দুই ম্যাচ শেষে কার কী অবস্থা?

দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবেন রোনালদো।
দ্বিতীয় পর্বে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামবেন রোনালদো।

বিশ্বকাপে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে সব দল। এর মধ্যেই বেশ কিছু গ্রুপের বিশ্বকাপ–ভাগ্য নিশ্চিত হয়েছে। আবার গ্রুপ ‘এফ’-এ এখনো সবার সুযোগ আছে দ্বিতীয় পর্বে ওঠার!

দুই ম্যাচ পরে যা দেখা যাচ্ছে, বিশ্বকাপের শেষ ম্যাচটা এখন শুধু আনুষ্ঠানিকতা হয়ে উঠেছে ৮ দলের জন্য। আবার দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে ৬ দল। বাদবাকি ১৮ দলই এখনো দুশ্চিন্তা নিয়ে খেলতে নামবে শেষ ম্যাচ, আর জানার চেষ্টা করবে গ্রুপের অন্য ম্যাচে কী হচ্ছে।

দেখে নেওয়া যাক, দুই ম্যাচ পরে বিশ্বকাপে বিভিন্ন গ্রুপে কী অবস্থা—

গ্রুপ এ

দ্বিতীয় পর্বে যারা

রাশিয়া, উরুগুয়ে

বাদ পড়েছে কারা

মিসর, সৌদি আরব

আশায় আছে ওরা

নেই

গ্রুপ বি

দ্বিতীয় পর্বে যারা

এখনো কেউ নয়

বাদ পড়েছে কারা

মরক্কো

আশায় আছে ওরা

স্পেন, পর্তুগাল, ইরান

গ্রুপ সি

দ্বিতীয় পর্বে যারা

ফ্রান্স

বাদ পড়েছে কারা

পেরু

আশায় আছে ওরা

ডেনমার্ক, অস্ট্রেলিয়া

গ্রুপ ডি

দ্বিতীয় পর্বে যারা

ক্রোয়েশিয়া

বাদ পড়েছে কারা

এখনো কেউ নয়

আশায় আছে ওরা

নাইজেরিয়া, আইসল্যান্ড, আর্জেন্টিনা

গ্রুপ ই

দ্বিতীয় পর্বে যারা

এখনো কেউ নয়

বাদ পড়েছে কারা

কোস্টারিকা

আশায় আছে ওরা

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া

গ্রুপ এফ

দ্বিতীয় পর্বে যারা

এখনো কেউ নয়

বাদ পড়েছে কারা

এখনো কেউ নয়

আশায় আছে ওরা

মেক্সিকো, জার্মানি, সুইডেন, দক্ষিণ কোরিয়া

গ্রুপ জি

দ্বিতীয় পর্বে যারা

ইংল্যান্ড, বেলজিয়াম

বাদ পড়েছে কারা

তিউনিসিয়া, পানামা

আশায় আছে ওরা

নেই

গ্রুপ এইচ

দ্বিতীয় পর্বে যারা

এখনো কেউ নয়

বাদ পড়েছে কারা

পোল্যান্ড

আশায় আছে ওরা

জাপান, সেনেগাল, কলম্বিয়া