সাকিব কেন আর্জেন্টিনা করেন?

মেসির কারণেই আর্জেন্টিনার সমর্থক সাকিব আল হাসান। কার্টুন: প্রসূন হালদার
মেসির কারণেই আর্জেন্টিনার সমর্থক সাকিব আল হাসান। কার্টুন: প্রসূন হালদার
>আজ শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের এই রঙিন উৎসবে মাতবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এই বিশ্বকাপে কে কোন দলের সমর্থন করেন, সেটি এতবার লেখা হয়েছে, সচেতন পাঠকের অজানা নয়। সাকিব আল হাসান কেন আর্জেন্টিনা সমর্থন করবেন, নিজের দল নিয়ে তাঁর ভাবনা কী, সেটি থাকল আজকের পর্বে

লিওনেল মেসির সঙ্গে সাকিব আল হাসানের একটি জায়গায় দারুণ মিল। আন্তর্জাতিক অঙ্গনে দুজনের উত্থান প্রায় কাছাকাছি সময়ে। আন্তর্জাতিক ঠিক আছে, তবে বড় পার্থক্য ওই ‘অঙ্গনে’ই। লিওনেল মেসি জাদু দেখান ফুটবলে আর সাকিব ক্রিকেটে। যদিও এই মিল থাকার কারণেই যে মেসিকে সাকিব ভীষণ পছন্দ করেন তা নয়; আর্জেন্টিনা তারকাকে পছন্দ করেন তাঁর ফুটবলশৈলী দেখেই।

মেসিকে পছন্দ করেন বলেই ফুটবলে সাকিব আর্জেন্টিনার সমর্থক। মেসিকে পছন্দ করেন বলেই তিনি বার্সেলোনার সমর্থক। কদিন আগে প্রথম আলোয় লেখা কলামে সাকিব বলেছেন, ‘মেসি অন্য কোনো দেশের বা দলের হয়ে খেললে আমি হয়তো সে দেশকে বা দলকেই সমর্থন দিতাম। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করব, যেন মেসির খেলা বেশি দেখতে পারি। এ ছাড়া আর কোনো কারণ নেই। অন্যভাবে বললে বলতে পারেন, আর্জেন্টিনা দলকে সমর্থন করি না আমি। শুধু মেসিকে সমর্থন করি।’

মেসি আসার পরই ইউরোপীয় লিগে আকৃষ্ট হয়েছেন সাকিব। আর্জেন্টিনা তারকার সবই পছন্দ তাঁর। কখনো সুযোগ হলে বার্সেলোনা ঘুরে আসার ইচ্ছা আছে বিশ্বসেরা অলরাউন্ডারের। যে ফুটবলারকে এত পছন্দ করেন, আকাশি-নীলদের হয়ে তিনি জিততে পারেননি একটিও শিরোপা। সে হোক বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা। এবার কি বিশ্বকাপ জিততে পারবে আর্জেন্টিনা? সাকিবের কথা শুনে মনই খারাপ হতে পারে আর্জেন্টিনা সমর্থকদের, ‘তাদের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই। আর্জেন্টিনা সেরা ১০-১২টা দলের মধ্যে থাকে কি না সন্দেহ। এবারের আর্জেন্টিনা মোটেই ভালো দল নয়। বিশ্বকাপ জেতার মতো দল তো নয়ই।’

মেসির মতো যুগন্ধর খেলোয়াড় থাকতেও আর্জেন্টিনা কেন শিরোপা জিততে পারে না? সাকিব মনে করেন, এতে মেসির যতটা না দায় আছে, তার চেয়ে বেশি দায় আর্জেন্টিনার, ‘আর্জেন্টিনার বাকি দলেরই সেই শক্তি নেই যে তারা মেসিকে নিয়ে বিশ্বকাপ জিতবে। এটা মেসির ব্যর্থতা নয়, আর্জেন্টিনা দলের ব্যর্থতা।’

তবে মেসিকে এবারও শূন্য হাতে ফিরতে দেখলে আর্জেন্টিনা অধিনায়কের কোটি ভক্তের মতো সাকিবও ভীষণ কষ্ট পাবেন। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক তাই মনেপ্রাণে চান এই বিশ্বকাপটা উঠুক মেসির হাতে, ‘মেসি আছে বলেই আমি চাইব এবার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হোক। মেসির অধিকার আছে অন্তত একবারের জন্য হলেও সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার।’