল ডি গ্রায়েত রাবিওতের এই সিদ্ধান্তকে ‘ভীষণ বিস্ময়কর’ বলেই মনে করছেন। গ্রায়েতের উক্তি, ‘সে বাজে সিদ্ধান্ত নিয়েছে। নিজেই নিজেকে বিচ্ছিন্ন থাকার শাস্তি দিয়েছে।’
২০১৬ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক ঘটে রাবিওতের। জাতীয় দলের হয়ে মাত্র ৬ ম্যাচ খেলা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে বিশ্বকাপের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে দেশামের ব্যাখ্যা, ‘পিএসজির হয়ে এই মৌসুমে আদ্রিয়েন যেমন খেলেছে, ফ্রান্সের হয়ে তাঁর পারফরম্যান্স সে রকম নয়।’ পিএসজির জার্সিতে এবার ঘরোয়া ‘ট্রেবল’ জিতেছেন রাবিওত।
রাবিওতের মেইল পাওয়ার পর তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন দেশাম। কিন্তু ফরাসি কোচের ফোন ধরেননি রাবিওত। তবে দেশাম কিন্তু ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখছেন না, ‘তাঁর দুঃখটা বুঝতে পারছি। কিন্তু তারপরও বিস্মিত হয়েছি। আমি মনে করি, সে অনেক বড় একটা ভুল করল। বিকল্প হতে সমস্যা থাকলে এটা তাঁর সিদ্ধান্ত।’