ব্রাজিলই জিতছে বিশ্বকাপ? নাকি এবারও বাধ সাধবে জার্মানি?

বিশ্বকাপ কি আবারও ধরা দেবে সবচেয়ে সফল দুই দলের কাছেই? ফাইল ছবি
বিশ্বকাপ কি আবারও ধরা দেবে সবচেয়ে সফল দুই দলের কাছেই? ফাইল ছবি

জার্মানির ইতিহাস গড়া তাহলে আটকানোই যাচ্ছে না? ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জেতার অপেক্ষায় জার্মানি! বিশ্বকাপ জিতলেই তো ব্রাজিলের পাঁচ বিশ্বকাপ জেতার রেকর্ড ছুঁয়ে ফেলবে তারা। কিছুদিন আগে সুইজারল্যান্ডের ব্যাংক ইউবিএস অনেক পরীক্ষা-নিরীক্ষা করে জার্মানিকেই বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী বলেছে। এবার বাজির দরও জানাচ্ছে, রাশিয়া বিশ্বকাপ জয়ে এগিয়ে থাকছে জোয়াকিম লোর দলই।

খেলাবিষয়ক বাজির জন্য বেশ বিখ্যাত অডশার্কডটকম। অডশার্কের বাজির দর বলছে জার্মানির বিশ্বকাপ জেতার দর (+৪৫০)। সাধারণত অনুপাত দিয়ে বাজির দর প্রকাশ করা হলেও অডশার্কে এ বাজিটা ‘+সংখ্যা’ দিয়ে প্রকাশ করছে। তবে মূল চিন্তায় কোনো পরিবর্তন নেই। বাজির দরে সংখ্যা যত কম, সে দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশ্বকাপ বাছাইপর্বের ১০ ম্যাচেই জয়, সে সঙ্গে ৪৩ গোল করেছে জার্মানি। গোল খেয়েছে মাত্র ৪টি। বাছাইপর্বের ফলই জানিয়ে দিচ্ছে বিশ্বকাপে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে তারা। +৪৫০ দর নিয়ে তাই জার্মানিই এগিয়ে থাকছে।

অন্যদিকে ব্রাজিল কদিন আগেই প্রীতি ম্যাচে জার্মানিকে হারিয়েছে। বাছাইপর্বে জার্মানির মতোই দাপট দেখিয়েছে তিতের দল। টানা তিনটি ফাইনাল খেলা সর্বশেষ দলও ব্রাজিল। বিশ্বকাপের সফলতম দলকেও তাই পিছিয়ে রাখা যাচ্ছে না বাজির দরে। +৪৫০ দর নিয়ে জার্মানির সঙ্গী তাই ব্রাজিল।

জার্মানির মতো ১০ ম্যাচেই জয় না পেলেও বাছাইপর্বে অপরাজিত ছিল স্পেন। কিছুদিন আগে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অনেক দিন পর স্পেন দলের মধ্যে দুই ইউরো ও বিশ্বকাপ জয়ী দলটির ছাপ দেখা যাচ্ছে। তাই বাজির দরেও এগিয়ে এসেছে স্পেন (+৬০০)। আর ব্যক্তিগত প্রতিভায় অনেক অনেক এগিয়ে থাকলেও দলীয়ভাবে কতটা ভালো করবে ফ্রান্স, এ নিয়ে কিছুটা সন্দেহ রয়েই গেছে। তাই স্পেনের চেয়ে একটু পিছনে দেশমের দল (+৭০০)।

ইউবিএস বিশ্বকাপ জেতার দৌড়ে আর্জেন্টিনাকে সাতে রেখেছিল। তবে বাজির দরে আর্জেন্টিনা আছে পাঁচে (+৯০০)। ফ্রান্সের মতোই একগাদা প্রতিভাধর নিয়ে বিশ্বকাপে যাওয়া বেলজিয়াম আছে ছয়ে (+১১০০)। ইংল্যান্ড (+১৬০০), পর্তুগাল (+২৫০০), উরুগুয়ে (+৩৩০০) এবং ক্রোয়েশিয়ারও (+৩৩০০) বিশ্বকাপ জেতার সম্ভাবনা দেখছে অডশার্কডটকম।