নেইমার থাকবেন তো?

অনুশীলনে নেইমার, ম্যাচে থাকবেন তো? ছবি: রয়টার্স
অনুশীলনে নেইমার, ম্যাচে থাকবেন তো? ছবি: রয়টার্স

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। পরে পরীক্ষায় দেখা গেছে, চোটটা গোড়ালিতে। গুরুতর কিছু না হলেও সংশয় ছিল পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামতে পারবেন তো নেইমার?

গত সোমবার অনুশীলন করেননি, মঙ্গলবার অনুশীলনে এলেও ছিলেন কেবল ১৫ মিনিটের জন্য। তবে এ নিয়ে ডাক্তার রদ্রিগো লাসমার বলেছেন, ‘পরে যেন কোনো অঘটন না ঘটে, সে জন্যই অনুশীলনে যোগ দেয়নি নেইমার।’

তবে নেইমার জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তিনি বলেন, ‘অনুশীলন ভালো হয়েছে, এখন অনেকটাই সুস্থ অনুভব হচ্ছে। পায়ের পাতাও ঠিক আছে এখন।’

দ্বিতীয় পর্ব নিয়ে দুশ্চিন্তা দূর করতে হলে আজ কোস্টারিকা ম্যাচটি ব্রাজিলকে জিততেই হবে। প্রথম ম্যাচের পরিণতি (ড্র) হলেও বিপাকে পড়ে যাবেন নেইমাররা। ম্যাচ জিততে তাই অনেকটাই মরিয়া সবাই। নেইমারের কথাতেও ব্যাপারটি স্পষ্ট, ‘দ্বিতীয় ম্যাচ নিয়ে আমাদের অনেক প্রত্যাশা, আশা করছি প্রথম ম্যাচের চেয়ে আমরা ভালো খেলতে পারব। আর ভালো খেলেই আমরা ম্যাচটি জিততে চাই।’

ব্রাজিলের মতো কোস্টারিকারও বিশ্বকাপের শুরুটা একদম ভালো হয়নি। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে গ্রুপ ‘ই’র পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে দলটি। তবু কোস্টারিকাকে নিয়ে অনেক সতর্ক নেইমার বলেন, ‘প্রতিপক্ষ সম্পর্কে তিতে আমাদের বলেছে। আজকের (গতকাল) প্রশিক্ষণে আমাদের চেয়ে তাদের নিয়েই বেশি আলোচনা হয়েছে। কিন্তু আমরা সবকিছুই বিশ্লেষণ করছি এবং ওদেরকে কীভাবে হারানো যায় তা নিয়েই ভাবছি।’

রণপরিকল্পনা যখন মুখস্থ করে রেখেছেন, এর মানে তো আজও থাকছেন নেইমার।