বিশ্বকাপের রং লেগেছে উইম্বলডনেও

প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। ছবি: রয়টার্স
প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন মারিয়া শারাপোভা। ছবি: রয়টার্স

বিশ্বকাপের মতো উইম্বলডনেও চলছে তারকা পতনের খেলা

রাশিয়ায় তারকা পতনের ঢেউ লেগেছে উইম্বলডনের ঘাসের কোর্টেও। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন টনি ক্রুস, টমাস মুলাররা। শেষ ষোলোয় তো আশ্চর্য পতন। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, ইসকো, আন্দ্রেস ইনিয়েস্তাদের বিদায় নিশ্চিত হয়েছে শেষ ষোলোর মঞ্চেই। অল ইংল্যান্ড ক্লাবেও চলছে তারকা পতনের খেলা। মেয়েদের এককে শীর্ষ আট বাছাইয়ের ছয়জনই বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডের মধ্যে।

মেয়েদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গারবিনিয়ে মুগুরুজা গতকাল হেরেছেন র‍্যাঙ্কিংয়ে ৪৭তম অ্যালিসন ফন উইটভাঙ্কের কাছে। তৃতীয় বাছাই মুগুরুজাকে ৫-৭, ৬-২, ৬-১ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন এই ডাচ খেলোয়াড়। ১৯৯৪ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন স্টেফি গ্রাফ। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মধ্যে এটাই সবচেয়ে দ্রুততম বিদায়ের নজির।

তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স
তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ছবি: রয়টার্স

শীর্ষ আট বাছাইয়ের মধ্যে শুধু সিমোনা হালেপ ও ক্যারোলিনা প্লিসকোভাই টিকে আছেন। এ ছাড়া ক্যারোলিন ওজনিয়াকি, ইয়েলিনা ওস্তাপেঙ্কো, পেত্রা কেভিতোভারা হেরে ছিটকে পড়েছেন বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লাম থেকে। কেভিতোভা ও শারাপোভা বিদায় নিয়েছেন প্রথম রাউন্ড থেকে। বেলারুশের ৫০তম বাছাই আলিয়াকসান্দ্রা সাসনোভিচের কাছে ৬-৪, ৪-৬, ৬-০ গেমে হারেন দুইবারের উইম্বলডনজয়ী কেভিতোভা। ২৮তম বাছাই শারাপোভা হেরেছেন র‍্যাঙ্কিংয়ে ১৩২তম ভিত্তালি দিয়াশেঙ্কোর কাছে।

ছেলেদের এককে অঘটনের শিকার হয়েছেন গতবারের ফাইনালিস্ট তৃতীয় বাছাই মার্টিন চিলিচ। আর্জেন্টিনার গুইদো পেল্লার কাছে ৩-৬, ১-৬, ৬-৪, ৭-৬ (৭/৩), ৭-৫ গেমে হারেন এই ক্রোয়াট। তবে ছেলেদের এককে শীর্ষ বাছাই রাফায়েল নাদাল দ্বিতীয় রাউন্ড পার হয়ে গেছেন সহজেই। মিখাইল কুকুশকিনকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তাকে। ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে জিতে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন এই স্প্যানিয়ার্ড। এ ছাড়া নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছেন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও হুয়ান মার্টিন দেল পোত্রো।