এখন সময় এগিয়ে যাওয়ার

রাশিয়ার কোচ স্তানিলাস চেরশেসোভ। ছবি: রয়টার্স
রাশিয়ার কোচ স্তানিলাস চেরশেসোভ। ছবি: রয়টার্স
>রাশিয়া বিশ্বকাপে অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত খেলেছে স্বাগতিকেরা। নকআউটে স্পেনকে বিদায় করেছে। কোয়ার্টার ফাইনালে এসে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে গেছে। তবু মন খারাপ করে বসে থাকতে চাইছেন না দলটির কোচ চেরশেসোভ। শোনালেন এগিয়ে যাওয়ার কথা

বিশ্বকাপ জিততে পারেনি রাশিয়া। তাতে কী! দেশে এবং দেশের বাইরে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে রুশ ফুটবল। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিকেরা। মাঠে ছাত্রদের পারফরম্যান্সে মন ভরেছে কোচ স্তানিলাস চেরশেসোভের। বাস্তবতা মেনে নিয়ে বললেন, ‘আমি বিদায় শব্দটার চেয়ে কীভাবে বিদায় নিয়েছি, এতেই বিশ্বাস করি। নিজেকে নিয়ে গর্ব করার মুহূর্তে বিদায় নেওয়াটাই ভালো।’ ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের সামনে শিরোপা জেতার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা নিজেদের গুরুত্ব (বিশ্ব ফুটবলকে) দেখাতে পেরেছি।’ ভবিষ্যতে নিজেদের লক্ষ্য আরও উঁচুতে থাকা উচিত বলেই মনে করছেন রাশিয়া বিশ্বকাপে নিজেকে প্রমাণ করা এই মানুষ।

এমন আত্মবিশ্বাসী দল গড়ার বিষয়ে চেরশেসোভ বলেন, ‘প্রথম এবং দ্বিতীয় সারি থেকে দল তৈরি করেছি। আমি জানতাম, এরা কোথায় যাচ্ছে। আমার বিশ্বাস, আমরা সফল হয়েছি। কিন্তু এখন সময় এক কদম এগিয়ে যাওয়ার।’

২০১৮ বিশ্বকাপে সব মিলিয়ে চার গোল করেছেন রাশিয়ান মিডফিল্ডার দেনিস চেরিশেভ। ক্রোয়েশিয়ার বিপক্ষেও করেছেন দুর্দান্ত এক গোল। তাঁর গোলেই শুরুতে এগিয়ে যায় রাশিয়া। সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করে রাশিয়া। টাইব্রেকার হারের পর তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি। আমার মনে হয় পুরো দল নিজেদের শতভাগ দিয়ে খেলেছে। শুধু জয়টাই পাইনি। আমার মনে হয় টাইব্রেকার এক রকমের লটারি...আমরা বাড়ি ফিরে যাচ্ছি।’

নিজের চার গোল নিয়ে বলতে গিয়ে দলের অর্জনকেই এগিয়ে রাখতে চাইলেন চেরিশেভ। বললেন, ‘চার গোল করে ভালো লাগছে। কিন্তু দল সামনে যেতে না পারলে এসব গোল অর্থহীন।’ এই কথার খানিকটা ব্যাখ্যাও দিলেন তিনি, ‘গোল করতে পেরে আমি সত্যি আনন্দিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দলকে সাহায্য করা। আজ আমরা জিততে পারিনি বলেই আমি হতাশ।’